রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিক ইপিএস বেড়েছে

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৮ পয়সা। এ হিসাবে এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩১ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ১৫ পয়সা।

এ বছরের ৩ মাসে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫.৩২ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ১৪.৭৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ঢাকা ইন্স্যুরেন্সের আয় বেড়েছে মাত্র ১ পয়সা

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩৫ পয়সা। এ হিসাবে এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় মাত্র ১ পয়সা বেড়েছে।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৫ পয়সা।

এ বছরের ৩ মাসে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.২১ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ১৭.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

বার্জার পেইন্টসের বোর্ড সভা ২৪ মে

barzerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদশে লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ মে আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিবিধ খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টায় উত্তরা নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। এবোর্ড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কটে ডস্কে :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা ও ব্যাংকিং খাতের ৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- নর্দার্ণ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, ব্যাংক এশয়িা ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।

সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্র জানায়, আগামী মঙ্গলবার ও বুধবার টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে কোম্পানিগুলো।

এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

  1. প্যারামাউন্ট টেক্সটাইল
  2. শাহজিবাজার পাওয়ার
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. ডরিন পাওয়ার
  5. রতনপুন স্টিল
  6. ন্যাশনাল ফিড মিল
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ইউনিক হোটেল
  9. বিডি ফাইন্যান্স
  10. ওয়ান ব্যাংক।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেনের পতন হয়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দিনের শেষে ডিএসইতে ৫৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ৫৫০ কোটি ১০ লাখ টাকা হয়। আজ দিনশেষে আগের দিনের চেয়ে ১৪ কোটি ১২ লাখ টাকার লেনেদন কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩২.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, ডরিন পাওয়ার, রতনপুন স্টিল, ন্যাশনাল ফিড মিল, ইউনাইটেড পাওয়ার, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, বিডি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ২৯ কোটি ৭ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৫.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

নদার্ণ জুটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

northern-juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নদার্ণ জুট ম্যানুফেকচারিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারের দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১৬ এপ্রিল কোম্পানির শেয়ারের দর ছিল ৩০৫.৯০ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩১.৭০ টাকা। এসময় শেয়ারটির দর ৫ দিন কমলেও বাকি দিনগুলোতে টানা বেড়েছে দর।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় নদার্ণ জুট ম্যানুফেকচারিং লিমিটেডের এর পক্ষ থেকে জানানো হয়, দর বৃদ্ধির পিছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

এনসিসি ব্যাংকের ইপিএস ৩৮ পয়সা

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংকের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৪ পয়সা। এ হিসাবে এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.১৮ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ১.৯৬ টাকা।

এ বছরের ৩ মাসে এনসিসি ব্যাংকের শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদের পরিমাণের দাঁড়িয়েছে ১৯.১৪ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ১৮.০৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

জিএসপি ফাইন্যান্সের ইপিএস ৬৪ পয়সা

GSPFINANস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেট আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৫ পয়সা। এ হিসাবে এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেট কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ২০ পয়সা হয়েছে। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ২ .০৯ টাকা।

এ বছরের ৩ মাসে জিএসপি ফাইন্যান্সের শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদের পরিমাণের দাঁড়িয়েছে ২৫ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ২৪.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

রুপালী ইন্স্যুরেন্সের ইপিএস ৬৫ পয়সা

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) রুপালী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৬৩ পয়সা। এহিসাবে বিমাটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এই সময়ে বিমার শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৫ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা।

এ বছরের ৩ মাসে ইন্স্যুরেন্সের ন্যাভ দাঁড়িয়েছে ২৩.২৬ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর ছিল ২২.৬৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া