সামিটের ২য় প্রান্তিক ইপিএস ২৩ পয়সা

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ডেল্টা স্পিনার্সের ২য় প্রান্তিক ইপিএস ৯ পয়সা

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৬৭ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ১৫.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

জেনারেশন নেক্সটের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

generation-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৩৪ টাকা। যা ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১১.৯০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. ইসলামী ব্যাংক
  2. বেক্সিমকো লিমিটেড
  3. আরএসআরএম স্টিলস
  4. ডরিন পাওয়ার
  5. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  6. এসআইবিএল
  7. সাইফ পাওয়ার
  8. লংকাবাংলা ফাইন্যান্স
  9. বারাকা পাওয়ার
  10. ইফাদ অটোস।

শেয়ারবাজারে সূচকের উত্থান ও লেনদেন পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পতন অব্যহত রয়েছে। তবে দিন শেষে শেয়ার দরের সাথে বড় ধরণের সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৫৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১০৭৪ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়। দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯৩ পয়েন্টে।

গতকাল রবিবার ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১১৭.৭৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫৫০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করে ১২৭৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৫.২৩ পয়েন্ট কমে অবস্থান করে ২০০৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, আরএসআরএম স্টিলস, ডরিন পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রি, এসআইবিএল, সাইফ পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার ও ইফাদ অটোস।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৭১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

কটন প্লান্টে দ্বিগুন হবে আরএন স্পিনিংয়ের উৎপাদন

rn spinনিজস্ব প্রতিবেদক :

বস্ত্র খাতের কোম্পানি আর.এন স্পিনিং কটন প্লান্টের মাধ্যমে উৎপাদন শুরু করতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। আর এই প্লান্টের মাধ্যমে কোম্পানিটির সুতা উৎপাদন দ্বিগুণ বাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নতুন প্লান্টের মাধ্যমে অতিরিক্ত ২০ হাজার ৮৮০ স্পিন্ডেলস সুতা উৎপাদন করতে পারবে। আর মোট উৎপাদন দাঁড়াবে ৪১ হাজার ৪০ স্পিন্ডেলসে।

এ প্লান্ট দৈনিক ১১ টন সুতা উৎপাদন করবে। ফলে কোম্পানির মোট দৈনিক উৎপাদন দাঁড়াবে ২২ টনে; যা আগের তুলনায় দ্বিগুণ উৎপাদন বাড়বে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১০ সালে শেযারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

বিচ হ্যাচারির ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় লোকসানে গেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.০৪ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ১১.২৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

বীকন ফার্মার ২য় প্রান্তিকে ইপিএস বেড়েছে

beacon-logo-finalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি বীকন ফার্মাসিটিক্যাস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় ১ পয়সা বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.১৩ টাকা। যা ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১২.৭০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম