‘এনবিআরের কাছে ব্যবসায়ীরা ৩২ হাজার কোটি টাকা দেনা’

fbcciনিজস্ব প্রতিবেদক :

নতুন ভ্যাট আইনে করের হার ১৫ শতাংশ থেকে কমানোর অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। এনবিআরের কাছে ব্যবসায়ীরা ৩২ হাজার কোটি টাকা দেনা রয়েছে বলে দাবি করছে সংগঠনটি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে নতুন মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় এ সব জানায় ব্যবসায়ীরা।

সভায় উল্লেখ করা হয়, সেবা খাতে ৩২-৩৩টির ওপর ভ্যাট রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই খাতে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে আনতে এনবিআরকে সুপারিশ করেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘সেবা খাতে ১৫ শতাংশ ভ্যাট নিলে অসন্তোষ তৈরি হতে পারে। তাই সেবা খাতে ভ্যাট কমাতে আলাদাভাবে চিন্তা করা দরকার।’

ভ্যাট অনলাইন সফল করতে ব্যবসায়ীদের প্রয়োজন উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এ আইন আমাদের কাছে যত স্পষ্ট হবে তত সুবিধা। এ আইনের অস্পষ্ট বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার। টার্নওভার সীমা দেড় কোটি করা দরকার। বন্দরে আমরা যে এটিভি (অগ্রিম ব্যবসায়ী ভ্যাট) দিতাম তা ফেরত পেতাম না। নতুন আইনের ফলে তা ফেরত পাবো, এজন্য এনবিআরকে ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের অনেক টাকা ফিরে আসবে।’

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ‘প্রথমবার দেখলাম ব্যবসায়ীদের বিশ্বাস করছে এনবিআর। এখন আর কারখানার পণ্য দাম ভ্যাট কর্মকর্তাদের কাছ থেকে ছাড়িয়ে আনতে হবে না। এখন ব্যবসায়ীরাই পণ্য মূল্য ঘোষণা দেবেন। এর মাধ্যমে এনবিআর ও ব্যবসায়ীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। বিশ্বাস তৈরি হলেই ব্যবসায়ীরা এগিয়ে যেতে পারবে। আগে আমরা এদিক-ওদিক করে থাকলেও এনবিআর যেহেতু আমাদের বিশ্বাস করছেন তার মর্যাদা দেবো।’

এনবিআরের কাছে ব্যবসায়ীরা প্রায় ৩২ হাজার কোটি টাকা দেনা আছে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বছরের পর বছর এই মামলা ক্যানসারের মতো ব্যবসায়ীদের মাথার ওপর বসে আছে। তাই এটার সমাধান হওয়ার দরকার। কিছু মওকুফ করে একটি নির্দিষ্ট সময় দিলে সমাধান হয়ে যাবে। কারণ ভ্যাট আইন নিয়ে নতুন করে ভাবতে হবে। স্থানীয় শিল্প সুরক্ষায় সম্পূরক শুল্কের জায়গায় অন্য কিছু করা যায় কিনা তা নিয়ে ভাবার অনুরোধ রইলো। কারণ স্থানীয় শিল্প সুরক্ষা না হলে এ দেশে বিদেশি বিনিয়োগ আসবে না।’

যদিও ১ টাকা ট্যাক্স দিতে ৩ টাকার হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ এফবিসিসিআই’র। তবে ভ্যাট অনলাইন চালু হলে এ থেকে পরিত্রাণ মিলবে বলে তাদের আশা।

সংগঠনটির সভাপতি বলেন, ‘৮ লাখের মধ্যে ৩০ হাজার ব্যবসায়ী ভ্যাট দেয় এটা শুনতে খারাপ এবং বলতে লজ্জা লাগে। আমরা চাই ৮ লাখ নিবন্ধন হলে ৮ লাখই ভ্যাট দেবে। সমস্যা কোথায়? সমস্যা সমাধানে ভ্যাট অনলাইন করা হয়েছে। এনবিআর থেকে বারবার বলা হচ্ছে, হয়রানি হবে না। কিন্তু মাঠে এ বার্তা পৌঁছাচ্ছে কই? মাঠে হয়রানির বিষয়ে এনবিআরকে সর্তক থাকতে হবে। কারণ ভ্যাট অনলাইন চালু হলে আমাদের সঙ্গে কর্মকর্তাদের দেখা হবে না।’

সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘গত অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে ৪ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হবে। রাজস্ব ছাড়া এত টাকা কীভাবে আসবে? অর্থনৈতিক শৃঙ্খলা এনে করের বোঝা না বাড়িয়ে উন্নয়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ আহরণের জন্য সরকার এ আইন করেছে।’

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও রেজাউল হাসান।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইভেন্স টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক ইপিএস ৩৬ পয়সা

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেডের পরিচালনা বোর্ডের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা।

এ সময় কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ১৪.৫৯ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

বাংলাদেশ ইন্স্যুরেন্সের প্রথমবার লভ্যাংশ ঘোষণা

bni-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোস্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য প্রথমবারের মতো ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ বছর বিমাটির শেয়ার প্রতি আয় এসেছে ১.৬২ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫.১৬ টাকা।

আগামী ১৪ জুন বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৮ মে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

আইপিডিসির প্রথম প্রান্তিক বোর্ড সভা ২ মে

ipdcস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানিটির বোর্ড সভা সেদিন বেলা ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

একনেকে অনুমোদন পেল ১২ জেলায় আইটি পার্ক স্থাপন প্রকল্প

ecnec-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের ১২ জেলায় আইটি পার্ক স্থাপন করতে ‘জেলা পর্যায়ে আইটি পার্ক/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়)’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

জেলাগুলো হলো- খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট।

জানা গেছে, প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলাগুলোতে আইটি পার্ক গড়ে তোলা হবে। ১৭৯৬.৪০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিট থেকে ১৫৪৪ কোটি টাকা ও সরকারি তহবিল থেকে ২৫২.৪০ কোটি টাকা অর্থের যোগান দেয়া হবে। আগামী জুলাই ২০১৭ থেকে জুন ২০২০ মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

একনেক সভায় এ প্রকল্প অনুমোদনের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে ২০২১ সাল নাগাদ আমরা যে জ্ঞান-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিজিটাল ইকোনমি গড়ে তোলার চেষ্টা করছি এবং আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় ও ২০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা নির্ধারণ করেছি, জেলা পর্যায়ে এ প্রকল্প অনুমোদন সে সকল উদ্যোগকে অন্যতম ভিত্তি দেবে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৫ সালের ১৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিদর্শনকালে ‘আইসিটি ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে এবং পরবর্তীতে প্রতিটি জেলায় পর্যায়ক্রমে হাই-টেক পার্ক স্থাপন’ করার নির্দেশনা প্রদান করেছিলেন। যার ফলশ্রুতিতে ‘জেলা পর্যায়ে আইটি পার্ক/হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

আর্গন ডেনিমসের তৃতীয় প্রান্তিক ইপিএস ৯৭ পয়সা

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের পরিচালনা বোর্ডের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৬২ পয়সা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ২৫.৩৯ টাকা। যা গত বছর ৩০ জুন সময়ে ছিল ২৭.১০ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৯২ টাকা, যা গত বছর ছিল ২.৬৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

একমি ল্যাবরেটরিজের বোর্ড সভা ২৯ এপ্রিল

acmeeস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ঔষধ ও রসায়ন খাতের কোম্পানিটির বোর্ড সভা সেদিন সকাল ১০টায় শ্যামলী নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

আমান ফিডের বোর্ড সভা আহবান

aman-feed-ltdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা সেদিন বেলা ৪টায় উত্তরায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

কাসেম ড্রাইসেলের তৃতীয় প্রান্তিক ইপিএস ১.৮৩ টাকা

qasem 1স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ড্রাইসেল লিমিটেডের পরিচালনা বোর্ডের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৭৯ টাকা।

চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ৪৪.৫৩ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ৪৮.০৪ টাকা।

চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.২৮ টাকা, যা গত বছর ছিল ৩.৫৬ টাকা।

এছাড়া এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬.৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস