প্রিমিয়ার সিমেন্টের অর্ধ-বার্ষিকী ইপিএস প্রকাশ

primierস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের চলতি বছরের অর্ধ-বার্ষিকী কনসলিডেট আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৬ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮.০৬ টাকা। যা ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৯.৫২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

রিজেন্ট টেক্সটাইলের ইপিএস বেড়েছে ১০ পয়সা

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির ইপিএস ছিল ১৫ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় ১০ পয়সা বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) হয়েছে ২৯.২১ টাকা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ৩১.৩৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

আন্তজার্তিক পুরুষ্কার পেল তালিকাভুক্ত ৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

safaনিজস্ব প্রতিবেদক :

কর্পোরেট সুশাসন ও সর্বোত্তম বাৎসরিক প্রতিবেদনের জন্য সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)। এছাড়া আরও ৪১ প্রতিষ্ঠানকে সার্টিফিকেট অব মেরিট অর্জন পুরস্কার দিয়েছে সংগঠনটি। ১৩ ক্যাটাগরিতে ২০১৫ সালের আর্থিক প্রতিবেদন থেকে বাছাই করে এ পুরস্কার দেয়া হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ পুরস্কার বিতরণ করেন। স্বাগতিক হিসেবে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ (আইসিএবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, সাফা সভাপতি এএসএম নাইম ও আইসিএ আদিব হোসেন প্রমুখ।

পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ২৭, পাকিস্তানের ৭ এবং ভারতের ২টি প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- আর্থিক সেবাখাতে আইডিএলসি ফাইনান্স লিমিডেট এবং লংকাবাংলা ফাইনান্স লিমিটেড। বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে উদ্দীপন প্রথম, ব্র্যাক রানার আপ ও সাজেদা ফাউন্ডেশন দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়।

ব্যাংকিং খাতে ৫টি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের প্রাইম ব্যাংক প্রথম ও ইউনাইডেট কমার্সিয়াল ব্যাংক দ্বিতীয় পুরস্কার পায়। কর্পোরেট সুশাসনের জন্য আইডিএলসি ফিনান্স প্রথম এবং প্রাইম ব্যাংক দ্বিতীয় পুরস্কার পায়। এছাড়া ব্যাক্তিখাতে বাংলাদেশের ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথম পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে ১৬ কোটি মানুষের বসবাস। যেখানে শ্রীলঙ্কায় দুই তৃতীয়াংশ কম হওয়ার পরেও পুরস্কার প্রাপ্তিতে তারা এগিয়ে। এ বিষয়টি কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার জন্য অনুকরনীয়। এ জন্য সুশাসন এবং সঠিক হিসাব বিদ্যা জরুরী।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবীর বলেন, বিনিয়োগ ও আর্থিক অন্তর্ভুক্তিতে আর্থিক সুশাসন অত্যন্ত জরুরি। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের ওপর নির্ভর করে। ফলে এখানে সুশাসনের বিকল্প নেই। আর্থিক স্বচ্ছতার জন্য প্রিনান্সিয়াল রিপোর্টিং আইন এরই মধ্যে পাস হয়েছে। রিপোর্টং কাউন্সিল গঠন করে বিষয়টি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

লোকসান থেকে মুনাফায় জিকিউ বলপেন

gq pen-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন লিমিটেডের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস লোকসান থেকে বেড়ে মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জুলাই’১৬-ডিসেম্বর’১৬ এই ছয় মাসে এ কোম্পানির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ০.৩৫ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৬ অর্থবছর পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৬.০৫ টাকা। এদিকে অর্ধবার্ষিকে এ কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ১.০৪ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১১ কোম্পানির বোর্ড সভা আজ

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির পরিচালনা বোর্ড সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট, বারাকা পাওয়ার, দেশ গার্মেন্টস, রেনেটা, ফু-ওয়াং ফুডস, লিগ্যাসি ফুটওয়্যার, হাক্কানী পাল্প, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস, একমি ল্যাব ও রিজেন্ট টেক্সটাইল।

কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা শেয়ারহোল্ডারদের নিকট প্রকাশ করা হবে।

প্রিমিয়ার সিমেন্ট

প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

বারাকা পাওয়ার

বারাকা পাওয়ারের বোর্ড সভাও বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

দেশ গার্মেন্টস

দেশ গার্মেন্টসের বোর্ড সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

রেনেটা

রেনেটার বোর্ড সভা দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

ফু-ওয়াং ফুডস

ফু-ওয়াং ফুডসের বোর্ড সভা আজ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

লিগ্যাসি ফুটওয়্যার

লিগ্যাসি ফুটওয়্যারের বোর্ড সভা আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

হাক্কানী পাল্প

হাক্কানী পাল্পের বোর্ড সভা আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

অ্যাপেক্স স্পিনিং

অ্যাপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

অ্যাপেক্স ফুডস

অ্যাপেক্স ফুডস লিমিটেডের বোর্ড সভা সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

একমি ল্যাব

একমি ল্যাবের বোর্ড সভা আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

রিজেন্ট টেক্সটাইল

রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভা আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শাহজিবাজার পাওয়ারের ইপিএস ১.৮৫ টাকা

sahjibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির জুলাই-ডিসেম্বর মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। যা আগের বছরে এ ৬ মাসে সময়ে ছিল ২ টাকা ৩৩ পয়সা।

এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৮৪ পয়সা। যা আগের বছর একইসময় ছিল ৩২ টাকা ৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনিক হোটেলের ইপিএস বেড়ে তিনগুনের কাছাকাছি

unic...smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় প্রথম প্রান্তিকের চেয়ে তিনগুনের কাছাকাছি বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। যা বছরের প্রথম প্রান্তিকে ছিল ২৬ পয়সা।

চলতি বছরের অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৯৫ পয়সা। যা আগের বছর ছিল ৯৩ পয়সা।

চলতি বছরের অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯০.১৮ টাকা। যা আগের বছর ৩০ জুন পর্যন্ত ছিল ৮৯.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সাপ্তাহিক সূচক বাড়লেও লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের বৃদ্ধি থাকলেও কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন কমার পরিমাণ ছিল ৩ দশমিক ৫৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উক্ত সপ্তাহে ৮ হাজার ৬৫৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৮ হাজার ৯৭৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৩২১ কোটি ৪৬ লাখ টাকা বা ৩.৫৮ শতাংশ।

এ সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৬ দশমিক ৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৯০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দশমিক ৯৫ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৯ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৫৩ শতাংশ বা ৮৪ দশমিক ৫৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৭৬ শতাংশ বা ৫৪ দশমিক ৭৭ পয়েন্ট। অন্যদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৩৩ শতাংশ বা ১৬ দশমিক ৯৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টি কোম্পানির। আর দর কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে লেনদেন হয়েছে ৪৯৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ২ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। দর কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ