একনেকে ৩ হাজার ৭২৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ecnecনিজস্ব প্রতিবেদক :

৩ হাজার ৭২৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ মঙ্গলবার (৬ জুন) রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত জানান।

মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য থেকে আসবে ৯৬ কোটি টাকা। বাকিটা নির্বাহ করা হবে সরকারি অর্থায়ন থেকে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘ব্যাংকের যে সব শাখায় পাওয়া যাবে নতুন নোট’

new takaনিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় বিপুল পরিমাণে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। যা প্রায় ৩০ হাজার কোটি টাকা সমপরিমাণ। আগামী বৃহস্পতিবার (৮ জুন) থেকে নতুন নোট বাজারে ছাড়া হবে, যা ২২ জুন পর্যন্ত পাওয়া যাবে। এবারও বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপের মাধ্যমে এক ব্যক্তি একবার মাত্র নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। কেউ আট হাজার ৭০০ টাকার বেশি নতুন নোট সংগ্রহ করতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জী. এম. আবুল কালাম আজাদ জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট অফিস এবং ২০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই নতুন নোট ছাড়া হবে।

এদিকে সোমবার বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখাসমূহ থেকেও ২ টাকা থেকে ৫০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনও মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

ঢাকায় যে সব শাখায় পাওয়া যাবে নতুন টাকা- ন্যাশনাল ব্যাংকের ঢাকার যাত্রাবাড়ী শাখা; জনতা ব্যাংকের আব্দুল গণি রোডের শাখা; অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা; দি সিটি ব্যাংকের মিরপুর শাখা; সাউথইস্ট ব্যাংকের কাওরান বাজার শাখা; সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা; উত্তরা ব্যাংকের চকবাজার শাখা; সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা; ঢাকা ব্যাংকের উত্তরা শাখা; আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা; রূপালী ব্যাংকের মহাখালী শাখা; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা; জনতা ব্যাংকের রাজারবাগ শাখা; পূবালী ব্যাংকের সদরঘাট শাখা; শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা; ওয়ান ব্যাংকের বাসাবো শাখা; ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা; ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা; মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা এবং ব্যাংক এশিয়ার ধানমণ্ডি শাখা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংকে আমানতের ওপর কর আগেই ছিল, আমি একটু বাড়িয়েছি : অর্থমন্ত্রী

muhit-smbdনিজস্ব প্রতিবেদক :

ব্যাংকে আমানতের ওপর কর বহুকাল আগে থেকেই রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘ব্যাংকে আমানতের ওপর কর ধার্য নতুন কিছু নয়। এটা আগে থেকেই ছিল। আমি করের হারটা একটু খানি বাড়িয়েছি।’

আজ মঙ্গলবার সংসদ ভবনে ২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

দেশ থেকে অর্থ পাচারে আগামী মাস থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘অর্থ পাচার যেটা হয় সেটা বেআইনি। সেটা রুদ্ধ করার সুযোগ নেই। তবে যেটা আমরা করতে পারি, তা হচ্ছে পাচারের সুযোগ কমানো। এর অর্থ হচ্ছে কালো টাকা দেশে যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া। আমরা এ বিষয়ে কিছু ব্যবস্থা নিচ্ছি। আগামী মাসের মধ্যেই এটা দেখা যাবে।’

তিনি বলেন, ‘আমি গত কয়েক বছর কালো টাকা সাদা করতে কোনও প্রস্তাব নিচ্ছি না। নিয়মিতভাবে কালো টাকা সাদা করার ব্যবস্থা প্রচলিত আইনে রয়েছে। এক্ষেত্রে স্থায়ী জরিমানা দিতে হয়। তা বহাল রয়েছে। গত দুই বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ নষ্ট করে দেওয়া হয়েছে। তখন থেকেই এ ব্যবস্থা চলছে। এটা অব্যহত থাকবে। অবশ্য এক্ষেত্রে বড় আকারের জরিমানা রয়েছে। ২০ শতাংশ জরিমানা দিতে হয়।’

সঞ্চয়পত্রের সুদের হার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগেই বলেছি সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমানো হবে। সাধারণত সঞ্চয়পত্রের সুদের হার বাজারের সুদের হারের থেকে একটু বেশি রাখা হয়। তবে খুব বেশি রাখা ‍উচিত নয়। আমাদের সামগ্রিক একটি হিসাব হলো যে, মার্কেট ইন্টারেস্ট রেটের থেকে কমপক্ষে দুই শতাংশ বা তার বেশি রাখা দরকার। সেই অনুযায়ী, এই রেট নির্ধারণ করা হবে। তবে এজন্য একটু সময় লাগবে।’

রেমিটেন্স প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার রেমিটেন্স কিছুটা কমেছে। তবে রেমিটেন্স কমার বিষয়টি বাংলাদেশের একার বিষয় নয়। এটা আন্তর্তজাতিক বিষয়। আফ্রিকার কয়েকটি দেশ ছাড়া প্রত্যোকটি দেশেরই রেমিটেন্স কমেছে। রেমিটেন্স কমার যথেষ্ট কারণও রয়েছে। রেমিটারদের অনেকেই এখন বিদেশে বাসস্থান গড়ছেন। তারা বিদেশের নাগরিক হওয়ার সুযোগ পাচ্ছেন। এজন্য সেখানে তারা যথেষ্ট সম্পদ রাখেন। আমরা যেটা বুঝতে পারছি তা হচ্ছে আমাদের রেমিটেন্স খুব একটা কমেনি। বেসরকারি সূত্রে রেমিটেন্স একটু বেড়ে গেছে।’

আগামী অর্থবছরের বাজেট সম্পর্কে মুহতি বলেন, ‘এবারের বাজেট অত্যন্ত ভালো বাজেট। আমার ৮৪ বছরের যে অভিজ্ঞতা, কর্মদক্ষতা বা ব্যর্থতা সব কিছু নিয়েই তৈরি করেছি। সম্পূরক বাজেটে সেরকম কৃতিত্ব দাবি করি নাই।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সংসদে ১৮ হাজার ৩৭০ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

perlaনিজস্ব প্রতিবেদক :

চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের ১৮ হাজার ৩৭০ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। বাজেট বরাদ্দের চেয়ে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ অতিরিক্ত খরচ করায় আজ মঙ্গলবার জাতীয় সংসদে এই সম্পূরক বাজেট পাস হয়েছে। আগের অর্থবছরে (২০১৫-২০১৬) ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত খরচের জন্য ১৯ হাজার ৮০৩ কোটি টাকার সম্পূরক বাজেট পাস হয়েছিল।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ-সম্পর্কিত নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১৭ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

২০১৬-২০১৭ অর্থবছরের মূল বাজেটে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৩ লাখ ৪০ হাজার ৬০৪ কোটি টাকা বরাদ্দ ছিল। পরে তিনটি নতুন বিভাগ সৃষ্টি করা হয়। সংশোধিত বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ১৮ হাজার ৩৭০ কোটি ২৩ লাখ টাকা বাড়লেও ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ৭৩ হাজার ৫২১ কোটি ৫১ লাখ টাকা কমেছে। সার্বিকভাবে ২৩ হাজার ৪৩০ কোটি টাকা কমে চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা।

সাংসদেরা মোট ১৪৯টি ছাঁটাই প্রস্তাব দেন। প্রস্তাবগুলোর মধ্যে প্রতিরক্ষা, গৃহায়ণ ও গণপূর্ত, স্থানীয় সরকার বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মঞ্জুরি দাবি নিয়ে আলোচনা হয়। সম্পূরক বিলের ওপর বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সাংসদদের দেওয়া ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। চলতি অর্থবছরের কাজের জন্য মন্ত্রণালয়গুলোকে সংযুক্ত তহবিল থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ায় তা অনুমোদনের জন্য সম্পূরক বিলটি পাস করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সোনার বাংলা ইন্স্যুরেন্সের এজিএম দিন পরিবর্তন

sonar-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। বিমার এজিএমটি রাজধানীতে আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমাটির পরিচালনা বোর্ডের সভায় ১৭তম এই এজিএমের দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনিবার্যকারণ বশত এই এজিএমটির দিন পরিবর্তন করা হয়।

এর আগে এই এজিএমের তারিখ নির্ধারণ করা হয় ২৭ জুলাই। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. শাহজিবাজার পাওয়ার
  2. ব্র্যাক ব্যাংক
  3. মবিল যমুনা
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. ইউনাইটেড পাওয়ার
  6. ইফাদ অটোস
  7. আরএসআরএম
  8. বেক্স ফার্মা
  9. রিজেন্ট টেক্সটাইল
  10. প্যারামাউন্ট টেক্সটাইল।

ডিএসইতে ৬৩৯ ও সিএসইতে ১১২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন ও সব ধরণের মূল্য সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের শেষে ডিএসইতে ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ৫৯৬ কোটি ১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – শাহজিবাজার পাওয়ার, ব্র্যাক ব্যাংক, মবিল যমুনা, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, আরএসআরএম, বেক্স ফার্মা, রিজেন্ট টেক্সটাইল ও প্যারামাউন্ট টেক্সটাইল।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ৪১ কোটি ৩৯ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও একমি ল্যাবরেটরিজ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

পেনিনসুলা-সাধারণ বীমা ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecস্টকমার্কেট ডেস্ক:

পেনিনসুলা সাধারণ বীমা কর্পোরেশন ইউনিট ফান্ড ওয়ানের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬০৫ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা সাধারণ বিমা কর্পোরেশন। এর মধ্যে উদ্যোক্তা দেবে ২ কোটি টাকা এবং বাকি ১৮ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ(আইসিবি) এবং কাস্টডিয়ানের দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিএসআরএম লিমিটেডের জমি ক্রয়ের সিদ্ধান্ত

bsrmস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেডের পরিচালনা বোর্ড জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসইর সূত্রে আরো জানা যায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে ২.৪৯ একর জমি কিনবে কোম্পানিটি । রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির ৪২ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/আর