সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। এ সময়ে কোম্পানিটির ৪ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারদর ২৬১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ারদর ১২ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারদর ১৭৬ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৮২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারদর ১৪৬ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এসিআই ফরমুলেশন, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস ও বেক্সিমকো।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

রেকর্ড ডেটের পর তিন কোম্পানির লেনদেন রবিবার

lendenস্টকমার্কেট ডেস্ক :

রেকর্ড ডেট থাকার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকার পর আগামী রবিবার আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি তিনটি হলো- রেনেটা লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

জানা যায়, কোম্পানি তিনটির শেয়ার গত ১৬ ফেব্রুয়ারি অন্তর্বর্র্তীকালীন লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ ছিল গতকাল বৃহস্পতিবার।

রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.২৪ পয়েন্ট

PEনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ০.২৪ পয়েন্ট। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৬.০৫ পয়েন্টে। যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫.৮১ পয়েন্ট। অর্থাৎ পিই বেড়েছে ০.২৪ পয়েন্ট বা ১.৫২ শতাংশ।

বর্তমানে খাতভিত্তিক হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১১.২০ পয়েন্টে, সিমেন্ট খাতে ৩২.৬৭, সিরামিকস খাতে ২৭.৮৩, প্রকৌশল খাতে ২২.৩৮, আর্থিক প্রতিষ্ঠানের ২১.৬৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২৩.৯৭, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.৩২, বীমা খাতে ২০.৪৩, তথ্যপ্রযুক্তি খাতে ৩১.৫৯, বিবিধ খাতে ২৯.৯২, ওষুধ ও রসায়ন খাতে ১৮.৮৭, সেবা ও আবাসন খাতে ১৮.৬০, ট্যানারী খাতে ১৯.৬৫, টেলিযোগাযোগ খাতে ১৯.৮৯, বস্ত্র খাতে ১৮.৩০ এবং ভ্রমণ ও অবকাশ খাত ২৮.২৫ পয়েন্টে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সপ্তাহ জুড়ে ৪টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendনিজস্ব প্রতিবেদক :

সদ্য সমাপ্ত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও এসসিসিবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লঙ্কাবাংলা ফাইন্যান্স:

লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য (৩০ জুন, ২০১৬) ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাসসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে (সমন্বিত) ৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা, শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ২.৮৭ টাকা, শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪.১৬ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৯.০২ টাকা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।

বাংলাদেশ শিপিং কর্পোরেশ:

বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৯৪ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৬১০ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) ৭.৭১ টাকা (মাইনাস)।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ।

গ্রিন ডেল্টা ইন্সুরেন্স:

গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.০৮ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬৯.৯৩ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.১৬ টাকা (নেগেটিভ)।

এনসিসিবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:

এনসিসিবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত অর্থবছরের জন্য ইউনিট হোল্ডারদের সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে দ্বিগুন

index upনিজস্ব প্রতিবেদক :

দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে দেশের শেয়ারবাজার। মূল্যসূচকের সঙ্গে প্রায় প্রতিনিয়ত বাড়ছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) লেনদেন প্রায় দ্বিগুন বেড়েছে।

ডিএসই জানায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ১ হাজার ৬৬৩ কোটি ৫৯ লাখ টাকা বা ৪৫ দশমিক ১২ শতাংশ লেনদেন বেড়েছে। এর আগে টানা দুই সপ্তাহ বাজারটিতে লেনদেন কমে।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা দুই সপ্তাহ ডিএসইতে মূল্যসূচক বাড়লো। আগের সপ্তাহে ডিএসইএক্স সূচক বেড়েছিল ১৪৭ পয়েন্ট বা ২ দশমিক ৭৫ শতাংশ। তার আগের সপ্তাহে এই সূচকটি ২৫৩ পয়েন্ট বা ৪ দশমিক ৫১ শতাংশ কমেছিল।

এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ এবং ডিএসই ৩০ সূচক ২৫ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় ৩৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৮৬টির দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৩৫০ কোটি ৪০ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৬৮৬ কোটি ৮১ লাখ টাকা।

শেষ সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৭০ কোটি ৮ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ৭৩৭ কোটি ৩৬ লাখ টাকা।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯২ দশমিক ৬৬ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ২ দশমিক ৬৯ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৩ দশমিক ২৩ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১ দশমিক ৪৩ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।

স্টকমার্কেটবিডি.কম/এমএ