দর বাড়ার শীর্ষে ফরচুন সুজ

fortuneস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। রবিবারের (২৭ নভেম্বর) লেনদেনে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯.৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত কার্যদিবসে ফরচুন সুজের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৪৬.৩ টাকা। রবিবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৫০.৭ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ৪৬.৩ টাকা থেকে ৫০.৯ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- ড্রাগণ সোয়েটারের ৮.৭৮ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৮.৩৬ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৮.২৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৬৫ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৭.৬৪ শতাংশ, কাশেম ড্রাইসেলের ৬.৩৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.২৫ শতাংশ, সিএমসি কামালের ৬.১৪ শতাংশ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৫.৮১ শতাংশ দাম বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

শেয়ারবাজারে ২৬ দিনে ৮ হাজার নতুন বিও হিসাব

cdblনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি বেনিফিসিয়ারি অনার্স বা বিও অ্যকাউন্ট খোলার প্রবণতা বেড়েছে। চলতি মাসে নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে ৮ হাজার। ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ খবর জানা গেছে।

সিডিবিএলের দেয়া তথ্য মতে, বর্তমানে মোট বিও রয়েছে ২৯ লাখ ২০ হাজার ২৯ টি। ১ অক্টোবর যার সংখ্যা ছিল ২৯ লাখ ১২ হাজার ৩৮৪টি। অথাৎ ২৬ দিনের ব্যবধানে বিও বেড়েছে প্রায় ৮ হাজার। বর্তমানে যে বিও রয়েছে এর মধ্যে পুরষ অ্যাকাউন্টধারীর সংখ্যা ২১ লাখ ১৯ হাজার ১৪৮টি। অক্টোবরের প্রথমে যা ছিল ২১ লাখ ১৩ হাজার ৫৬৮টি। অথাৎ এ সময়ের মধ্যে শুধুমাত্র পুরুষ বিও বেড়েছে প্রায় ৬ হাজার।

অন্যদিকে বর্তমানে নারী বিও সংখ্যা রয়েছে ৭ লাখ ৯০ হাজার ২১ টি। ২৬ দিন আগে যার সংখ্যা ছিল ৭ লাখ ৮৮হাজার ৭৯টি। অর্থাৎ এ সময়ের মধ্যে বিও বেড়েছে ২ হাজারের বেশি। আর এই সময়ের মধ্যে কোম্পানির বিও সংখ্যা বেড়েছে৪৩ টি। সর্বমেষ হিসাব অনুযায়ী এ ধরনের বিও সংখ্যা ১০ হাজার ৮৭০টি। পূর্বে যা ছিল ১০ হাজার ৭৩৭টি।

এর আগে সময় মতো বিও ফি না দেওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে ২ লাখের বেশি বিও। সংশ্লিষ্টদের মতে, প্রধানত দুই কারণে এবার অসংখ্য বিও বাতিল হযেছে। এর মধ্যে একটি হচ্ছে দীর্ঘদিন থেকে বাজারের মন্দা পরিস্থিতি অন্যটি প্রাইমারি মার্কেট থেকে বিনিয়োগকারীদের সুবিধা না পাওয়া। যে কারণে বিনিয়োগকারীরা ৫০০ টাকা দিয়ে বিও নবায়ন করেননি। যার ফলে এসব অ্যাকাউন্ট বাতিল হয়ে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ভালো লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে সিমটেক্স

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ২৮ নভেম্বর থেকে শেয়ারবাজারে সিমটেক্স ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

এজিএমের তারিখ পিছালো খুলনা পাওয়ার

kpplস্টকমার্কেট ডেস্ক :

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ১৪ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছিল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, সভার সময় একদিন পিছিয়ে ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ২৪ নভেম্বর।

২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে খুলনা পাওয়ারের পরিচালনা পর্ষদ।

এরই মধ্যে শেয়ারহোল্ডারদের ৩১ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত ৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ পরিশোধ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৩৫৪ কোম্পানিতে আইসিবির বিনিয়োগ ৭৫০০ কোটি টাকা

icbনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানার এ বিনিয়োগ সংস্থার মোট বিনিয়োগ প্রায় সাত হাজার কোটি টাকা। বিশাল আকারের এ পোর্টফোলিওতে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানিরই শেয়ার রয়েছে। এতে মৌল ভিত্তির কোম্পানির পাশাপাশি দুর্বল আর্থিক ভিত্তির অনেক কোম্পানির শেয়ারও ঠাঁই পেয়েছে। আছে ওভার দ্য কাউন্টারভুক্ত (ওটিসি) ১৮ কোম্পানির শেয়ার।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুুযায়ী, আইসিবির পোর্টফোলিওতে থাকা শেয়ার ও ফান্ড সংখ্যা ৩৫৪টি। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন ৪৪ কোম্পানির শেয়ারও রয়েছে। পোর্টফোলিওতে থাকা সব শেয়ারের মধ্যে ১১৯টির বাজারমূল্য ক্রয়মূল্যের তুলনায় বেশি। অর্থাৎ এগুলোতে মুনাফা রয়েছে। এর মধ্যে আবার ১৮টি ওভার দ্য কাউন্টার বাজারভুক্ত। বাকি ২৩৫ কোম্পানির শেয়ারের বাজারমূল্য কেনা দামের তুলনায় কম। অর্থাৎ, পোর্টফোলিওতে থাকা দুই-তৃতীয়াংশ শেয়ারেই লোকসান রয়েছে।

দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড সংখ্যা বর্তমানে ৩৩০টি।

দেশের অন্যতম প্রধান বিনিয়োগ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিনিয়োগ বিশ্লেষকরা মনে করেন, দেশের বেশিরভাগ প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বিনিয়োগে পেশাদারি আচরণ দেখায় না। মিউচুয়াল ফান্ডগুলোও সব শেয়ারে বিনিয়োগ করে। সরকারি মালিকানার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও একই চিত্র। আইসিবি তার ব্যতিক্রম নয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মিথুন নিটিংয়ের সম্পদ বৃদ্ধি

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং স্থায়ী সম্পদ (ফিক্সড অ্যাসেটস)  বৃদ্ধি করেছে। একই সাথে কোম্পানিটির দুই সহযোগী প্রতিষ্ঠান টয়ো কম্পোজিটস নিট গার্মেন্টস ও পিওর কটন নিটওয়্যার লিমিটেডেরও সম্পদ  বৃদ্ধি করা হয়েছে।
গত ২৪ নভেম্বর কোম্পানির বোর্ড সভায় পুর্নমূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়,কোম্পানির একীভূতকরণের সময় থেকে কনসুলেটেড স্থায়ী সম্পদ ছিল ২৯ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৮১৮ টাকা; যা গত ৩০ জুন পর্যন্ত সময়ে ৮ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৪১১ টাকা ব্যায় হয়েছে।
কোম্পানিটির সম্পদ  বৃদ্ধির পর সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীতে ২০ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এই উদ্বৃত্ত কোম্পানির আয়কর এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালুর (এনএভি) সাথে ৭ টাকা ৬৬ পয়সা যোগ হবে। আলোচ্য সময়ে কোম্পানির ২ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৯৬৯টি শেয়ার বিচেবনায় রাখা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণীতে স্থায়ী সম্পদের সঠিক তথ্য উপস্থাপনের উদ্দেশ্যে সম্পদ  বৃদ্ধি করেছে।
স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ডরিন পাওয়ার
  2. বিবিএস
  3. কাসেম ড্রাইসেল
  4. এবি ব্যাংক
  5. বেক্সিমকো লিমিটেড
  6. ফরচুন সুজ
  7. কনফিডেন্স সিমেন্ট
  8. গোল্ডেন হার্ভেষ্ট
  9. ন্যাশনাল টিউবস
  10. সিএমসি কামাল।

ডিএসইতে ৬১০ ও সিএসইতে ৪০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষ লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন লেনদেনের পরিমাণ ৬১০ কোটি টাকা দাঁড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৬৫৮ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার, বিবিএস, কাসেম ড্রাইসেল, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেষ্ট, ন্যাশনাল টিউবস ও সিএমসি কামাল।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৪২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ফরচুন সুজ লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বারো টায় ৩ কোম্পানি হল্টেড

holted-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরুর পর দুপুর ১২ টা নাগাদ ৩ কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট দেখা গেছে।

কোম্পানিগুলো হলো- ঝিল বাংলা সুগার, আরএন স্পিনিং ও ফাইন ফুড।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সর্বোচ্চ দর বৃদ্ধির মধ্যে দিয়ে হল্টেড হয়েছে সরকারি লোকসানি কোম্পানি ঝিলবাংলা সুগার। এসময় কোম্পানিটির শেয়র দর ১০ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকার স্পর্শ করে। দুপুর ১২ টা নাগাদ কোম্পানিটির ৩১ হাজার ১৬০টি শেয়ার ৫৬ বার হাতবদল হয়।

বস্ত্র খাতের তালিকাভুক্ত আরএন স্পিনিংয়ের শেয়ার দর ৯.৬৫৯ শতাংশ বেড়ে হল্টেড হয়। এসময় কোম্পনিটির ৩ লাখ ৯২ হাজার ১৩৫টি শেয়ার হাতবদল হতে দেখা যায়। যার বাজার দর ছিল ৭৪ লাখ ২৯ হাজার টাকা।

এসময় ফাইন ফুডের ৯.৪৫৯ শতাংশ দর বৃদ্ধির মধ্যে দিয়ে হল্টেড হয়েছে কোম্পানিটি। দুপুর ১২ টায় কোম্পানিটির ১ লাখ ৩৮ হাজার ৯৮৫টি শেয়ার হাতবদল হতে দেখা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

শেয়ার বিক্রি করবেন আর্গন ডেনিমসের আরেক পরিচালক

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের একজন পরিচালক ৬ লাথ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আনোয়ারুল আলম চৌধুরী নামে কোম্পানিটির এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে কোম্পানির মোট ৭৪,৩৮,২০০টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এর আগে একে গওহর রব্বানী নামে কোম্পানিটির পরিচালক ২৪ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করেন। তার হাতে কোম্পানিটির মোট ৯৩,৭৩,২০০ টি শেয়ার ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর