দেশে ফুটবল খেলা উন্নয়নে কাজ করবে সাইফ পাওয়ারটেক

ftblনিজস্ব প্রতিবেদক :

শীর্ষ স্তরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও অন্য টুর্নামেন্টে বাফুফে নিয়মিত স্পনসর পেলেও ঢাকা মহানগরীর প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও অন্য প্রতিযোগতার স্পন্সর নিয়মিত পায়নি। সেই ঘাটতি দূর করতে আজ সোমবার শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের সঙ্গে চার বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে বাফুফের মহানগরী ফুটবল লিগ কমিটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহানগরী ফুটবল লিগ কমিটির অফিসটিও এ উপলক্ষে আধুনিকায়ন করা হয়। চুক্তির অঙ্ক নির্ধারিত হয়নি, তবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে মৌসুমের শুরুতে বাজেট দেওয়া হবে স্পনসরদের। তারা সেটি যাচাই-বাছাই করে অর্থ প্রদান করবে।

মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ বলেন, ’৩৭-৩৮ বছর আগে এটি যখন ডামফা অফিস ছিল সেই যাত্রা শুরুর সময়ও আমি ছিলাম। এতদিন পরও আমি আছি এবং নতুনভাবে সবকিছু শুরু হচ্ছে, আমি দায়িত্ব নিতে চাইনি। কিন্তু বাফুফে সভাপতি অনুরোধ করাতে দায়িত্ব নিয়েছি। আজ যে যাত্রা শুরু হলো, তাতে আশা করি সকল ক্লাব একসঙ্গে থেকে সহযোগিতা করবে। খেলোয়াড় তৈরি হবে এখান থেকে। আমরাই জাতীয় দল, বিপিএল ও বিসিএলের জন্য খেলোয়াড় সরবরাহ করব। তবে সভাপতির প্রতি অনুরোধ আপনি এদিকে নজর রাখবেন, এখানে মাঝে মাঝে আসবেন, ক্লাবগুলোর প্রতি দৃষ্টি রাখবেন।’

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ফুটবলের উন্নয়নে তিনি ও তার প্রতিষ্ঠান সর্বদাই তৈরি। তিনি বক্তব্যে জানান, ‘আমরা ফুটবলের সঙ্গে আছি। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অব্যাহত কাজ করছি। আমরা মনে করি, এখান থেকে বিপিএল ও বিসিএলের খেলোয়াড় আসবে। আমাদের পক্ষে যতটুকু করার আমরা করব।’

স্টকমার্কেটবিডি.কম/

ইসলামী ব্যাংকের পর কমার্স ব্যাংকেও রদবদল: অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

ইসলামী ব্যাংকের পর এবার বাংলাদেশ কমার্স ব্যাংকেও রদবদল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার দুপুরে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে সিলেটের চা-বাগান শ্রমিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও রদবদল করা হবে। শিগগিরই তা বাস্তবায়ন হবে।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।

২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে সরকারের সাবেক সচিব আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার আরাস্তু খান পদত্যাগ করেন এবং নতুন পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। ওই দিন নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি।

আজ দুপুরে অর্থমন্ত্রী তিন দিনের সফরে সিলেট এসেছেন। দুপুর সাড়ে ১২টায় তিনি বেসরকারি একটি বিমানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে। সেখানে চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন একটি সরকারি উচ্চবিদ্যালয় চালু হওয়ায় চা-শ্রমিকদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে অর্থমন্ত্রী জেলার উন্নয়ন সভায় যোগ দিয়েছেন। সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ফুটবল কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্লক মার্কেটে ৬ কোম্পানির লেনদেন

block-mনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে ব্লক মার্কেটে মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৯ লাখ ৪১৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৬২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এই কোম্পানি ৫ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৩৫ লাখ টাকা।

ব্র্যাক ব্যাংক ২ লাখ ৩০ হাজার ২২২টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ৪৯ লাখ টাকা।

আরএসআরএম স্টিল ৮০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৬ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেসকো, গ্রামীণ ফোন ও স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বৃহস্পতিবার

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন শুরু হবে আগামী ১২ জানুয়ারি। বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ ফান্ডের লেনদেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

‘এ’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু হবে। ফান্ডটির ট্রেডিং কোড- “CAPMBDBLMF” এবং ডিএসইতে কোম্পানি কোড- 12199 নির্ধারণ হয়েছে।

সম্প্রতি ফান্ডটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করেছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ার বিক্রি করবে মিথুন নিটিংয়ের ৩ উদ্যোক্তা

mithunস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং লিমিটেডের তিনজন স্পন্সর শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মো: আতিকুল হক, মো: মাহবুবুল হক ও মো: রফিকুল হক নামে কোম্পানিটির তিনজন স্পন্সর ৬০ হাজার করে শেয়ার বিক্রয় করবে। তাদের হাতে কোম্পানি যথাক্রমে ২০,৬৮,৮৫১, ২০,৬৮,৮৫১ ও ২০,৬৯,৭৪২ শেয়ার রয়েছে।

স্পন্সররা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিডি ফাইন্যান্সের দর বাড়ার কারণ নেই

bd finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১২.২০ টাকা এবং ৯ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বিডি ফাইন্যান্স কোম্পানি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. শাশা ডেনিমস
  3. বিডি থাই
  4. শাহজিবাজার পাওয়ার
  5. কনফিডেন্ট সিমেন্ট
  6. এ্যাপোলো ইস্পাত
  7. বেক্স ফার্মা
  8. সাইফ পাওয়ারটেক
  9. ইফাদ অটোস
  10. দ্যা পেনিনসুলা।

ডিএসইতে ১২৪৭ ও সিএসইতে ৭৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন সেখানে লেনদেন হয়েছে প্রায় ১২৪৭ কোটি টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেনের পরিমাণ ৭৪ কোটি টাকা ছাঁড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৪৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ১০৭৫ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৭৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, শাশা ডেনিমস, বিডি থাই, শাহজিবাজার পাওয়ার, কনফিডেন্ট সিমেন্ট, এ্যাপোলো ইস্পাত, বেক্স ফার্মা, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস ও দ্যা পেনিনসুলা।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিডি থাই ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

প্যাসিফিক ডেনিমস’র লটারির ভেন্যু পরিবর্তন

pacific_coverনিজস্ব প্রতিবেদক:

প্যাসিফিক ডেনিমস লিমিটেডের জমা পড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারি ড্রয়ের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এ বিষয়টি স্টকমার্কেটবিডি.কমকে নিশ্চিত করেছেন কোম্পানিটির কোম্পানি সচিব সোহরাব হোসেন।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগে অনুষ্ঠানটি সোহরাওয়ার্দ্দি সংলগ্ন ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে হওয়ার কথা ছিল।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, ১০ জানুয়ারিতে সোহরাওয়ার্দ্দি উদ্দ্যানে একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। এ জন্য আশেপাশে কোনো ধরণের অনুষ্ঠান করা যাবে না।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে চাহিদার চেয়ে ২১ গুন বেশি। নিয়ম মেনে কোম্পানিটি আবেদনকৃতদের মধ্যে লটারি করে আইপিও শেয়ার বন্টন করবেন।

সদ্য অনুমোদন পাওয়া কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন জমা দেওয়ার শেষদিন ছিল ১৯ ডিসেম্বর।

প্যাসিফিক ডেনিমস শেয়ারবাজারে সাত কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হবে।

আইপিওতে আবেদনকারীরা প্রতি লটের জন্য ৫ হাজার টাকা জমা দিয়েছে। যা ফেরত যোগ্য তহবিল হিসাবে গন্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

প্যাসিফিক ডেনিমস’র লটারি ড্র আগামীকাল

pacific_coverনিজস্ব প্রতিবেদক:

প্যাসিফিক ডেনিমস লিমিটেডের জমা পড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারি ড্র আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ বিষয়টি স্টকমার্কেটবিডি.কমকে নিশ্চিত করেছেন কোম্পানিটির কোম্পানি সচিব সোহরাব হোসেন।

জানা যায়, ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।বে।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে চাহিদার চেয়ে ২১ গুন বেশি। নিয়ম মেনে কোম্পানিটি আবেদনকৃতদের মধ্যে লটারি করে আইপিও শেয়ার বন্টন করবেন।

সদ্য অনুমোদন পাওয়া কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন জমা দেওয়ার শেষদিন ছিল গত সোমবার।

প্যাসিফিক ডেনিমস শেয়ারবাজারে সাত কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হবে।

আইপিওতে আবেদনকারীরা প্রতি লটের জন্য ৫ হাজার টাকা জমা দিয়েছে। যা ফেরত যোগ্য তহবিল হিসাবে গন্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম