এ্যাপেক্স ট্যানারীর উৎপাদন কার্যক্রম বন্ধ

APEXTANRY-230x130স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারী লিমিটেড উৎপাদন কার্যক্রম বন্ধ করেছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে রাজধানীর হাজারীবাগ এলাকায় সব ট্যানারিতে গত ৮ এপ্রিল বিদ্যুৎ-গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ কারণে সেখানে অবস্থিত এ্যাপেক্স ট্যানারীর কারখানায় বিদ্যুৎ-গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এতে কোম্পানির উৎপাদন কার্যক্রমও বন্ধ হয়ে গেছে বলে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ রাজধানীর হাজারীবাগের সব ট্যানারি প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানি বিচ্ছিন্ন করাসহ সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে গত শনিবার পরিবেশ অধিদপ্তর এলাকার বিদ্যুৎ-গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ট্যানারি মালিক-শ্রমিকদের ৯ দফা দাবি

tanaryনিজস্ব প্রতিবেদক :

সরকারের বিরুদ্ধে ট্যানারি শিল্প ধ্বংসের অভিযোগ এনেছে বাংলাদেশ ট্যানারি শিল্পের মালিক ও শ্রমিক সমিতি। ৯ দফা দাবি জানিয়ে তারা কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার দুপুরে রাজধানীর হাজারীবাগে এক সমাবেশ থেকে কমসূচির ঘোষণা দেন ট্যানারি মালিক সমিতি।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘চামড়া শিল্পের ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয়েছে। ১৯৯১ সালে তৃতীয়পক্ষ পাট শিল্পকে ধ্বংস করেছিল। আর ২০১৭ সালে এসে চামড়া শিল্পের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে একটিপক্ষ। দেশে আর কেউ কখনও শিল্প উদ্যোক্তা হতে সাহস করবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিকড় অনেক গভীরে। আমাদের শ্রমিকরা তাদের কাজের সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত হাজারীবাগ কর্মস্থল ছাড়বে না। আজ আমাদেরকে বিসিক জলে ডুবিয়েছে। তাই বিসিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো।’

কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, আগামী ১২ এপ্রিল হাজারীবাগে কালো পতাকা মিছিল করা হবে। এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে যদি সাভারে গ্যাস,পানি ও বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় তাহলে বিসিক ঘেরাও করবে বলে হুমকি দিয়েছেন তিনি।

এদিকে মহা সমাবেশের সভাপতি ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, ৯ দফা দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য, দাবিগুলো হলো, ২০০৩ সালে সম্পাদিক সমঝোত স্মারক অনুযায়ী সাভারের জায়গা দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে। শিল্প নগরীতে অন্তর্জাতিক মানের সিইটিপির ব্যবস্থা করতে হবে। আদালতের নির্দেশ অনুসারে ১৫ দিনের মধ্যে সাভারে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ দিতে হবে। কাজ বন্ধ থাকা অবস্থায় শ্রমিকদের বেতন-ভাড়া পরিশোধের জন্য মালিকপক্ষকে এককালীন অর্থ প্রদান করতে হবে। কারখানা উৎপাদন বন্ধ হওয়ায় যত ক্ষতি হবে তা হিসাব করে তার ক্ষতিপূরণ দিতে হবে। বিসিকের অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দিল জান ভূইয়া, ওয়াকার্স ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কয়েক হাজার শ্রমিক উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শাহজিবাজার পাওয়ারের ৫ লাখ শেয়ার বিক্রি শেষ

sahjibazerস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের একজন স্পন্সর ৫ লাখ শেয়ার বিক্রয় শেষ করেছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আসগর হায়দার নামে কোম্পানিটির এই স্পন্সর নিজের ৫ লাখ শেয়ার বিক্রয় করলেন। তার হাতে কোম্পানিটির মোট ৫৩ লাখ ৪৬ হাজার ৯৩৬টি শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করা হয়।

শর্তমোতাবেক ৩০ এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয় কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ফরিদুল আলম নামে কোম্পানিটির আরেক স্পন্সর নিজের ৫ লাখ শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছেন। তার হাতে কোম্পানিটির মোট ৫৩ লাখ ৪৬ হাজার ৯৩৬টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রিজেন্ট টেক্সটাইলের দর বাড়ার কারণ নেই

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইললিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৯ মার্চ এ শেয়ারের দর ছিল ২০.৯০ টাকা এবং গতকাল ৯ এপ্রিল এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২৬.১০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. আরএসআরএম
  3. আইডিএলসি
  4. রিজেন্ট টেক্স
  5. সিটি ব্যাংক
  6. বেক্স ফার্মা
  7. বেক্সিমকো লিমিটেড
  8. সাইফ পাওয়ারটেক
  9. এসিআই লিমিটেড
  10. আইসিবি।

দ্বিতীয় দিনেও শেয়ারবাজারে সূচক পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের দুই শেয়ারবাজারে সব ধরণের মূল্য সূচকের বড় পতন হয়েছে। এদিনও কমেছে বেশিরভাগ শেয়ারের দর। টাকার অংকে দিনের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে  কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, সোমবার দিনের শেষে ডিএসইতে ৭২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম দিন রবিবার দিনের লেনদেন ৭৭৭ কোটি ২৩ লাখ টাকা হয়। গত বৃহস্পতিবার সেখানে ১০১৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে পতন হয়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৬ পয়েন্টে।

গতকাল রবিবার ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করে ৫৭০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৩০৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১১৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম, আইডিএলসি, রিজেন্ট টেক্স, সিটি ব্যাংক, বেক্স ফার্মা, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ারটেক, এসিআই লিমিটেড ও আইসিবি।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৪৭ কোটি ৪৭ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্স ফার্মা ও ফার কেমিক্যালস।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

১২ লাখ শেয়ার কিনবে ড্যাফোডিলের স্পন্সর

dafodilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের একজন স্পন্সর ১২ লাখ শেয়ার ক্রয় করবে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো: সবূর খান নামে কোম্পানিটির এই স্পন্সর ১২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

দিল্লিতে ব্যবসায়িক সেমিনারে ইফাদ অটোসের এমডি

Ifad_press-page-001স্টকমার্কেট ডেস্ক :

দ্বিপাক্ষিক সরকারি সফর। এই নামেই ডাকা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনের ভারত সফরকে। গুরুত্বপূর্ণ এই সফরে প্রধানমন্ত্রীর বহরটিও বেশ বড়। এই সফরে সফর সঙ্গী হয়েছেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (আইবিসিসিআই) সভাপতি ও শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃহৎ মূলধনী কোম্পানি ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ।

ভারতের নয়া দিল্লিতে দু’দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও এফআইসিসিআই যৌথভাবে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (আইবিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ। এছাড়া গত ৪ দিন আরো একাধিক বৈঠক ও সেমিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীক এই নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরের দ্বিতীয় দিন এ সেমিনারটিকে বেশ গুরুত্ব দিচ্ছেন দু দেশের ব্যবসায়ী মহল। এই সফরে আরো ২৫৭ জন ব্যবসায়ী প্রতিনিধি দল রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৬ এপ্রিল

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটি সেদিন বেলা সাড়ে ৪টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে প্রতিষ্ঠানটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

GSPFINANনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি কন্সলিডেটেড আয় এসেছে ২ টাকা ৮৭ পয়সা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি কন্সলিডেটেড সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪.৩৬ টাকা।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল। লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৯ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস