মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়লো

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিনিয়োগ থেকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে আরো এক বছর সময় পাচ্ছে দেশের মার্চেন্ট ব্যাংক, স্টক ডিলার ও ব্রোকারেজ হাউজগুলো। আগের ঘোষণা অনুযায়ী শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল ৫৯৪তম কমিশন সভা শেষে বিএসইসি সঞ্চিতি সংরক্ষণের মেয়াদ বাড়ানোর তথ্য জানায়। কমিশনের এ সিদ্ধান্তের ফলে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচটি প্রান্তিকে শেয়ারবাজারে বিনিয়োগ থেকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের সময় পাবে স্টক ব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকগুলো। একই সঙ্গে তাদের গ্রাহকদের অনুকূলে মার্জিন ঋণের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের যে ক্ষতি হয়েছে, তার জন্যও একই ধরনের সুবিধা পাওয়া যাবে।

বিএসইসি জানিয়েছে, স্টক ব্রোকার বা স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নিজস্ব ও গ্রাহকদের পোর্টফোলিওতে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে উদ্ভূত পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত সঞ্চিতি সংরক্ষণের মেয়াদ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসির আগের জারীকৃত এ-সংক্রান্ত নির্দেশনা ৮ ডিসেম্বর ২০১৫-এর মতো সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়ানোর অতিরিক্ত সুবিধা দেয়া হয়েছে। তবে এটি এককালীন সংরক্ষণের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচটি ত্রৈমাসিক সমান অংশে অর্থাত্ ২০ শতাংশ হারে সংরক্ষণ করা যাবে।

বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ সুযোগের সময়সীমা আরো বাড়ানোর জন্য আমরা নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করি। আশা করছি, কমিশনের এ সিদ্ধান্ত বাজারের সব পক্ষই উপকৃত হবে বলে মনে করছেন ট্রেকহোল্ডাররা।

জানা গেছে, বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে শেয়ারবাজারে বিনিয়োগ থেকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের সময় রয়েছে।

এদিকে সম্প্রতি গ্রাহক হিসাবে থাকা অনাদায়ী মার্জিন ঋণের বিপরীতে সঞ্চিতি রাখার মেয়াদ আরো এক বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও বিএমবিএ। এছাড়া নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগের লোকসান এবং গ্রাহকের অনাদায়ী মার্জিন ঋণের বিপরীতে সঞ্চিতি রাখার ক্ষেত্রে বিদ্যমান ছাড়ের মেয়াদ বাড়ানোরও অনুরোধ জানানো হয়েছে।

এক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওর ক্ষতির বিপরীতে সঞ্চিতি সংরক্ষণে ২০১৭ সাল পর্যন্ত ২০ শতাংশ হারে প্রান্তিক ভিত্তিতে পাঁচটি সমান কিস্তিতে সংরক্ষণের সুযোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এ সঞ্চিতি সংরক্ষণের বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার কেস টু কেস ভিত্তিতে বিবেচনা করা উচিত বলে চিঠিতে মত দেয় প্রতিষ্ঠানগুলো। এর আগে দেয়া সুবিধা অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওর বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। যদিও অধিকাংশ মার্চেন্ট ব্যাংকই সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রথমবারের মতো দেশের মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকার-ডিলারদের শেয়ারবাজারে বিনিয়োগ থেকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে ধাপে ধাপে সঞ্চিতি সংরক্ষণের সুবিধা দেয় বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বিবিএস
  2. এ্যাপোলো ইস্পাত
  3. কেয়া কসমেটিকস
  4. সামিট এ্যালায়েন্স
  5. সিএমসি কামাল
  6. কনফিডেন্স সিমেন্ট
  7. স্কয়ার ফার্মা
  8. বেক্সিমকো লিমিটেড
  9. সেন্ট্রাল ফার্মা
  10. বারাকা পাওয়ার।

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের বড় উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচক ও লেনদেনের বড় ধরণের উত্থাণ হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৭৪৪ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.০৬ পয়েন্ট কমে বেড়ে অবস্থান করছে ১৭৯৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বিবিএস, এ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, সামিট এ্যালায়েন্স, সিএমসি কামাল, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, সেন্ট্রাল ফার্মা ও বারাকা পাওয়ার।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৩৫ কোটি ৮ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কেয়া কসমেটিকস ও এ্যাপোলো ইস্পাত।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর শেয়ারবাজার বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

সাপ্তাহিক ছুটি ও খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষ্যে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর শেয়ারবাজার বন্ধ থাকবে। ওইদিন শেয়ারবাজারে অফিশিয়াল কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী রবিবার বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি। তাই ওইদিন ডিএসই ও সিএসইতে কোনো লেনদেন হবে না। এর আগে শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সোমবার থেকে আবার আগের নিয়মে লেনদেন হবে শেয়ারবাজারে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

আরএন স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

rn spinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ৭ ডিসেম্বর এ কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯.৯০ টাকা। আর ২১ ডিসেম্বর লেনদেন হয়েছে ২৩.৯০ টাকায়। এসময় কোম্পানির শেয়ারের দর উঠা নামা করেছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় আরএন স্পিনিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

৬০ কোটি টাকার জমি কিনবে এ্যাপোলো ইস্পাত

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত মিলস লিমিটেড ঢাকার বাইরে নারায়নগঞ্জে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

নারায়নগঞ্জ সিদ্দিরহঞ্জে শিমরাইলে এই জমি কিনবে। ৯৪৯ একর এই জমির দাম পড়বে ৬০ কোটি টাকা।

এই জমিটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

বিএসআরএমের ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিলস রি-রোলিং মিলস লিমিটেড ঢাকার উত্তরায় একটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

উত্তরা ৪ নম্বর সেক্টরে আটলান্টা সেন্টারের ৫ম তলায় অবস্থিত ৫,৯৭২ স্কয়ার ফুটের ফ্লোরের দাম পড়বে ১০ কোটি ৭৫ লাখ টাকা।

এই ফ্লোরটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে