মোবাইল ব্যাংকিং ‘মাই ক্যাশ’ আনছে মার্কেন্টাইল ব্যাংক

mercantilনিজস্ব প্রতিবেদক :

মোবাইলে অর্থ লেনদেনের সেবা প্রদানে সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। ডিএসইর ওয়েবসাইট এ খবর প্রকাশ করা হয়েছে।

স্টক এক্সচেঞ্জটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিজস্ব অর্থায়নে ‘মাই ক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং সেবা দিতে এ সহযোগী কোম্পানি করবে ব্যাংকটি। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

এদিকে এ খবর প্রকাশের পরও গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারদর কমেছে ১৩ শতাংশেরও বেশি। সর্বশেষ লেনদেন হয়েছে ১৭ টাকা ১০ পয়সা দরে। অবশ্য এ দর হ্রাসের কারণ লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট শেষে ব্যাংকটির শেয়ারের দর সংশোধন।

গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ। গত বছর ব্যাংকটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৮২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম