বিবিএসের দুই স্পন্সরের শেয়ার বিক্রি ঘোষণা

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের দুইজন স্পন্সর শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
.
ইঞ্জিনিয়ার্স হাসান মোর্শেদ চৌধুরী ও মোহাম্মদ রুহুল মজিদ নামে কোম্পানিটির এসব উদ্দোক্তা যথাক্রমে ৩ লাখ ৪০ হাজার ও ৩ লাখ ২০ হাজার শেয়ার বিক্রয় করবেন। তাদের হাতে কোম্পানিটির যথাক্রমে ৪২,৮০,৭৬০ ও ৩৯,১৬,৪৪০ টি করে শেয়ার রয়েছে।

এ স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২০ মার্চ

bracস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ মার্চ আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটি সেদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ব্যাংকটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

ডিএসই জুড়ে বেক্সিমকো ও লংকাবাংলা

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন কোম্পানির মোট ৪৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর কোম্পানিটির শেয়ার ৪৫৫৮ বার হাতবদল হয়। এসময় মোট ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৯৩১টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৬৬ লাখ ৫১ হাজার ৫০৯টি শেয়ার হাতবদল হয়। যার বাজার দর ৩৮ কোটি ৫৩ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার লিমিটেড ৪১২৮ বারে ২৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংক ২৫ কোটি ৭৪ লাখ, ফার কেমিক্যালস ২১ কোটি ৫ লাখ, এসআইবিএল ২০ কোটি ৮১ লাখ, ইউনাইটেড ফাইন্যান্স ১৯ কোটি ৩৭ লাখ, এ্যাপোলো ইস্পাত ২৬ কোটি ৮২ লাখ, এ্যাকটিভ ফাইন ১৭ কোটি ৭৭ লাখ ও কেয়া কসমেটিকস লিমিটেড ১৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

সোস্যাল ইসলামী ব্যাংকের এজিএমের দিন ও স্থান

siblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান ও দিন নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির এজিএমটি রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন নির্ধারণ করা হয়। আগামী ৩০ মার্চ এজিএমটি অনুষ্ঠিত হবে।

ব্যাংকটির ২২ তম এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. বারাকা পাওয়ার
  4. মার্কেন্টাইল ব্যাংক
  5. ফার কেমিক্যালস
  6. এসআইবিএল
  7. ইউনাইটেড ফাইন্যান্স
  8. এ্যাপোলো ইস্পাত
  9. এ্যাকটিভ ফাইন
  10. কেয়া কসমেটিকস।

দুই শেয়ারবাজারেই দিনশেষে লেনদেন ও সূচকের পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনে পতন হয়েছে। এদিন সেখানে মূল্য সূচকের পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, সোমবার ডিএসইতে ১০০১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ১২৮৫ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৪৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক, ফার কেমিক্যালস, এসআইবিএল, ইউনাইটেড ফাইন্যান্স, এ্যাপোলো ইস্পাত, এ্যাকটিভ ফাইন ও কেয়া কসমেটিকস।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও শেফার্ড ইন্ডাট্রিজ লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্কেন্টাইল ব্যাংকের লেনদেন স্পট মার্কেট

mercantilস্টকমার্কেট ডেস্ক :

বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ মার্চ) ও বুধবার (১৫ মার্চ) স্টক এক্সচেঞ্জে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

রেকর্ড ডেটের কারণে ১৬ মার্চ (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে মার্কেন্টাইল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইউনাইটেড ফাইন্যান্সের লেনদেন স্পট মার্কেট

united-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ মার্চ) ও বুধবার (১৫ মার্চ) স্টক এক্সচেঞ্জে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

রেকর্ড ডেটের কারণে ১৬ মার্চ (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে ইউনাইটেড ফিন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/এস

স্পট মার্কেটে রিলায়েন্স ইন্স্যুরেন্স

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ মার্চ) ও বুধবার (১৫ মার্চ) স্টক এক্সচেঞ্জে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

রেকর্ড ডেটের কারণে ১৬ মার্চ (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স।

স্টকমার্কেটবিডি.কম/এস

স্ট্যাটেজিক বিনিয়োগকারী পেতে বর্ধিত সময় পেল সিএসই

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুসারে বেঁধে দেয়া সময়ের মধ্যে স্ট্যাটেজিক বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হওয়ায় দেশের দুই স্টক এক্সচেঞ্জকে আগামী ৩০ জুন পর্যন্ত সময় বাড়িয়ে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সিএসইর পুনর্গঠিত পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এ সময়সীমার কথা স্মরণ করিয়ে দেয় কমিশন।

বিএসইসি কর্মকর্তারা জানান, ডিমিউচুয়ালাইড স্টক এক্সচেঞ্জকে ৩০ জুনের মধ্যে স্ট্যাটেজিক বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তিতে আসতে হবে। এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় কমিশন। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পর্ষদের সঙ্গে সাক্ষাতের সময়ও এ বিষয়ে পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়েছে।

গতকাল নবনির্বাচিত চেয়ারম্যান ড. একে আবদুল মোমেনের নেতৃত্বে সিএসইর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বিএসইসির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যায়। এ সময় সিএসইর পক্ষ থেকে শেয়ারবাজারের জন্য ইতিবাচক কিছু প্রস্তাব দেয়া হয় বলে জানা গেছে। একই সময় কমিশন কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তির বিষয়ে অগ্রগতি জানতে চায়। সিএসইর পক্ষ থেকে কৌশলগত বিনিয়োগকারী খোঁজার প্রক্রিয়া চলমান রয়েছে বলে কমিশনকে অবহিত করা হয়।

বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান জানান, সিএসইর পর্ষদ কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছে। বৈঠকে শেয়ারবাজার ও সিএসইর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বেশকিছু প্রস্তাব উঠে এসেছে। তাছাড়া সিএসইর কাছে কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে কমিশন। আগামী ৩০ জুনের মধ্যেই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জনের তাগিদ দেয়া হয়েছে স্টক এক্সচেঞ্জটির পর্ষদকে।

স্টকমার্কেটবিডি.কম/এস