ফ্যামিলি টেক্সটাইল বি ক্যাটাগরিতে লেনদেন

familyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ফ্যামিলি টেক্সটাইল মিলস লিমিটেড আগামীকাল হতে বি ক্যাটাগরিতে লেনদেন হবে। ৩০ জুন ২০১৬ সালের সমাপ্ত ১৮ মাসে মাত্র ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে দুই শেয়ারবাজারে।

গত বছর কোম্পানিটি ২০১৬ সালের সমাপ্ত অর্থ বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। পরের ৬ মাসে আর কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমআর