সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে সব ধরণের মূল্য সূচকের বড় ধরণের পতন হয়েছে। তবে এদিন টাকার অংকে দিনের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, বুধবার দিনের শেষে ডিএসইতে ৭১৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার দিনের এই লেনদেন ৭৮২ কোটি ৬২ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৭.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, ইভেন্সি টেক্সটাইল, আইএফআইসি, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, আইডিএলসি, রিজেন্ট টেক্সটাইল, তুং-হাই, রতনপুর স্টিল ও বেক্সিমকো লিমিটেড।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফার কেমিক্যালস ও জেনারেশন নেক্সট।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের তৃতীয় প্রান্তিকের ( জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বস্ত্র খাতের কোম্পানিটি সেদিন বেলা ৪টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস