লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে

safko-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ক্যাটাগরি গত বছরের মতো এবারো পরিবর্তন করেছে ডিএসই। ৩০ জুন ২০১৬ সালের সমাপ্ত অর্থবছরে ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছর ৩১ ডিসেম্বর ২০১৫ সালের সমাপ্ত অর্থবছরে ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

ডিএসই জানায়, আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে দুই শেয়ারবাজারে।

গত বছর কোম্পানিটি ২০১৬ সালের সমাপ্ত অর্থ বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মিথুন নিটিংয়ের বোর্ড সভা ৩০ নভেম্বর

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি মিথুন নিটিং মিলস লিমিটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ৩০ নভেম্বর ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

১৮ মাসের লভ্যাংশ ৫% ঘোষণা

familyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ পর্যন্ত গত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

২০১৫ সালের জানুয়ারি হতে চলতি বছরের জুলাই পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয় এসেছে ৮২ পয়সা। ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩,৬৮ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এস

১ম প্রান্তিকে লাভ থেকে লোকসানে

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি লাভ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এ প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ১৮.৬৭ টাকা এবং যা সঞ্চিতি ছাড়া ৬.৩৯ টাকা।

এর আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২২ পয়সা। এহিসাবে কোম্পানিটি চলতি বছর প্রথম ৩ মাসে লোকসান করেছে। এই লোকসানের পরিমাণ শেয়ার প্রতি ৮০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ