সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

central-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ সময় বিমাটির শেয়ার প্রতি আয় এসেছে ১ টাকা ৭২ পয়সা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২২.৮৩ টাকা।

আগামী ১ জুন বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এস

ফিনিক্স ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় এসেছে ২ টাকা ৩০ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

primeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় এসেছে ২ টাকা ১৩ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪.৫৭ টাকা।

ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল। এ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

তাকাফুল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৮ এপ্রিল

takaful-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ৮ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটি সেদিন বেলা দেড় টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

গতবছর ২০১৫ সালে এই বিমা শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস আর ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভা ৯ এপ্রিল

GSPFINANস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ৯ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন ব্যাংকিং খাতের কোম্পানিটি সেদিন বেলা তিনটায় মতিঝিলস্থ নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে প্রতিষ্ঠানটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. সিটি ব্যাংক
  3. বেক্স ফার্মা
  4. ইসলামী ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. বেক্সিমকো লিমিটেড
  7. ন্যাশনাল পলিমার
  8. আইএফআইসি
  9. এবি ব্যাংক
  10. ইফাদ অটোস।

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে দিনের লেনদেনে বড় ধরণের পতন হয়েছে। এদিন মূল্য সূচক ছিল নিম্নমূখী। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮১৭ কোটি ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ১১৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে বড় ধরণের পতন হয়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, বেক্স ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল পলিমার, আইএফআইসি, এবি ব্যাংক ও ইফাদ অটোস।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৮৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইষ্টার্ণ ব্যাংক ও ইসলামী ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

এফবিসিসিআই ১৪ মের নির্বাচনে বাধা নেই

fbcciনিজস্ব প্রতিবেদক :

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচন আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে আইনগত কোনো বাধা নেই।

ওই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া রুল খারিজ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যর আপিল বিভাগ এই আদেশ দেন।

একই সঙ্গে মনোনীত পরিচালক হিসেবে ময়মনসিংহ চেম্বার অব কমার্সকে আগামী ৩০ মের মধ্যে অন্তর্ভুক্ত করতে বলেছেন আদালত।

ময়মনসিংহ চেম্বার অব কমার্সকে ৩০ মের মধ্যে মনোনীত পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং নির্বাচন হবে—এমন সমঝোতার কথা আজ আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। রিট আবেদনকারী পক্ষ আদালতে রুল খারিজের আরজি জানায়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এফবিসিসিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও এম বদরুদ্দোজা বাদল।

পরে ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, আদালত রুল খারিজ করেছেন। নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ঘোষিত তফসিল অনুসারে ১৪ মে এফবিসিসিআই নির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এফবিসিসিআইয়ের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এই স্থগিতাদেশের বিরুদ্ধে সংগঠনটি আপিল বিভাগে আবেদন করে। আবেদনের ওপর আজ শুনানি শেষে আদেশ দেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আট কোম্পানির আজকের এজিএম জেনে নিন কোথায় ও কখন

agmনিজস্ব প্রতিবেদক :

শুরু হয়েছে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) মৌসুম। আর তালিকায় রয়েছে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো। এসব কোম্পানি আজ বৃহস্পতিবার এজিএম করবে ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতের আটটি কোম্পানি।

ডিএসই সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া অর্থবছরের এজিএম কোম্পানিগুলো হলো -সোস্যাল ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

সোস্যাল ইসলামী ব্যাংকের এজিএম আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কুড়িল বিশ্ব রোডের (পূর্বাচল এক্সপেক্স হাইওয়ে) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, যা এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন।

ডাচ্-বাংলা ব্যাংকের এজিএম একইদিন একই সময়ে ঢাকা ক্যান্টনমেন্টের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, যা এজিএমে অনুমোদন করানোর কথা রয়েছে।

একইদিন বেলা ১১টায় এজিএম করবে মার্কেন্টাইল ব্যাংক। রাজধানীর বিজয় নগরে ফার হোটেল অ্যান্ড রিসোর্টে এজিএম হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও পাঁচ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্সের এজিএমও বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এজিএম অনুষ্ঠিত হবে তালিকাভুক্ত এ কোম্পানিটির। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, যা এজিএমে অনুমোদন করার কথা রয়েছে।

এ খাতের আরেক কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সও একইদিন এজিএম করবে। এদিন সকাল ১০টায় রাজধানীর র‌্যাডিসন ব্ল– ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

একইদিনের প্রথমার্ধে বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি নিয়েছে আর্থিক খাতের প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। রাজধানীর মিরপুর-১৪-এ অবস্থিত পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বিমা খাতের আরেক কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স বৃহস্পতিবার বেলা ১১টায় এজিএম করবে। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউশন অব অ্যান্ডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএএম) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বৃহস্পতিবার ১০টায় রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। বস্ত্র খাতের আরএন স্পিনিং মিলস চার বছরের এজিএম একসঙ্গে করবে। এ কোম্পানিটির এজিএমও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় কুমিল্লার শালবন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। আরএন স্পিনিং বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর গত তিন বছরের (২০১২, ২০১৩ ও ২০১৪) জন্য কোনো ধরনের ডিভিডেন্ড দেয়নি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ন্যাশনাল লাইফ ও সাউথইষ্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি ফান্ড – ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রথম মিউচ্যুয়াল ও সাউথইষ্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান করা হয়েছে। আগামী ৫ এপ্রিলের এ সভায় প্রথম প্রান্তিকের আয় ব্যয় নিয়ে বসবে পরিচালনা বোর্ড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা সাড়ে ৩ টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় গত ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি সমন্বিত করবে পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড