বিআইএফসির ১৯তম ও ২০তম এজিএম অনুষ্ঠিত

ipdcনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকা ভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) ১৯তম ও ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ কোম্পানির ১৯তম ও ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন তিনি।

এজিএম অনুষ্ঠানে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ভুঞয়া, পরিচালক মিস তাজরিনা মান্নান, পরিচালক এএনএম জাহাঙ্গীর আলম, পরিচালক গোলাম ছরোয়ার চৌধূরী, পরিচালক মিসেস বাদরুন নেছা, স্বাধীন পরিচালক ইনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের আর্থিক বিভাগের সকল উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

‘দুই বছরের মধ্যে খাঁন ব্রাদার্সের ২০০ শতাংশ প্রবৃদ্ধি হবে’

kanনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে আমাদের দেশে ওভেন ব্যাগের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত বছর কোম্পানির প্রবৃদ্ধি ছিল ১৮৭ শতাংশ। আগামী দুই বছরের মধ্যে এটা ২০০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে বলে মনে করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কাবির খান।

বুধবার সকালে রাজধানীর কেবিজি টাওয়ার মালিবাগ চৌধুরীপাড়াই কোম্পানির ১০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন তিনি।

তোফায়েল কবির বলেন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। এই চাহিদাকে পুজি করে আগামী বছরের মার্চ মাস থেকে এফআইবিসি ব্যাগ প্রোডাকশন শুরু করবে।

তিনি বলেন, নেদারল্যান্ড থেকে প্রকৃতিক সম্পদ ও কাঁচামাল আমদানি করে তা রপ্তানী করবে চীন ও তুরস্কে।

তিনি বলেন, আমরা বিভিন্ন ধরনের উন্নতমানের মেশিন আমদানি করেছি। প্রয়োজনে আরও মেশিন আমদানি করার পরিকল্পনা রয়েছে।আমরা ইতোমধ্যে ২ লাখ ২০ হাজার ডলারে এফআইবিসি ব্যাগ তৈরির মেশিন আমদানি করেছি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের উন্নতির জন্য পরিশ্রম করে যাচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা আমাদের বড় সম্পদ এটা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।

তিনি বলেন, বিশ্বব্যাপি পিপিওভেন ব্যাগের বাজার ১ দশমিক ৮৯ শতাংশ। বিশ্বব্যাপি এ খাত থেকে যদি ৫ শতাংশ শেয়ার ব্যবহার করা যায় তাহলে আগামী বছর ১ বিলিয়ন ডলার রপ্তানি করা সম্ভব হবে।

এজিএম অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ এনামূল কবির খান ।কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, পরিচালক রুহুল কবির খান, পরিচালক হযরত আলী, মখলেছুর রাহমান, পরিচালক জাকিরুল কবির, স্বাধীন পরিচালকমুহাম্মদ লোকমান, জাকির হোসাইন ও সেক্রেটারি তপন কুমার খান উপস্থিত ছিলেন।

এছাড়া খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক বিভাগের সকল উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

ইউনাইটেড এয়ারকে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

unitedনিজস্ব প্রতিবেদক:

প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে ৩১২ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের (বিডি) লিমিটেড।

বুধবার বিএসইসির ৫৯৪তম কমিশন সভায় এই অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

৬ প্রতিষ্ঠানের কাছে ৩১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার শেয়ার ইস্যু করবে ইউনাইটেড এয়ারওয়েজ। এর মাধ্যমে ৩১২ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা পাবে কোম্পানিটি। এ টাকা দিয়ে কোম্পানিটি ৭টি বিমান কিনবে।

৬ প্রতিষ্ঠানের মধ্যে সুইফট এয়ার কার্গো পিটিই লিমিটেড কিনবে ৫ কোটি ২৮ লাখ ৮ হাজার ৮শ শেয়ার, স্টারলিংক অ্যারোস্পিট লিমিটেড ৫ কোটি ২০ লাখ, এ-সোনিক এভিয়েশন সুলোয়েশনস পিটিই লিমিটেড ৫ কোটি ২০ লাখ, এ্যারিকটিক টার্ন এভিয়েশন পিটিই লিমিটেড ৫ কোটি ২০ লাখ, ফনিক্স এয়ারক্রাফ্ট ইনভেস্টমেন্ট ৫ কোটি ২০ লাখ এবং ব্লাক টার্নসটোন এভিয়েশন পিটিই লিমেটেড কিনবে ৫ কোটি ২০ লাখ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

bank_asia_logoনিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংক এশিয়া লিমিটেডের ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। বুধবার বিএসইসির ৫৯৪তম কমিশন সভায় এই  অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

জানা যায়, বন্ডটি নন-কনভারটেবল, অনিরাপদ ও সম্পূর্ণ অবসানযুক্ত। সাত বছর পরে বন্ডটির বিলুপ্ত ঘটবে। সাড়ে ১১ শতাংশ থেকে ১৪ শতাংশ হারে সুদ দেবে বন্ডটি। শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, কর্পোরেট বডি ও বৈধ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে ব্যাংকটি মূলধন বৃদ্ধি কাজে ব্যয় করবে।

ব্যাংক এশিয়ার সাব-অর্ডিনেটেড এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্যে হবে ১ কোটি টাকা।

এই বন্ডটির ম্যান্ডেটেড লিড এ্যারেন্জার হিসাবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ট্রাস্টি হিসেবে কাজ করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রিমিয়ার ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

primiarনিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। বুধবার বিএসইসির ৫৯৪তম কমিশন সভায়  এই  অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

জানা যায়, বন্ডটি নন-কনভারটেবল, অনিরাপদ ও সম্পূর্ণ অবসানযুক্ত। সাত বছর পরে বন্ডটির বিলুপ্ত ঘটবে। সাড়ে ১১ শতাংশ থেকে ১৪ শতাংশ হারে সুদ দেবে বন্ডটি। শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, কর্পোরেট বডি ও বৈধ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে ব্যাংকটি মূলধন বৃদ্ধি কাজে ব্যয় করবে।

প্রিমিয়ার ব্যাংকের সাব-অর্ডিনেটেড এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্যে হবে ১ কোটি টাকা।

এই বন্ডটির ম্যান্ডেটেড লিড এ্যারেন্জার হিসাবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ট্রাস্টি হিসেবে কাজ করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইপিওতে আমরা নেটওয়ার্কসের কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন

aamra-technology-limitedনিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের জন্য কাট অফ প্রাইস নির্ধারণ করার অনুমোদন পেয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। বুধবার বিএসইসির ৫৯৪তম কমিশন সভায় নতুন আইনে এই কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে কাট অফ প্রাইসের মাধ্যমে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি বিএমআরই, ডাটা সেন্টার প্রতিষ্ঠা, সারা দেশে ওয়াই ফাই হট স্পট স্থাপন, ঋণ পরিশোধ এবং আইপিও আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে লংকাবাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম