গেইনারের শীর্ষে ড্রাগণ সোয়েটার

prabhat-dairys-ipo-closes-successfullyস্টকমার্কেট ডেস্ক :

মঙ্গলবারের (২২ নভেম্বর) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং। এদিন কোম্পানির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ড্রাগণ সোয়েটারের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২.২ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৩.৪ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ১২.৩ টাকা থেকে ১৩.৪ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- সিএমসি কামালের ৯.৪৬ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৭.৯১ শতাংশ, এবি ব্যাংকের ৭.৬২ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৫৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৬.৩০ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৬.২৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৪৫ শতাংশ, সাফকো স্পিনিং এর ৫.৩১ শতাংশ ও আইএফআইসি ব্যাংকের ৫.২৪ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ সূচক

DSE-UP-4400-728x387স্টকমার্কেট ডেস্ক :
গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক। এছাড়া ২ মাসের মধ্যে সবেচেয়ে বেশি আর্থিক লেনদেন হয়েছে। মঙ্গলবারের (২২ নভেম্বর) লেনদেনে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ও আর্থিক লেনদেন এ অবস্থানে উঠে এসেছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮.৮১ পয়েন্ট বেড়ে ৪৭৫০.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত ১৩ মাস বা ২০১৫ সালের ১৪ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ।

মঙ্গলবার ডিএসইতে ৬৫৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২ অক্টোবরের মধ্যে বা গত ২ মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।

এদিন ডিএসইতে ৩১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৯৭টি কোম্পানির দর কমেছে এবং ৪৬টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

আগের দিনের ন্যায় মঙ্গলবারও টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএটিবিসি’র শেয়ার। এদিন কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের ১৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস।

লেনদেনে এরপর রয়েছে- সিএমসি কামাল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিটিক্যালস, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ, ফরচুন সুজ, ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং ও কাশেম ড্রাইসেল।

এদিকে মঙ্গলবার সিএসই’র সিএসসিএক্স সূচক ৪৩.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৮৯৩.২২ পয়েন্টে। যা সোমবার ৬.৮৩ পয়েন্ট, রবিবার ৫১.৮৭ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৪৫.৬৪ পয়েন্ট, বুধবার ৩৪.৩৩ পয়েন্ট ও মঙ্গলবার ২৪.৬৭ পয়েন্ট বেড়েছিল।

এদিন সিএসইতে ৩৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪২ কোটি ৬৯ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২৯টি’র, কমেছে ৮৮টি’র এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টি’র।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রথম প্রান্তিকে লোকসানে বিডি ওয়েল্ডিং

bdweldinস্টকমার্কেট ডেস্ক :

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিটি শেয়ারে (০.২৯) টাকা লোকসান করেছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস (বিডি ওয়েল্ডিং)। আগের বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল (০.৩০) টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বরে কোম্পানির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৯ টাকা।

১৯৯৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিডি ওয়েল্ডিং ২০১৫ সালে লোকসানের কবলে পড়ে। কোম্পানি ১৮ মাসের (জানুয়ারি ২০১৫-জুন ২০১৬) ব্যবসায় প্রতিটি শেয়ারে (৩.৫০) টাকা লোকসান করে। যাতে কোম্পানির পরিচালনা পর্ষদ এই সময়ের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার এরইমধ্যে অভিহিত মূল্যের নিচে নেমে এসেছে। গত ২৬ অক্টোবর থেকে এ অবস্থানে রয়েছে। আর সর্বশেষ সোমবার (২১ নভেম্বর) লেনদেন শেষে ৯ টাকায় দাঁড়িয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

আগামীকাল ৩টি কোম্পানির লেনদেন বন্ধ

trade suspended logo mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ৩টি কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল বুধবার বন্ধ থাকবে।(ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ও বীচ হ্যাচারি লিমিটেড।

সূত্রটি জানায়, এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল যা আজকে মঙ্গলবার সম্পন্ন হবে । আগামী ২৪ নভেম্বর থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে শেয়ারবাজার।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রথম ঘণ্টায় লেনদেন ২০৩ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ সূচকের সাথে লেনদেনেও রয়েছে ঊর্ধ্বগতি। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২০৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়,  এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯০টি কোম্পানির। আর দর কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে  ১৪ হাজার ৬২৩ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছ ২১টির।

স্টকমার্কেটবিডি.কম/এস

ন্যাশনাল টিউবসে জামিল গ্রুপের বিনিয়োগের খবর ভিত্তিহীন

National_Tubes.jpg_220x220স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডে বিদেশি বিনিয়োগের খবর ভিত্তিহীন বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিভিন্ন অনলাইন সংবাদপত্রে ন্যাশনাল টিউবসে সৌদিভিত্তিক জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানির বিনিয়োগের খবর প্রকাশের পর, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি জানতে চেয়ে চিঠি পাঠায়।

চিঠির জবাবে কোম্পানিটি জানায়, সংবাদপত্রে প্রকাশিত খবর ভিত্তিহীন। এছাড়া গত ১০ নভেম্বর বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) ভবনে কোম্পানির পরিচালনা পর্ষদ ও সৌদি আরবের জামিল গ্রুপের দুইটি প্রতিনিধি দলের সাথে কোনো গোপন বৈঠক হয়নি।

কোম্পানিটি আরও জানায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ন্যাশনাল টিউবস ও কোম্পানিটির মধ্যে চূড়ান্ত বিনিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শিল্প মন্ত্রনালয়ের বরাত দিয়ে গনমাধ্যমে প্রচারিত কবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে ৪৪টি কোম্পানি পরিচালনাকারী জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট বাংলাদেশের প্রকৌশল খাতে বিনিয়োগে আগ্রহী। পাঁচদিনের সফরে গতকাল কোম্পানিটির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর মধ্যে ১ আগস্ট টঙ্গীতে অবস্থিত ন্যাশনাল টিউবসের কারখানা পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শন শেষে বিনিয়োগের নানা বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনা হবে।

জানা গেছে, দাম্মামভিত্তিক জামিল ইন্ডাস্ট্রিয়াল মূলত স্টিল বিল্ডিং ও স্টিল পাইপ সামগ্রীর ব্যবসা করে। এর বাইরে বিদ্যুৎ-জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রিক সামগ্রী ও আবাসন খাতেও তাদের বড় বিনিয়োগ রয়েছে। বর্তমানে মিসর, চীন, অস্ট্রিয়া, ভারত, আরব আমিরাত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ অনেক দেশে তাদের ৪৪টি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বি

অ্যাক্টিভ ফাইন ও এএফসি এগ্রোর এজিএম ২৪ নভেম্বর

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি অ্যাক্টিভ ফাইন ও এএফসি এগ্রো লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১২ টায় রাজধানীর সেনানিবাসে অবস্থিত ট্রাষ্ট মিলনায়তন হলে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৩০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে অ্যাক্টিভ ফাইনের পরিচালনা পর্ষদ।

অন্যদিকে তালিকাভুক্ত এএফসি এগ্রোর শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি দুটির এজিএমের রেকর্ড ডেট ছিল ৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ