ডিএসই ও সিএসইতে উত্থানে লেনদেন

gainerস্টকমার্কেট ডেস্ক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে  (ডিএসই) ১৬৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮০৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৫ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

মিথুন নিটিং ও ভ্যানগার্ডের বোর্ড সভা আজ

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান মিথুন নিটিং ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ড আজ বোর্ড সভার আয়োজন করেছে। ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বোর্ড  সভায় প্রান্তিক প্রতিবেদন ও সমাপ্ত অর্থবছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মিথুন নিটিংয়ের লিমিটেডের বোর্ড সভা ৩০ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

অন্যদিকে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ডের ট্রাস্টি বোর্ড সভা ৩০ নভেম্বর, বুধবার, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

লাফার্জ ইউমিয়ামের ৫ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন

lafarzস্টকমার্কেট ডেস্ক :

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড (এলইউএমপিএল) ভারত সরকারের কাছ থেকে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি প্রতিবছর ৫ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পরিবহন করতে পারবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ভারতের মেঘালয়ে অবস্থিত। গত ২৮ নভেম্বর ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মণ্ত্রাণলয় থেকে একটি চিঠি পাঠানো হয়। আর গতকাল ২৯ নভেম্বর মন্ত্রাণলয়ের ওয়েবসাইটে চিঠি আপলোড করা হয়। চিঠিতে এলইউএমপিএলের প্রতিবছর ৫ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পরিবহনের কথা উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এলইউএমপিএল ভারতের মেঘালয়ে ১০০ হেক্টর চুনাপাথর খনি মালিক। কোম্পানিটি মেঘালয় থেকে লাফার্জ সুরমার সিমেন্ট কারখানা সুনামগঞ্জের ছাতকে চুনাপাথর পাঠায়। লাফার্জ উমিয়ামের বছরে ২ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পাঠানোর পরিবেশগত ছাড়পত্র ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক

bbনিজস্ব প্রতিবেদক :

ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময় শেষ হচ্ছে আগামীকাল ৩০ নভেম্বর বুধবার। নির্দিষ্ট সময়ে মধ্যে এই কাজটি সুষ্ঠভাবে সম্পাদনের জন্য মঙ্গলবার ও বুধবার বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়াকেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আজকের পরে আয়কর রিটার্ন দাখিলের সময় আর কোনো ক্রমেই বাড়ানো হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে চলতি অর্থবছরের বাজেটের পরে অক্টোবরের ৩১ তারিখ ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় হিসেবে নির্ধারণ করা হয়।

তবে পরে জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম রিটার্ন দাখিলের সময় অক্টোবরের পরিবর্তে নভেম্বর পর্যন্ত করার প্রস্তাব করেন।

তার এই প্রস্তাবের পরে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সংশোধনী সময়ের প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। তখন বর্ধিত সময় ৩০ নভেম্বর করা হয়।

সাধারণত, কম্পানি ব্যতীত অন্যান্য করদাতার জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু প্রতি বছরই করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। কখনও কখনও রিটার্ন দাখিলের শেষ তারিখ একাধিকবার বর্ধিত করা হয়। তবে এবার জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) বলছে, ৩০ নভেম্বরের পর কোনোভাবেই সময় আর বাড়ানো হবে না।তাদের সুবিধার জন্য দুই দিন রাত ৮টা পর্যন্ত চালান বা পে-অর্ডার সুবিধা চালু রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

আর্থিক প্রতিবেদনের জন্য পুরূস্কার পেল শেয়ারবাজারের ২৪ কোম্পানি

icsb-1-230x130নিজস্ব প্রতিবেদক :

আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আর নতুন নতুন আইন পরিপালনের মাধ্যমে ২০১৫ সালের সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংক, আর্থিক সেবা, উৎপাদন, কৃষিসহ ১০টি শ্রেণিতে হিসাববিদদের সংগঠন আইসিএবি পুরস্কার পেয়েছে ২৪ প্রতিষ্ঠান। শেয়ারবাজারের বিভিন্ন খাতের আওতাধীন তালিকাভুক্ত রয়েছে কোম্পানি।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল মঙ্গলবার রাতে এই পুরস্কার দিয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি কামরুল আবেদীন, সহসভাপতি আদিব এইচ খান ও সাবেক সভাপতি পারভীন মাহমুদ।

অনুষ্ঠানে আইসিএবির সভাপতি কামরুল আবেদীন বলেন, হিসাবরক্ষণে নতুন নতুন মান আসার কারণে আর্থিক প্রতিবেদন তৈরি এখন আরও চ্যালেঞ্জিং হয়েছে। আইসিএবি নতুন মানের সঙ্গে তাল মেলাতে হিসাব রাখা, নিরীক্ষা ও শিক্ষার ক্ষেত্রে হিসাবরক্ষণ পদ্ধতি হালনাগাদ করছে। ২০০১ সাল থেকে আর্থিক প্রতিবেদনের জন্য আইসিএবি এই পুরস্কার দিয়ে আসছে। এবার যারা পুরস্কার পায়নি তারা ভবিষ্যতে আরও ভালো প্রতিবেদন করে পুরস্কার জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইসিএবি জানায়, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (এসএএফএ) মানদণ্ডের আলোকে বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে সেরা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। এ জন্য সাবেক অর্থসচিব এম মতিউল ইসলামকে প্রধান করে একটি জুরিবোর্ড কাজ করেছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও রোকিয়া আফজাল রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন।

জুরিবোর্ডের প্রধান মতিউল ইসলাম বলেন, জুরিবোর্ড খুশি, কারণ বিজয়ীদের বাছাইয়ে কোনো পক্ষপাত ছিল না। একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বাছাই প্রক্রিয়া হয়।

পুরস্কার পেল যারা: বেসরকারি ব্যাংক শ্রেণিতে প্রথম পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক।

আর্থিক সেবা শ্রেণিতে আইডিএলসি ফিন্যান্স প্রথম, লঙ্কাবাংলা ফিন্যান্স দ্বিতীয় ও ইউনিয়ন ক্যাপিটাল তৃতীয় পুরস্কার পেয়েছে। উৎপাদন শ্রেণিতে প্রথম পুরস্কার পেয়েছে আরএকে সিরামিক (বাংলাদেশ)। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ ও বিএসআরএম স্টিলস। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি শ্রেণিতে একমাত্র পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। কৃষি শ্রেণিতে একমাত্র পুরস্কার পেয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

বেসরকারি সংস্থা (এনজিও) শ্রেণিতে ব্র্যাক, সাজেদা ফাউন্ডেশন ও উদ্দীপন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। বিমা শ্রেণিতে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি প্রথম পুরস্কার পেয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে রিলায়েন্স ইনস্যুরেন্স ও প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি।

করপোরেট সুশাসনে প্রাইম ব্যাংক প্রথম, আইডিএলসি ফাইন্যান্স দ্বিতীয় ও ইস্টার্ণ ব্যাংক তৃতীয় পুরস্কার লাভ করেছে। সমন্বিত প্রতিবেদন শ্রেণিতে আইডিএলসি ফাইন্যান্স, ব্যাংক এশিয়া ও প্রাইম ব্যাংক যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে।
সরকারি প্রতিষ্ঠান শ্রেণিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (ইডকল) প্রথম পুরস্কার পেয়েছে। এ ছাড়া আরও ১৭টি প্রতিষ্ঠান সার্টিফিকেট অব মেরিট পুরস্কার পেয়েছে।

স্ককমার্কেটবিডি.কম/এমএ

‘হিস্টোরিক্যাল কস্ট বেসিস’ পদ্ধতিতে সামিটের সম্পদ পুনর্মূল্যায়ন

summitনিজস্ব প্রতিবেদক :

সামিট গ্রুপের তালিকাভুক্ত সামিট পাওয়ারের সঙ্গে একই গ্রুপভুক্ত তিন বিদ্যুৎ কোম্পানি একীভূতকরণ প্রক্রিয়ায় সম্পদ পুনর্মূল্যায়নের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা মানা হয়নি। হাইকোর্টে অনুমোদিত একীভূতকরণ স্কিমে সম্পদ পুনর্মূল্যায়নে ‘কারেন্ট কস্ট প্রাইস বেসিস’ পদ্ধতি ব্যবহারের শর্ত দেওয়া হলেও একীভূত হওয়া তিন কোম্পানি ‘হিস্টোরিক্যাল কস্ট বেসিস’ পদ্ধতি অনুসরণ করেছে। ফলে সংশ্লিষ্ট কোম্পানির যন্ত্রপাতির অবচয়জনিত ক্ষতি না ধরায় সম্পদমূল্য বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডাররা সামিট পাওয়ারের বেশি শেয়ার নিয়েছেন।

সামিট পাওয়ারের একীভূতকরণের বিষয়ে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গঠিত তদন্ত কমিটি এমন মতামত দিয়েছে।

সূত্র আরও জানায়, কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ আগামী ১৫ ডিসেম্বর এ বিষয়ে এক শুনানিতে উপস্থিত হয়ে সামিটের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবসহ দায়িত্বশীল কর্মকর্তাদের ব্যাখ্যা দিতে বলেছে। একই বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদকেও ব্যাখ্যা দিতে শুনানিতে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা।

এ বিষয়ে সামিট পাওয়ারের প্রধান অর্থ কর্মকর্তা স্বপন কুমার পাল বলেন, বিএসইসি থেকে একীভূতকরণ কার্যক্রম নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের শুনানিতে ডেকেছে। শুনানিতেই সামিটের অবস্থান তুলে ধরা হবে। এ মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

তালিকাভুক্ত সামিট পাওয়ারের সঙ্গে একই গ্রুপের তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল পাওয়ার (বর্তমানে তালিকাচ্যুত) এবং অপর দুই কোম্পানি সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ও সামিট উত্তরাঞ্চল পাওয়ার একীভূত হয়।

বিএসইসি সূত্রে জানা যায়, সামিটের একীভূতকরণ প্রক্রিয়াটি পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, উচ্চ আদালত সম্পদ পুনর্মূল্যায়নের যে পদ্ধতি অনুসরণের নির্দেশ দিয়েছিলেন কোম্পানিগুলো তা অনুসরণ করেনি। একীভূতকরণ কার্যক্রমের অনিয়ম উদঘাটনে গঠিত কমিশনের তদন্ত কমিটিও এমন তথ্য পেয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, একীভূত হওয়া কোম্পানিগুলো বিদ্যুৎ খাতের হওয়ায় এগুলোর সম্পদের প্রধান অংশই বিভিন্ন যন্ত্রপাতি। যে কোনো যন্ত্রের মেয়াদ নির্দিষ্ট থাকে এবং বয়স বৃদ্ধির সঙ্গে অবচয় হিসাবের কারণে দাম কমতে থাকে। এ কারণে ‘কারেন্ট কস্ট প্রাইস বেসিস’ পদ্ধতিতে যন্ত্রপাতির যৌক্তিক দর নির্ধারিত হয়। অথচ সামিটের কোম্পানিগুলো হিস্টোরিক্যাল কস্ট বেসিস পদ্ধতি অনুসরণ করেছে বলে তারা তথ্য পেয়েছেন। এতে একীভূত হওয়া কোম্পানির সম্পদমূল্য বেশি ধরা হয়েছে। সে অনুযায়ী বেশি শেয়ার ইস্যু করা হয়েছে। এতে সামিট পাওয়ারের অতিরিক্ত মূলধন বেড়েছে। এতে কোম্পানিটির পুরনো শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্ককমার্কেটবিডি.কম/এমএ