এফবিসিসিআইয়ের নির্বাচন কার্যক্রম চালানোর আদেশ

fbcciনিজস্ব প্রতিবেদক :

এফবিসিসিআইয়ের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সংগঠনটির করা আবেদন ২৭ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি। আদালত এই সময়ে বলে বলেছেন।

আগামী ১৪ মে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন হওয়ার কথা ছিল।

গতকাল বুধবার ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীমের করা এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচনের কার্যক্রমে ২ মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। এ আদেশ স্থগিত চেয়ে এফবিসিসিআই আজ আবেদন করে, যা শুনানির জন্য চেম্বার বিচারপতির আদালতে ওঠে। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনটি ২৭ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।

আদালতে এফবিসিসিআইয়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মইনুল ইসলাম। অন্যদিকে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও এম বদরুদ্দোজা বাদল।

স্টকমার্কেটবিডি.কম/এম

‘বোর্ড সভায় বাইরের লোকের উপস্থিতি ভালো খবর নয়’

boardনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান বলেছেন, ‘কোনো কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বাইরের লোকেরা উপস্থিত থাকছেন। আমাদের তদন্তে এসব ধরাও পড়ছে। ব্যাংক খাতের জন্য এটা ভালো খবর নয়। আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব চর্চা বন্ধ করতে হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিচালন’ শীর্ষক এ কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে ছিলেন প্রাইম ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমাদ, ঢাকা ব্যাংকের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, বিআইবিএমের সুপার নিউমারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী ও মো. ইয়াসিন আলী।

আলোচনায় বক্তারা বলেন, সঠিকভাবে ব্যাংক পরিচালনা করতে নিরীক্ষা বিভাগকে অবশ্যই স্বাধীন হতে হবে। তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ব্যবস্থাপনা পরিচালকের অধীনে নিরীক্ষা বিভাগ কখনই স্বাধীনভাবে কাজ করতে পারে না। এ জন্য ব্যাংকের নিরীক্ষা বিভাগকে সরাসরি পরিচালনা পর্ষদের অধীনে রাখার দাবি জানান তাঁরা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফারইষ্ট ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

farestস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফারইষ্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানিটি সেদিন বেলা ৩ টায় মতিঝিল নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

গতবছর ২০১৫ সালে এই বিমা শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

স্ত্রীকে শেয়ার দিবে রতনপুর স্টিলের স্পন্সর

RSRMস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি রতনপুর স্টিল মিলস লিমিটেডের একজন স্পন্সর পরিচালক হাতে থাকা শেয়ার তার স্ত্রীকে হস্তান্তর করবেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মো. ইউনুছ ভুইয়া নামে কোম্পানিটির এই স্পন্সর ৬ লাখ ৭৫ হাজার শেয়ার তার স্ত্রীকে প্রদান করবেন। তার হাতে কোম্পানিটির মোট ৫১ লাখ ৯১ হাজার ৭৬০ টি শেয়ার রয়েছে।

এসব শেয়ার তিনি তার স্ত্রী মনোয়ারা বেগমকে হস্তান্তর করবেন।

আগামী ২৭ এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ মার্চ

global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটি সেদিন বেলা ৩ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

গতবছর ২০১৫ সালে এই বিমা শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. সিটি ব্যাংক
  3. এবি ব্যাংক
  4. ন্যাশনাল ব্যাংক
  5. লংকাবাংলা ফাইন্যান্স
  6. সিএনএ টেক্সটাইল
  7. রতনপুর স্টিল
  8. বেক্স ফার্মা
  9. ওয়ান ব্যাংক
  10. জিপিএইচ ইস্পাত।

দুই এক্সচেঞ্জেই কমেছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন ও সূচক আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ১০৪০ কোটি ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ১২৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১০.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৭৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, সিএসএ টেক্সটাইল, রতনপুর স্টিল, বেক্স ফার্মা, ওয়ান ব্যাংক ও জিপিএইচ ইস্পাত।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইষ্টার্ণ ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

২১ কোটি টাকার মেশিন কিনবে ইভেন্সি টেক্সটাইল

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইভেন্সি টেক্সটাইল কারখানার জন্য ২১ কোটি টাকার নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য ৩০ টি এয়ার জেট ওয়েভিং লুম মেশিন কিনবে কোম্পানিটি। মেশিনগুলোর দাম পড়বে ১০ কোটি ৫৬ লাখ ৩২ হাজার টাকা। এছাড়া ৩ কোটি ৬৬ লাখ টাকার অধিক মূল্যের একটি অত্যাধুনিক স্ট্যান্টার মেশিন কিনবে।

বোর্ডের সিদ্ধান্তানুযায়ী কোম্পানিটি ৩.৬৮ কোটি টাকার আধুনিক মার্কারি মেশিন, ৫৬.৩২ লাখ টাকা মূল্যের অর্থপ্যাক সিস্টেম, ১.৩৮ কোটি টাকার কজেটিক রিকভারি মেশিন ও ১.৪৪ কোটি টাকার ৩ সেট সক্রু ইয়ার কমপেশার মেশিন কিনবে।

এসব মেশিনের মোট দাম পড়বে ২১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকা। মেশিনগুলো কারখানায় যুক্ত হলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে বলে মনে করছেন মালিক পক্ষ ও শেয়ারহোল্ডাররা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ মার্চ

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটি সেদিন বেলা ৩ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

গতবছর ২০১৫ সালে এই বিমা শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস আর ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এনএস