নিজস্ব প্রতিবেদক :
দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন সূচকের বড় পতন লক্ষ করা গেছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, রবিবার দিনের শেষে ডিএসইতে ৫০৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার দিনের এই লেনদেন ৫৫৭ কোটি ৮৮ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
তবে এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৮৩.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৫.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৪ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ২৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, বিডিকম অনলাইন, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, সাইফ পাওয়ারটেক, আরএসআরএম, শাহজিবাজার পাওয়ার, ইসলামীক ফাইন্যান্স, প্যারামাইন্ট টেক্সটাইল ও তুংহাই।
এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফার কেমিক্যালস ও লংকা বাংলা ফাইন্যান্স।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।
স্টকমার্কেটবিডি.কম/এম