রতনপুর স্টিলসের ২য় প্রান্তিকের ইপিএস

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির (ইপিএস) ছিল ৫০ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৯.৫৪ টাকা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ৪১.০৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

সালমান এফ রহমানের দুই মামলা বাতিল করলো ট্রাইবুনাল

salmanনিজস্ব প্রতিবেদক :

১৯৯৬ সালে শেয়ারবাজারে কারসাজির ঘটনায় সালমান এফ রহমানের নামে দায়ের করা দুই মামলা বাতিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২ জানুয়ারি মামলা বাতিল (কোয়াশড) করতে নির্দেশনা পেয়েছে শেয়ারবাজারবিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল।

১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারি নিয়ে সালমান এফ রহমানের নামে করা দুটি মামলা ২০১৫ সালে শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুন্যালে স্থানান্তরিত হয়। ট্রাইব্যুনালে স্থানান্তরিত হলেও হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত ছিল।

বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান বলেন, উচ্চ আদালত সালমান এফ রহমানের দুই মামলায় কার্যক্রম বাতিল করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পর মামলা পরিচালনার ক্ষেত্রে ট্রাইব্যুন্যালের এখতিয়ার নেই। আপিল বিভাগে আবেদন করলে এ মামলা চালু হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

easternস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এটি-২’ এসেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড (এসিআরএসএল)। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বেঙ্গল পেট্রোকেম ও সিনথেটিকসের একীভূতকরণ

bengalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকসের দুই সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল পেট্রোকেম ও বেঙ্গল সিনথেটিক টেক্সটাইলস লিমিটেড একীভূত হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, সূত্র মতে, গত ১ জানুয়ারি সহযোগী প্রতিষ্ঠান দুইটি কোম্পানির একীভূতকরণ কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে উচ্চ আদালত সহযোগী কোম্পানি দুইটির একীভূতকরণের অনুমতি দেয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, হস্তান্তরকারী এবং হস্তান্তরিত কোম্পানি জাজমেন্ট সত্যায়িত কপি জয়েন্ট স্টক কোম্পানিতে জমা দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ব্লক মার্কেট জুড়ে গ্রামীন ফোন

grameenনিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীন ফোনের। মোট ৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকার লেনদেনে এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ৬ কোটি টাকার।

আজ মঙ্গলবার ৪ কোম্পানির মোট ৩ লাখ ৪৬ হাজার ৫১২টি শেয়ার ৪ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৩০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৯ লাখ ৩২ হাজার টাকা। ইস্টার্ণ ব্যাংকের ১ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩০ লাখ ১০ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হল: ব্র্যাক ব্যাংক, ইস্টার্ ব্যাংক, গ্রামীন ফোন এবং রংপুর ফাউন্ড্রিং লিমিটেড। ডিএসই সূত্রে জানা যায়।

আর গ্রামীন ফোনের ২ লাখ ৮ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা। আর রংপুর ফাউন্ডিংয়ের ৮ হাজার ৫২১টি শেয়ার ১ বার লেনদেন হয় যার বাজার দর ১১ লাখ ৭৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ব্যাংক হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে শমরিতা হসপিটাল

samaritaস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য নগদ লভ্যাংশের টাকা পাঠিয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারির ৮ তারিখে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠায়। আগেই শেয়ারহোল্ডাদের বিও হিসাবে স্টক লভ্যাংশ পাঠিয়ে দেয়া হয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ হিসাব বছরে শমরিতা হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৫৬ পয়সা।

২০১৫ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫৫ টাকা ৯৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিবিএস
  3. এ্যাপোলো ইস্পাত
  4. ইফাদ অটোস
  5. লংকাবাংলা
  6. ইউনিক হোটেল
  7. অলিম্পিক এক্সেসরিজ
  8. ডেসকো
  9. কেয়া কসমেটিকস
  10. ডরিন পাওয়ার।

শেয়ারবাজারে ১৮০৪ কোটি টাকার লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে মোট ১৮০৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৬৯৬ কোটি টাকার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেনের পরিমাণ ১০৮ কোটি টাকা ছাঁড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১২৪৬ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৬২.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, বিবিএস, এ্যাপোলো ইস্পাত, ইফাদ অটোস, লংকাবাংলা, ইউনিক হোটেল, অলিম্পিক এক্সেসরিজ, ডেসকো, কেয়া কসমেটিকস ও ডরিন পাওয়ার।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এপেক্স ফুটওয়ার ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

 

প্যাসিফিক ডেনিমসের আইপিও লটারির ফলাফল প্রকাশ

pasafic-230x130নিজস্ব প্রতিবেদক:

প্যাসিফিক ডেনিমস লিমিটেডের জমা পড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে। এর ফলাফল প্রকাশ করা হয়েছে।।

জানা যায়, সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা পৌনে বারোটা নাগাদ লটারি করা শেষ হয়।

লটারির বিজীয়দের তালিকা দেখতে ক্লিক করুন….

ট্রেক হোল্ডার ও মার্চেন্ট ব্যাংক

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ইলিজিবল ইনভেষ্টর (মিউচ্যুয়াল ফান্ড,প্রো ডাটা অ্যালোটমেন্ট)

ইলিজিবল ইনভেষ্টর (other than mutual fund) প্রো ডাটা অ্যালোটমেন্ট

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে চাহিদার চেয়ে ২১ গুন বেশি। নিয়ম মেনে কোম্পানিটি আবেদনকৃতদের মধ্যে লটারি করে আইপিও শেয়ার বন্টন করবেন।

সদ্য অনুমোদন পাওয়া কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন জমা দেওয়ার শেষদিন ছিল গত সোমবার।

প্যাসিফিক ডেনিমস শেয়ারবাজারে সাত কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হবে।

আইপিওতে আবেদনকারীরা প্রতি লটের জন্য ৫ হাজার টাকা জমা দিয়েছে। যা ফেরত যোগ্য তহবিল হিসাবে গন্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সোলার প্রকল্পে বিনিয়োগ করবে শাহজিবাজারের সহযোগী

sahjiনিজস্ব প্রতিবেদক :

দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে সবচেয়ে বড় সোলার পার্ক স্থাপন করবে সাউদান সোলার পাওয়ার কোম্পানি। এই বিদ্যুৎ প্লানটিতে ২০ শতাংশ বিনিয়োগ করবে তালিকাবুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এই প্রকল্পে সাউদার্ন সোলার পাওয়ারের সাথে মিডল্যান্ড পাওয়ারের ২০ শতাংশ বিনিয়োগ থাকবে।

গতকাল ৯ জানুয়ারি ২০০ মেগাওয়াটের এ প্রকল্পের বিনিয়োগ নিয়ে চুক্তি স্বাক্ষর করে সাউদার্ন সোলার পাওয়ার ও মিডল্যান্ড পাওয়ার। এর আগে প্রকল্পটির ২০ বছর মেয়াদী একটি চুক্তি করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।

প্রকল্পটি শুরু হলে শাহজিবাজার পাওয়ারের মুনাফা বাড়বে। আনুমানিক ২ বছরের বছরের মধ্যে এই প্রকল্পের বিদুৎ উপাদন শুরু হবে বলে স্টকমার্কেবিডিকে জানিয়েছেন কোম্পানিটির সচিব ইয়াসিন আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম/এম