বসুন্ধরায় শুরু হচ্ছে ডেনিম এক্সপো

indexনিজস্ব প্রতিবেদক :

আগামীকাল বুধবার শুরু হচ্ছে ডেনিম এক্সপো-২০১৭। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে দুদিনব্যাপী এক্সপোর আয়োজন করা হয়েছে। এক্সপো চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আয়োজকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ডেনিম এক্সপো হচ্ছে ৬ষ্ঠ আসর। এর আগে ৫টি মেলা হয়ে গেছে। আগ্রহীদের সারা দেখে এক্সপোর পরিসরও বাড়ানো হয়েছে। দুটি হলে এবারের আয়োজন করা হবে।

জানা গেছে, প্রদর্শনীর পাশাপাশি খাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার আয়োজনও থাকছে বরাবরের মতো।

দেশি ও বেদেশি ৫০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নেবেন বলে জানা গেছে। ১২টি দেশ থেকে আসছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠন। দেশগুলো হলো- চীন, ব্রাজিল, জার্মানি, হংকং, ভারত, জাপান, পাকিস্তান, ইতালি, স্পেন, তুর্কি।

এক্সপোর নিবন্ধন নেয়া ১০ হাজার দর্শনার্থী পণ্য ও সেবা দেখতে যাবেন বলে আশা করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

সাইবার হামলা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা উচিত : এস কে সুর

surনিজস্ব প্রতিবেদক :

সাইবার হামলা ঠেকাতে বাংলাদেশের ব্যাংকগুলোর নিরাপত্তার বলয় আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে আইটি সিকিউরিটি ইন ব্যাংক শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ডেপুটি গভর্নর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা হচ্ছে। বাংলাদেশও এ ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ব্যাংকগুলোকে তাদের সাইবার নিরাপত্তার বলয় আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, দেশের অনেক ব্যাংক এখনো ব্যাংকিং গাইডলাইন মানছে না। এ খাতে তেমন বাজেটও নেই। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অাগামীতে রিভিউ গাইডলাইন দেয়া হবে বলেও জানান তিনি।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন নাজডাক টেকনোলজিস এর প্রেসিডেন্ট ও সিইও নাজ আহমেদ। সভায় বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক (জিএম) দেবদুলাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সাইবার হামলায় অন্তত ১৫০টি দেশ আক্রান্ত হয়। এ সাইবার হামলার প্রভাবে বাংলাদেশেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩০-৪০টি পার্সোনাল কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে, বিভিন্ন দেশের জন্য এটি একটি সতর্কবার্তা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

১,৮৪৩ কোটি টাকা ব্যয়ে ৬টি জাহাহ কিনবে বিএসসি

bsc-300x150নিজস্ব প্রতিবেদক :

চীন থেকে ছয়টি নতুন জাহাজ ক্রয় করবে বাংলাদেশ। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে জাহাজগুলো যুক্ত হবে।

চায়না ন্যাশনাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট মেশিনারিজ কর্পোরেশন (সিএমসি) থেকে ১,৮৪৩ কোটি টাকা ব্যয়ে এ জাহাজগুলো ক্রয় করা হবে।

আজ নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রয়করা ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার।

প্রতিটির ধারণক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডাব্লিউটি)। জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন।

এতে বলা হয়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জাহাজগুলোর প্লেট কাটিং (কিল লেয়িং) অনুষ্ঠানে যোগদানের জন্য সোমবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের সময়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) যাত্রা শুরু হয়। এটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। বর্তমান বিএসসি’র বহরে ৩টি জাহাজ রয়েছে। এর মধ্যে একটি কন্টেইনার এবং দু’টি লাইটার ট্যাংকার।
স্টকমার্কেটবিডি.কম/এসএ

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

ecnec-smbdনিজস্ব প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকরণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পসহ মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা।

মঙ্গলবার দুপুরে একনেক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আ হ ম মুস্তফা কামাল জানান, ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকরণ প্রকল্পের মাধ্যমে দেশের ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন করে ১৬ লাখ গ্রাহককে নতুন টেলিফোন সংযোগ দেওয়া হবে। এজন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটি ইন্টারনেট প্রটোকল (আইপি) ও মাল্টিমিডিয়া সাবস্টেশন (এইএমএস) স্থাপনসহ বিদ্যমান এক্সচেঞ্জগুলোর সংস্কার করা হবে। ২০২০ সালের জুনের মধ্যে এর কাজ শেষ করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে চীন সরকার ঋণ দেবে ১ হাজার ৮১৭ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৭৫৬ কোটি ১১ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় অনুমোদন দেওয়া আটটি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ৯২৯ কোটি ৯৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৭৯৩ কোটি ৬৪ লাখ টাকা। একনেকে চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততা উন্নীতকরণে ৪৩৮ কোটি ৯৮ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের অধীনে রাজশাহী জোনের দু’টি আঞ্চলিক মহাসড়কের ৭৪ কিলোমিটার সড়কের মান উন্নয়ন করা হবে।

পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক মহাসড়ক বিভাগের আওতায় সমগ্র দেশে ২০৯টি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এরমধ্যে সড়ক ও জনপদ অধিদফতরের অধীনে রাজশাহী জোনের ১৬টি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হবে। এর অংশ হিসাবে ৭৪ কিলোমিটার আঞ্চলিক সড়ক মহাসড়কে উন্নীত করা হচ্ছে, এতে জন্য ব্যয় হবে ৪৩৮ কোটি টাকা।

প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে, বগুড়া থেকে নওহাটা-মহাদেবপুর-পত্নীতলা-ধামুইরহাট হয়ে জয়পুরহাট পর্যন্ত ১৭ দশমিক ৫ কিলোমিটার এবং রাজশাহীর নওহাটা হয়ে চৌমাসিয়া পর্যন্ত ৫৬ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত হবে। অনুমোদন পেলে সড়ক ও জনপদ অধিদফতর চলতি বছর থেকে ২০১৯ সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ করবে।

অন্য প্রকল্পের মধ্যে রয়েছে, দেশের পার্বত্য অঞ্চলের শ্রমিকদের কল্যাণ সুবিধা ও দক্ষতা উন্নয়নে প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। নেত্রকোনা-বিসিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক উন্নয়নে ২৬১ কোটি টাকা, নাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ থেকে মিনার বাড়ি পর্যন্ত সড়ক প্রশস্তকরণে ধরা হয়েছে ১২১ কোটি ৫৭ লাখ টাকা।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর অবকাঠামো নির্মাণের কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩২ কোটি ১২ লাখ টাকা। কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ তৃতীয় পর্যায় প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ২৬ লাখ টাকা।

কনভারর্সন অব ১৫০ মেগাওয়াট সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট শীর্ষক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৯৬ কোটি ৬৩ লাখ টাকা। তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় (২য় পযায়) প্রকল্পের এর ব্যয় ধরা হয়েছে ৫৪৪ কোটি ৯১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

নৌ মন্ত্রীর সাথে তাসকীন আহমেদের বৈঠক

IBCCI-1নিজস্ব প্রতিবেদক :

ভারতের সাথে বাংলাদেশের পণ্য পরিবহনের সুবিধার্থে বেনাপোল স্থল বন্দর রাত-দিন ২৪ ঘন্টা খোলা রাখার দাবী জানিয়েছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে বৈঠকে সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ এ দাবী জানান। একই সাথে স্থল বন্দর শনিবার খোলা রাখা এবং বন্দর এলাকার রাস্তা সম্প্রসারনেরও দাবী জানান আইবিসিসিআই নেতারা। মন্ত্রীর সাথে বৈঠকে স্থল বন্দর সংক্রান্ত আরো বেশ কিছু সমস্যা তুলে ধরা হয়।

এ সময় আইবিসিসিআই সভাপতি বলেন, বেনাপোল স্থল বন্দর দিয়ে গত দশ বছরে ১০ থেকে ২২ হাজার কোটি টাকার পণ্য আসা-যাওয়া করেছে এবং এটা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকার তাদের স্থল বন্দর ২৪ ঘন্টা খোলা রাখতে প্রস্তুত রয়েছে। সরকার যদি এমন ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশ অনেক লাভবান হবে।

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তাদের বক্তব্য শোনেন এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, আইবিসিসিআই সহ-সভাপতি জয়োতিব্রাতা ব্যানার্জি, সেক্রেটারী ও প্রধান নির্বাহী জাহাঙ্গীর বিন আলম এবং সংগঠনটির এক্সপোর্ট-ইমপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

১০ লাখ শেয়ার ক্রয় করবে ব্যাংক এশিয়া

asia.smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়ার একটি কর্পোরেট স্পন্সর ১০ লাখ শেয়ার ক্রয় করবে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আমিরান জেনারেশন নামে এই কর্পোরেট স্পন্সর ব্যাংকটির ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে ক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

  1. ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
  2. বার্জার পেইন্টস
  3. রেকিট বেনকাইজার
  4. গ্লাক্সো স্মিথক্লিন
  5. স্টাইল ক্রাফট লিমিটেড
  6. লিন্ডে বাংলাদেশ
  7. বাটা সু
  8. রেনাটা লিমিটেড
  9. ম্যারিকো বাংলাদেশ
  10. ইস্টার্ণ লূব্রিকেন্টস।

শেয়ারবাজারে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থা লক্ষ করা গেছে। তবে এদিন সেখানে লেনদেন বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের শেষে ডিএসইতে ৫৬৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ৫৩৭ কোটি ৯৮ লাখ টাকা হয়। আজ দিনশেষে আগের দিনের চেয়ে টাকার লেনেদন বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৭.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড, বার্জার পেইন্টস, রেকিট বেনকাইজার লিমিটেড, গ্লাক্সো স্মিথক্লিন, স্টাইল ক্রাফট লিমিটেড, লিন্ডে বাংলাদেশ, বাটা সু, রেনাটা লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ ও ইস্টার্ণ লূব্রিকেন্টস।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ২৯ কোটি ১৫ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক ও ডরিন পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

বুধবার স্পট মার্কেটে যাবে ৩ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কটে ডস্কে :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা ও ব্যাংকিং খাতের কোম্পানি রুপালী ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স ও রুপালি ব্যাংক লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে।

মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্র জানায়, আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে কোম্পানিগুলো।

এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এজিএম তারিখ পরিবর্তন

paramu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আগামী ১০ জুনে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১১ জুন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্যকারণবশত ১০ জুন এজিএম অনুষ্ঠিত হবে না। আগামী ১১ জুন এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

২০১৬ সালের সমাপ্ত অর্থবছরের ১৮তম এজিএমটি রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া