নিজস্ব প্রতিবেদক:
দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের (১৯ ডিসেম্বর) লেনদেনে মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে আর্থিক লেনদেন। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও আর্থিক লেনদেন কমেছে।
এদিন ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩.০৬ পয়েন্ট বেড়ে ৪৯৪১.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ফলে এ সূচক আগের দিন ন্যায় সোমবারও প্রায় ২ বছর বা ২০১৫ সালের ১৮ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
সোমবার ডিএসইতে এক হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল রবিবারের তুলনায় ১৪৫ কোটি ১৩ লাখ টাকা বেশি। সেদিন ৯৭৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
পরিসংখ্যানে দেখা যায়, ডিএসইতে এক হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহের প্রথম দিনের তুলনায় ১৪৫ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৯৭৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭,কমেছে ১৩৫ এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৯৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বিবিএস, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার, ইফাদ অটোস, লাফার্জ সুরমা, জিপিএইচ ইস্পাত, এ্যাপোলো ইস্পাত, সিএমসি কামাল, আইডিএলসি ও ওরিয়ন ফার্মা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসইতে ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবারের এ বাজারে লেনদেনের পরিমান ছিল ৫৪ কোটি ১১ লাখ টাকা।
সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০, কমেছে ১০৯ এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
স্টকমার্কেটবিডি.কম/