নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে এদিন সব ধরণের মূল্য সূচকের পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বুধবার ডিএসইতে ১১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৯৮৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৯ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – সিটি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, বেক্স ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম, নাভানা সিএনজি, স্কয়ার ফার্মা ও এ্যাকটিভ ফাইন।
এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৮৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ইষ্টার্ন ব্যাংক।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
স্টকমার্কেটবিডি.কম/এম