জাহিন স্পিনিংয়ে রোটর মেশিন স্থাপন : বাড়বে টার্ণওভার ও মুনাফা

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের বাৎসরিক টার্ণওভার ও মুনাফা বাড়বে। কারখানায় রোটর মেশিন স্থাপনের সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে এই টার্ণওভার ও মুনাফা বাড়ার আশা করছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এক সেট রোটর মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ মেশিন স্থাপন করার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা।

এই রোটর মেশিনের উৎপাদন শুরু হলে কোম্পানির বার্ষিক টার্ণওভার বাড়বে ১০ কোটি টাকা। আর কোম্পানিটির কর পরবর্তী মুনাফা বাড়বে ১ কোটি ৭০ লাখ টাকা।

আগামী ২০১৭ সালের আগস্টের মধ্যে রোটর মেশিনের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ