1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. রতনপুর স্টিলস
  3. বারাকা পাওয়ার
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ইফাদ অটোস
  6. এ্যাকটিভ ফাইন
  7. ইসলামী ব্যাংক
  8. প্যাসিফিক ডেনিমস
  9. কেয়া কসমোটিকস
  10. শাশা ডেনিমস।

শেষদিনে শেয়ারবাজারে লেনদেন ও সূচক পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচকের পতন হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের সাথে কমেছে সূচক । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮৩০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৯৬১ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, রতনপুর স্টিলস, বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, এ্যাকটিভ ফাইন, ইসলামী ব্যাংক, প্যাসিফিক ডেনিমস, কেয়া কসমোটিকস ও শাশা ডেনিমস।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৫৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্যাসিফিক ডেনিমস ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিএসইতে নিটিং ও ঋণ তথ্য ৭ মার্চের মধ্যে দাখিল

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

সিকিউরিটিজ হাউজগুলোর গত মাসের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ প্রদানের তথ্য আগামী ৭ মার্চের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এছাড়া প্রতিষ্ঠানগুলোর নেট ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্ট ৫ মার্চের মধ্যে দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিকিউরিটিজ হাউজগুলো প্রতি মাসে তাদের আর্থিক সমন্বয় ও ঋণ সরবরাহের তথ্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করবে বলে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা রয়েছে।

২০১০ সালের ৩১ জানুয়ারি বিএসইসির এই নির্দেশনার পর থেকে প্রতি মাসেই সিকিউরিটিজ হাউজগুলো তাদের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ সরবরাহের তথ্য দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় গত মাসের প্রতিবেদন আগামী ৭ মার্চের মধ্যে দাখিল করতে হবে।

 

স্টকমার্কেটবিডি.কম/এনএস

আইসিবি ইসলামী ব্যাংকের লভ্যাংশের সিদ্ধান্ত আজ

icbi bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আজ বৃহস্পতিবার আহবান করা হয়েছে।ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটি ২ মার্চ বেলা ২ টা ৩৫ মিনিটে নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভা পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ব্যাংকটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

পূবালী ব্যাংকের বোর্ড সভা ১২ মার্চ

pubali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটি এদিন বেলা ৪ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ব্যাংকটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

প্রিমিয়াম সিকিউরিটিজের মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

১৯৯৬ সালের প্রিমিয়াম সিকিউরিটিজের শেয়ার কেলেঙ্কারির মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেছে শেয়ারবাজার-সংক্রান্ত বিশেষে ট্রাইব্যুনাল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান মনিরউদ্দিন আহমেদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হয়।

প্রায় দেড় বছরের শুনানির পর গতকাল সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ৮ মার্চ সময় নির্ধারণ করেন রাজধানীর হাউজ বিল্ডিং ফিন্যান্স ভবনে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ আকবর হোসেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, প্রথম দফায় আসামিদের অনুপস্থিতে প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার বিচারকাজ শেষে রায়ের জন্য অপেক্ষায় রাখেন আদালত। রায়ের আগে আত্মসমর্পণ করে পুনরায় বিচারের দাবি করলে গত বছরের ১৮ জানুয়ারি মামলার কার্যক্রম আবার শুরু হয়। দীর্ঘদিন শুনানি হলেও চলতি বছরের ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে আবার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ নিয়ে আসেন দুই আসামি মশিউর রহমান ও অনু জায়গীরদার।

তবে অন্য দুই আসামি এমএ রউফ চৌধুরী ও সাইদ এইচ চৌধুরীর আইনজীবী বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়। কয়েক দফার শুনানিতে রাষ্ট্রপক্ষের চার সাক্ষী আদালতে তাদের বক্তব্য উপস্থাপন শেষে জেরা সম্পন্ন হলে আগামী ৮ মার্চ আসামিদের আত্মপক্ষ সমর্থনে দিন ধার্য করা হয়েছে।

জানতে চাইলে বিএসইসির আইনজীবী মাসুদ রানা খান বলেন, প্রায় দেড় বছর শুনানির পর গতকাল রাষ্ট্রপক্ষের সব সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। দুই আসামি স্থগিতাদেশ নিয়ে আসায় অন্য দুজনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। ৮ মার্চ তাদের বক্তব্য শেষে এ দুজনের রায়ের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত। হাইকোর্টের স্থগিতাদেশ শেষ হলে অন্য দুই আসামির বিষয়ে সিদ্ধান্ত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ভালুকায় জমি কিনবে ইবনে সিনা

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড ময়মনসিং জেলায় ভালুকায় জমি ক্রয় করবে। বুধবার কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় জমি ক্রয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ময়মনসিং জেলায় ভালুকায় হবির বাড়ী মৌজায় কোম্পানিটি আনুমানিক সাড়ে তিন একর জমি ক্রয় করবে।

রেজিস্টেশন ও অন্যান্য খরচ বাদে জমিটির দাম ধরা হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ