এক্সপোতে অংশ নিল আর্গন ও শাশা ডেনিম

denimনিজস্ব প্রতিবেদক :

ডেনিম পোশাকের আন্তর্জাতিক প্রদর্শনী ডেনিম এক্সপো-২০১৭ এ অংশ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আর্গন ডেনিমস ও শাশা ডেনিম।

গত বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে দুই দিনব্যাপী এই ডেনিম এক্সপোটি শুরু হয়। সেখানে অংশগ্রহণকারী দেশি কোম্পানিগুলোর মধ্যে শেয়ারবাজার কোম্পানি তালিকাভুক্ত দুই দুই কোম্পানি আর্গন ডেনিমস ও শাশা ডেনিম অংশগ্রহণ করে।

এছাড়া আম্বার ডেনিম, ডেনিম এক্সপোট, হা-মীম ডেনিম, যমুনা ডেনিম, নাসা ডেনিম, নাইস ডেনিম ও সিস্টার ডেনিম অংশগ্রহণ করে।

এর মধ্যে পোশাক শিল্পের এক্সপোতে প্রদর্শিত হচ্ছে আম্বার ডেনিম কাপড়। মেলায় পোশাক নির্মাতাদের জন্য আরামদায়ক, টেকসই ও উন্নত মানের কাপড় প্রর্দশন করছে কোম্পানিটি।

এর আগে ডেনিম এক্সপো-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের প্রস্তাব বিবেচনায় এনে ইপিজেড আইন সংশোধন করা হবে, এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দেশি ও বেদেশি ৫০টি ব্যবসায়িক কোম্পানির মধ্যে তাদের পণ্য ও সেবা নিয়ে এক্সপোতে অংশ নিয়েছে। এবারের ডেনিম এক্সপো হচ্ছে ষষ্ঠ আসর। এর আগে পাঁচটি মেলা হয়েছে। এতে ১২টি দেশ অংশ নিয়েছে।

দেশগুলো হলো- চীন, ব্রাজিল, জার্মানি, হংকং, ভারত, পাকিস্তান, জাপান, ইতালি, স্পেন, তুরস্ক।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

খেলাপি ঋণ ব্যাংকিং খাতের সর্বনাশ

bankস্টকমার্কেট ডেস্ক :

পুনঃতফসিল নীতিমালায় ছাড় দেয়ার কারণে খেলাপি ঋণ ব্যাপক হারে বাড়ছে। আর খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়াকে ব্যাংকিং খাতের জন্য বড় হুমকি বলে অবিহিত করেছেন এ খাতের বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ট্রেজারি অপারেশনস অব ব্যাংকস ২০১৬ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞরা এ মন্তব্য করেন।

বিআইবিএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক নেহাল আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইবিএম-এর পরিচালক ড. শাহ মো. আহসান হাবীব, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন, দি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মইনুদ্দিনসহ সরকারি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মূল প্রবন্ধে বলা হয়, ২০১৩ সালে খেলাপি ঋণ বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। ২০১৬ সালে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৩ শতাংশ, যা আন্তর্জাতিক হিসাবের তুলনায় দ্বিগুণ। পুনঃতফসিল নীতিমালায় ছাড় দেয়ার কারণে খেলাপি ঋণ ব্যাপক হারে বাড়ছে। এছাড়া আরও কিছু কারণে ব্যাংকিং খাতের জন্য খেলাপি ঋণ হুমকি হয়ে দাঁড়িয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতের দৈন্যদশার মূল কারণ। এর কারণেই সুদের হার এখনো নাগালের বাইরে। এ কারণেই ভালো ঋণ গ্রহীতারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ তদারকি করতে হবে।

বিআইবিএম-এর মহাপরিচালক বলেন, খেলাপি ঋণ ব্যাংকিং খাতে সর্বনাশ ডেকে আনছে। এ অবস্থার উত্তরণ না হলে পুরো ব্যাংকিং খাতের জন্য চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এ ধরনের ঋণের কারণে ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংকগুলো ভালো গ্রাহকদের কাছ থেকে চড়া সুদ নিচ্ছে।

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ট্রেজারি ব্যবস্থাপনায় ব্যাংক কর্মকর্তাদের আরও সতর্ক হতে হবে। সব ব্যাংকের প্রধানদের ট্রেজারি ব্যবস্থাপনায় বিশেষ নজর না দিলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান মেহেদি জামান, ব্যাংক এশিয়ার ট্রেজারি বিভাগের প্রধান আরিকুল আরিফিন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যুক্ত হল বেপজা

bepzaনিজস্ব প্রতিবেদক :

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভেতরে আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে সংশ্লিষ্ট দুই সরকারি কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বেজার চেয়ারম্যান পবন চৌধুরী ও বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান এমওইউতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের একহাজার ১৫০ একর জমি বেপজা পেয়েছে।

বেজা ৩০ হাজার একরের বেশি জমি নির্বাচন করেছে মিরসরাইতে, যেখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠান এর মধ্যেই এগিয়ে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

ডিএসইতে লেনদেনের শীর্ষে ইফাদ অটোস

ifadস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দিন শেষে লেনদেনের শীর্ষে ছিল ‘এ’ ক্যাটাগরির প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ৫১ লাখ ৯৫ হাজার ৩৬৩টি শেয়ার লেনদেন হয়। এ সব শেয়ারের বাজার দর ছিল মোট ৭১ কোটি ৭২ লাখ ৯৬ হাজার টাকা। দিনভর শেয়ারটির ১৩৫.৬০ টাকা থেকে ১৪১.৩০ টাকায় লেনদেন হয়।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে থাকা- প্যারামাউন্ট টেক্সটাইলের ২২ কোটি ১১ লাখ, ডরিন পাওয়ারের ২২ কোটি ২ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ১৭ কোটি ৪০ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ১২ কোটি ৯০ লাখ, ব্রাক ব্যাংক লিমিটেডের ১২ কোটি ৩৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২ কোটি ১ লাখ, নাভানা সিএনজি লিমিটেডের ১০ কোটি ৪৯ লাখ, জাহিন স্পিনিং লিমিটেডের ৯৫ লাখ ৪৪ হাজার ও অামরা টেকনোলজিস লিমিটেডের ৮৯ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

স্পট মার্কেটে যাবে ৫ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কটে ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা ও নন ব্যাংকিং খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্র জানায়, আগামী রবিবার ও সোমবার টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

  1. ইফাদ অটোস
  2. প্যারামাউন্ট টেক্সটাইল
  3. ডরিন পাওয়ার
  4. লংকা বাংলা ফাইন্যান্স
  5. বিডিকম অনলাইন
  6. ব্র্যাক ব্যাংক
  7. বিএসসি
  8. নাভানা সিএনজি
  9. জাহিন স্পিনিং
  10. আমরা টেকনোলজিস।

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও মূল্য সূচকের বড় ধরণের পতন হয়েছে। বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ডিএসইতে ৬৩৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৬৮৪ কোটি ৪ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ৫০ কোটি ২৬ লাখ টাকা কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯২টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে –ইফাদ অটোস, প্যারামাউন্ট টেক্সটাইল, ডরিন পাওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স, বিডিকম অনলাইন, ব্র্যাক ব্যাংক, বিএসসি, নাভানা সিএনজি, জাহিন স্পিনিং ও আমরা টেকনোলজিস।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৪২ কোটি ৯৯ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইফাদ অটোস লিমিটেড ও আইএফআইসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

এনসিসি ব্যাংকের ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেডের স্পন্সর ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মি. মিনহাজ্ব কামাল খান নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ৪ লাখ ৯৭ হাজার ৩০৪টি শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার বিক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

তুংহাই ও রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দরবৃদ্ধি তদন্ত করবে বিএসইসি

bsec-1-696x372স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত তুং হাই নিটিং অ্যান্ড ডাইং ও রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২ মে তুং হাই নিটিংয়ের শেয়ার দর ছিল ১৫ টাকা। যা ১৭ মে লেনদেন শেষে দাড়িয়েছে ১৬.৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির ১০ কার্যদিবসে শেয়ার দর বেড়েছে ১.৬ টাকা বা ১১ শতাংশ।

এদিকে ২ এপ্রিল রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ছিল ২১.৩ টাকা। যা ১৭ মে লেনদেন শেষে দাড়িয়েছে ৩১.২৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির ৩১ কার্যদিবসে শেয়ার দর বেড়েছে ৯.৯৬ টাকা বা ৪৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

জুট স্পিনার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

jute_spinnersস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারের দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩ এপ্রিল কোম্পানির শেয়ারের দর ছিল ৫০.১ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৬.৪ টাকা। এসময় শেয়ারটির দর বাকি দিনগুলোতে টানা বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় জুট স্পিনার্স লিমিটেডের এর পক্ষ থেকে জানানো হয়, দর বৃদ্ধির পিছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া