ঢাকা ব্যাংকের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এএ’

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, বিমাটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বাজেট উপস্থাপন কালে শেয়ারবাজার ইস্যুতে অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

ইতিবাচক বাজেটে প্রত্যাশায় দেশের ৩০ লাখ বিনিয়োগকারী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন কালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শেয়ারবাজার উন্নয়নের বিভিন্ন ইস্যু তুলে ধরেন।

বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে স্টার্ট-আপ ও নতুন কোম্পানির মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট) রুলস,২০১৫ প্রণয়ন করা হয়েছে।এছাড়া, পুঁজিবাজারের লেনদেনে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে আধুনিক সার্ভেইল্যান্স সিস্টেমও ইতোমধ্যে স্থাপিত হয়েছে।

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুঁজি গঠনে সহায়তার লক্ষ্যে একটি স্মল ক্যাপ প্লাটফর্ম প্রতিষ্ঠার উদ্যোগও নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে প্রণীত হয়েছে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিট্যাল কোম্পানিস) রুলস, ২০১৬।পাশাপাশি, নতুন প্রোডাক্ট এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)চালুর লক্ষ্যে আইন প্রণয়ন করা হয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আরো বলেন, শেয়ারবাজার উন্নয়নে গৃহীত দীর্ঘমেয়াদি কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া, স্টক এক্সচেঞ্জের কারিগরি এবং পেশাগত দ্ক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিমিউচুয়ালাইজেশন আইনের আওতায় কৌশলগত বিনিয়োগকারী (স্টাট্রেজিক ইনভেস্টর) সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশ

gdpনিজস্ব প্রতিবেদক :

২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ লাখ কোটি টাকার বেশি। প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি ছিল ১৯ লাখ ৬১ হাজার ১৭ কোটি টাকা। প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২ শতাংশ।

আসন্ন অর্থবছরের বাজেটে চলতি অর্থবছরের তুলনায় জিডিপির আকার এক লাখ ৩৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

দুইদিন দর বাড়ায় রহিমা ফুডকে সিএসইর নোটিস

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ কথা জানানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৮ মে শেয়ার দর ছিল ১০৬.২০ টাকা। আজ ১ জুন সর্বশেষ তা ১২৮.৪০ টাকায় লেনদেন হয়েছে। ২৮ মের আগে শেয়ারটির দর নিয়মিত কমেছে।

এই হিসাবে সর্বশেষ দুইদিন শেয়ারটির দর বেড়েছে। কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় সিএসই।

এ সময় রহিমা ফুড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. নূরানী ডায়িং
  2. ব্র্যাক ব্যাংক
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. মবিল যমুনা
  5. বিএসসি
  6. ইফাদ অটোস
  7. ইউনাইটেড পাওয়ার
  8. অগ্নি সিস্টেমস
  9. বিডিকম অনলাইন
  10. বেক্স ফার্মা।

শেষ দিনে বেড়েছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেনের সাথে মূল্য সূচকের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ডিএসইতে ৫২৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৫০৬ কোটি ১৯ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৫.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – নূরানী ডায়িং, ব্র্যাক ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মবিল যমুনা, বিএসসি, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, অগ্নি সিস্টেমস, বিডিকম অনলাইন, ও বেক্স ফার্মা।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ১৭ কোটি ৩০ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৫৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল নূরানী ডায়িং ও সিটি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

মাত্র একদিন বিবিএস ক্যাবলসের আবেদন করবে আগ্রহীরা

bbsনিজস্ব প্রতিবেদক :

বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত ২৩ মে মঙ্গলবার হতে এই আবেদন গ্রহণ শুরু করেছে। আগামী ৪ জুন পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবে।

আজ বৃহস্পতিবার বাদ দিলে আগামী রবিবার অর্থ্যাৎ মাত্র একদিন কোম্পানিটির আবেদন করতে পারবে আইপিও আগ্রহীরা।

গত ১৩ এপ্রিল কমিশনের ৬০২তম সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে মোট ২০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেনট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৩০ জুন ২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৬ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৬ টাকা ৭৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

শ্রমিক তহবিলে ১৯ কোটি টাকা দিল গ্রামীণফোন

gramnনিজস্ব প্রতিবেদক :

মুঠোফোন অপারেটর গ্রামীণফোন তাদের বার্ষিক মুনাফা থেকে ১৯ কোটি ৪২ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠানের বার্ষিক মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ অর্থ শ্রমিককল্যাণ তহবিলে জমা দিতে হয়।

সচিবালয়ে গত বুধবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জমা দেওয়া অর্থের চেক হস্তান্তর করেন।

২০১৬ সালে গ্রামীণফোন কর-পরবর্তী মুনাফা করে ২ হাজার ২৫০ কোটি টাকা। ২০১৩ সাল থেকে এই তহবিলে মোট ৭০ কোটি ৩৬ লাখ টাকা জমা দিয়েছে অপারেটরটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইনফরমেশন সার্ভিসেস শেয়ারের লোকসান ১৩ পয়সা

Informationস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির এ ৩ মাসে (জানু’– মার্চ’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪.৬০ টাকা।

গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৬ পয়সা। ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪.৭১ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ৭৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ৬০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ