শেয়ারবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে টাকার অংকে দিনের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ডিএসইতে ৬৯৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিডিকম অনলাইন, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, ডেসকো ও ইসলামী ব্যাংক।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৪৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিডিকম অনলাইন ও লাফার্জ সুরমা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ছেলেকে শেয়ার উপহার দিবেন বাবা

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের স্পন্সর তার ছেলেকে শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আনোয়ারুল আলম চৌধুরী নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ৭৯ লক্ষ ৫৩ হাজার ৯৩০ টি শেয়ারের মধ্যে ৭ লক্ষ শেয়ার তার ছেলেকে প্রদান করবেন।

এসব শেয়ার তিনি তার সন্তান শাহ আদীব চৌধুরীকে আগামী ৩০ এপ্রিল রবিবারে মধ্যে হস্তান্তর করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। এই হস্থান্তর প্রক্রিয়াটি পাবলিক এবং ব্লক মার্কেটের বাইরে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

১২৪.৫২ টাকা প্রিমিয়ামসহ মেঘনা এনার্জির ৯৯.৯৯% শেয়ার ক্রয়

heidelberg-cementস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৯১ কোটি টাকায় মেঘনা এনার্জি লিমিটেডকে কিনবে। সম্প্রতি মেঘনা এনার্জি লিমিটেডের সাথে এই শেয়ার অধিগ্রহণের চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই আরো জানায়, চুক্তি অনুযায়ী হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড পাওয়ার কোম্পানি মেঘনা এনার্জি লিমিটেডের ৯৯.৯৯ শতাংশ শেয়ার কিনে নিবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোম্পানিটি শেয়ার সেল এগ্রিমেন্ট (এসএসএ) অনুযায়ী মেঘনা এনার্জী লিমিটেডের ১০০ টাকা মূল্যমানের ৪০ লক্ষ ৫৬ হাজার ৪৫৭ টি শেয়ার (৯৯.৯৯ শতাংশ) অধিগ্রহণের জন্য সকল আইগত প্রক্রিয়া শেষ করেছে। যার মোট মুল্য নির্ধারণ করা হয়েছে ৯১ কোটি ৭ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা।

জানা যায়, মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার ১০০ টাকা অভিহিত মূল্যের সাথে ১২৪.৫২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ২২৪.৫২ টাকা করে কিনবে হাইডেলবার্গ সিমেন্ট। এর জন্য মোট ব্যয় হবে ৯১ কোটি ৭ লাখ ৫০ হাজার ২০০ টাকা।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এসব শেয়ার ক্রয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

মেঘনা সিমেন্টের বোর্ড সভা রবিবার

megna-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল রবিবার আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সিমেন্ট শিল্প খাতের কোম্পানিটির বোর্ড সভা সেদিন বিকাল সাড়ে তিনটায় বাড়িধারার নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

এমটিবির প্রথম প্রান্তিক বোর্ড সভা আহবান

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ মে আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪ টা ১৫ মিনিটে গুলশানস্থ নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

কর্ণফুলির ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স কোস্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ বছর বিমাটির শেয়ার প্রতি আয় করেছে ১.৩৬ টাকা যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৫০ টাকা যা আগের বছর একই সময়ে ছিল ১৯.১১ টাকা। একই সময়ে নগদ অর্থপ্রবাহ হয়েছে ১.০১ টাকা।

আগামী ১৯ জুন বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা

agriniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোস্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস মোট ১০% লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এ বছর বিমাটির শেয়ার প্রতি আয় করেছে ১.৯০ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৩১ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ১.৮৫ টাকা এবং ১৬.৫০ টাকা। একই সময়ে নগদ অর্থপ্রবাহ ১.৩১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২.০৭ টাকা।

আগামী ১২ জুন বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২১ মে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

জিকিউ বলপেনের বোর্ড সভা ৩০ এপ্রিল

gq pen-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল রবিবার আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিবিধ খাতের কোম্পানিটির বোর্ড সভা বিকাল সাড়ে তিনটায় মগবাজার তাজউদ্দিন আহমেদ স্মরণীর নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

এপেক্স ট্যানারির অফিস পরিবর্তন

APEXTANRY-230x130স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের রেজিষ্টার অফিস পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এপেক্স ট্যানারির রেজিষ্টার অফিস রাজধানীর অদূরে সাভার বিএসসিআইসি এলাকায় স্থানান্তর করা হয়েছে। এর আগে এই কোম্পানিটির অফিস ছিল হাজারিবাগ এলাকায় ছিল।

অতি দ্রুত নতুন এ অফিস কার্যকর হয়। এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রিমিয়ার ব্যাংকের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

primiarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ ও ২% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় এসেছে ২ টাকা ৩৫ পয়সা যা আগের বছর একই সময় ছিল ১.৪১ টাকা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ ২৭ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭.৪৭ টাকা।

এসময় শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ২.৮৮ টাকা, যা আগের বছরের তুলনায় ১.৩৭ টাকা বেড়েছে।

ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে। এ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস