আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় দুই ব্রোকারেজ হাউজের কার্যক্রম স্থগিত

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

চট্টগাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)দুই ব্রোকারেজ হাউজ সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় কার্যক্রম পুরোপুরি ও আংশিকভাবে স্থগিত করেছে । হাউজ দুটি হলো জালালাবাদ সিকিউরিটিজ লিমিটেড এবং মহররম সিকিউরিটিজ লিমিটেড। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

হাউজ দুটি সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় তাদের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএসই। গতকাল সিএসই’র ৫৭তম পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

সিএসই জানায়, জালালাবাদ সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারবেন। কিন্তু তাদের কোন শাখায় শেয়ার লেনদেন করা যাবে না। পাশাপাশি আইন লঙ্ঘনের কারণে তাদেরকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে মহররম সিকিউরিটিজ লিমিটেডে সকল ধরণের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। তবে তাদের কে কোন জরিমানা করা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্লক মার্কেটে আমরা, বিডিকম ও স্কয়ার ফার্মা

block-mনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে ৩ কোম্পানির ৩৪ লাখ ২০০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ কোটি ৩৪ লাখ ২২ হাজার টাকা। কোম্পানিগুলো হলো- আমরা টেকনোলজি, বিডিকম এবং স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনশেষে আমরা টেকনোলজির ১৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার দর ৫ লাখ ৫৫ হাজার টাকা। বিডি কমের ৩ লাখ ২২ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার দর ১ কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকা। আর স্কয়ার ফার্মাসিটিক্যালের ৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার দর ১৪ লাখ ৩৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. ওয়ান ব্যাংক
  2. বিডি ফাইন্যান্স
  3. শাহজিবাজার পাওয়ার
  4. ইউনাইটেড পাওয়ার
  5. প্রাইম ব্যাংক
  6. ইসলামিক ফাইন্যান্স
  7. ইভেন্স টেক্সটাইল
  8. লংকাবাংলা ফাইন্যান্স
  9. সাইফ পাওয়ারটেক
  10. ব্র্যাক ব্যাংক।

ডিএসই ও সিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বেড়েছে। তবে সেখানে টাকার অংকে দিনের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ডিএসইতে ৬৯৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৭৭৪ কোটি ৭৭ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ওয়ান ব্যাংক, বিডি ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, প্রাইম ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, ইভেন্স টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক ও ব্র্যাক ব্যাংক।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৪৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বিডি ফাইন্যান্স।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

 

ফারইষ্ট ফাইন্যান্সের বোর্ড সভা ৯মে

farestস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফারইষ্ট ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩ টা ৩০ মিনিটেয় মতিঝিল নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা আহবান

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৫ টায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

পূবালী ব্যাংকের বোর্ড সভা ৮ মে

pubali bankস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪টায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

সিঙ্গার বিডির ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

singerস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা ৩ টায় ঢাকায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ন্যাশনাল হাউজিংয়ের বোর্ড সভা ৮ মে

NHFL-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪ টা ৩০ মিনিটেয় মতিঝিল নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

বিএসসির শেয়ার ১০ টাকায় রূপান্তর : রেকর্ড ডেট ৩১ মে

bsc-300x150স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে লেনদেনের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গতকাল মঙ্গলবার এক বোর্ড সভায় এই অনুমোদন দেয় কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, নিয়মানুযায়ী আগামী ৩১মে একটি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এই ডেটে শেয়ারগুলো ১০ টাকায় হিসাব করে শেয়ারহোল্ডারদের নামে তালিকাভুক্ত হবে।

এর আগে জাতীয় সংসদে উত্থাপনের আগে বাংলাদেশ শিপিং করপোরেশন বিলটি নিয়ে কয়েক দফা আলোচনা করা হয়। এর পর ১২ ফেব্রুয়ারি এই বিল নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নিকট পাঠানো হয়।

সে সময় জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘বাংলাদেশ শিপিং করপোরেশন বিল, ২০১৭’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে বিলটি নিয়ে আরও পুঙ্খানুঙ্খভাবে আলোচনার সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মো. আব্দুল হাই, রণজিৎ কুমার রায় ও মমতাজ বেগম অ্যাডভোকেট।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিলটি পর্যালোচনা করেন।

প্রসঙ্গত, বর্তমানে শিপিং করপোরেশনের প্রতি ইউনিট শেয়ারের মূল্য (ফেস ভ্যালু) একশ টাকা। এই ফেস ভ্যালুকে ১০ টাকায় আনার লক্ষ্যে গত বছর ২৬ জুলাই মন্ত্রিপরিষদের বৈঠকে ‘বাংলাদেশ শিপিং করপোরেশন আইনে’র খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এরপর আইনটি পাসের জন্য পাঠানো হয় জাতীয় সংসদে। প্রস্তাবিত বিলটি পাস হলে বিএসসির প্রতি শেয়ারের ফেস ভ্যালু হবে ১০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস