বিচ হ্যাচারির মূল্য সংবেদনশীল তথ্য নেই

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৭ কার্যদিবসে দ্যা পেনিনসুলার শেয়ার দর টানা বেড়েছে। গত ২১ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১০.১০ টাকা এবং গতকাল ২ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১২.৫০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বিচ হ্যাচারি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

আটকে আছে ৫৪ কোটি টাকার কাঁচামাল : কারখানা বন্ধের সিদ্ধান্ত

KPPL1স্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম সমুদ্র বন্দরে আটকে থাকা ৫৪ কোটি টাকার কাঁচামাল ছাড় করতে না পারায় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কারখানা বন্ধ করে দিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। এক ধরণের অনিশ্চয়তার পড়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, সূত্র জানায়, গতকাল সোমবার কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

উচ্চ আদালতের আদেশ স্বত্তেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পণ্য ছাড় দিচ্ছে না। অন্য দিকে কোম্পানির বন্ড লাইসেন্স নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এনবিআর সহযোগিতা না করা, কাস্টম কতৃপক্ষের গাফিলাতি ও চট্টগ্রাম বন্দরে কোম্পানির কাঁচামাল দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে।

এই আগে উচ্চ আদালতের মামলার কারণে কোম্পানির কাঁচামাল আমদানি বন্ধ করে দেওয়া হয়। যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

কোম্পানিটি জানায়, উচ্চ আদালতের আদেশ স্বত্তেও কাস্টমস কতৃপক্ষ ৫৪ কোটি টাকার কাঁচামাল ছাড় না দেওয়ায় কোম্পানিটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় সাময়িকভাবে কোম্পানির উৎপাদন বন্ধ ছাড়া কোনো উপায় নেই।

হাইকোর্টের আদেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের পরও এসব সমস্যা সমাধান করে কাঁাচামাল ছাড় দিচ্ছে না এনবিআর ও কাস্টমস।

স্টকমার্কেটবিডি/

ইয়াকিন পলিমারের অফিস পরিবর্তন

yakinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের কর্পোরেট ও রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, কোম্পানিটির কর্পোরেট অফিস রাজধানীর মালিবাগ থেকে শ্যামলীতে স্থানান্তর করা হয়েছে। আর রেজিস্টার্ড অফিস নিজেদের কারখানায় নির্ধারিত করা হয়েছে।

১ জানুয়ারি হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের প্রয়োজন অনুযায়ী নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত : শুনানী ১১ জানুয়ারি

courtস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমেটেডের বার্ষিকী সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্টের নির্দেশে কোম্পানিটির পূর্বনির্ধারিত এজিএম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানি ম্যাটার নং ২৮১ -২০১৬ এর ৮২(২) ধারা অনুযায়ী কোম্পানিটির এজিএম স্থগিত করার নির্দেশ দেন উচ্চ আদালত। পরবর্তী শুনানীর পরে এজিএমের সিদ্ধান্ত নিবে বিমাটি।

আগামী ১১ জানুয়ারি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। এজিএমের পরবর্তী তথ্য পরে শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৮ জানুয়ারিতে ১৬ তম বার্ষিকী সাধারণ সভা (এজিএম) করার ঘোষণা দেয়।

স্টকমার্কেটবিডি.কম/

৭ দিনে ২৪ টাকার শেয়ার বেড়ে ৩৬ টাকা

peninস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও আবাসন খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ কার্যদিবসে দ্যা পেনিনসুলার শেয়ার দর বেড়েছে। গত ২১ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ২৪ টাকা এবং গতকাল ২ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩৬.২০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে দ্যা পেনিনসুলা জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/