স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

এবছর বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। আর একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ১৭.২৬
টাকা।

আগামী ২৭ জুলাই বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৫ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

সোনার দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘট

goldনিজস্ব প্রতিবেদক :

সারা দেশের সোনার দোকান আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

আপন জুয়েলার্সের সোনা ও হীরা জব্দ করার সাম্প্রতিক ঘটনা নিয়ে আজ বুধবার দুপুর ১২টায় জুয়েলার্স সমিতির নেতারা বায়তুল মোকাররম মার্কেটের নিজস্ব কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সোনার দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘটের বিষয়টি সাংবাদিকদের জানান সমিতির সহসভাপতি এনামুল হক খান।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, স্বর্ণ নীতিমালা না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দকৃত সোনা, হীরা ও হীরার অলংকার ফেরত দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিএসই৩০ সূচকে নতুন ৮ কোম্পানি

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই৩০ সূচকে নতুন করে যুক্ত হয়েছে আট কোম্পানি। তারা ১৫ জুন থেকে লেনদেন শুরু করবে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসই৩০ সূচকে স্থান পাওয়া কোম্পানিগুলো হলো- অ্যাকটিভ ফাইন ক্যামিক্যাল, এগ্রিকালচারাল মার্কেটিং, আরামিট, বাটা সু, ব্র্যাক ব্যাংক, লিন্ডে বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং উত্তরা ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

সিএসই৩০ সূচক থেকে আটটি কোম্পানিকে বাদও দেয়া হয়েছে। বাদ পড়া কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, অ্যাপেক্স ফুডস, নাভানা সিএনজি, পূবালী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাজেট বাস্তবায়নে দরকার প্রশাসনিক দক্ষতা: মির্জ্জা আজিজুল

mirzaনিজস্ব প্রতিবেদক :

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করে দক্ষতা নিশ্চিত করতে হবে বলে অভিমত দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্টা অর্থনীতিবিদ এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

তিনি বলেন, “২০১২ অর্থবছরের বাজেটের ৯৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। ২০১৬ সালে সেটা কমে ৭৮ শতাংশে এসেছে। মনে হয় ২০১৬ সালের প্রকৃত চিত্রতে দেখা যাবে এটা আরও কমেছে। তা থেকে বেরিয়ে আসতে হলে, প্রথমত প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত আমাদের প্রশাসনিক খাতে কোনো কর্মকর্তা ভালো কাজ করলে তার যেমন কোনো স্বীকৃতি নেই তেমনি খারাপ কাজ করলে শাস্তিরও ব্যবস্থা নেই। তাই প্রশাসনিক খাতে উদ্দীপনার ব্যবস্থা করতে হবে।”

বুধবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় মির্জ্জা আজিজুল এসব কথা বলেন।

ব্র্যাক ও ইনস্টিটিউট ফর ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইডির প্রধান নির্বাহী সাঈদ আহমেদ ও ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক আব্দুল বায়েস।

মির্জ্জা আজিজুল বলেন, “৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্কে আমি এখন যেতে চাই না। আমরা দেখি প্রত্যেকটি প্রকল্পের যে সময় নির্ধারণ করা থাকে, তা নির্ধারিত সময়ে শেষ হয় না। যে প্রকল্পের জন্য তিনবছর সময় ধরা হয়, তা শেষ হতে পাঁচ থেকে ছয় বছর লেগে যায়। এতে ব্যয়ের পরিমাণও বেড়ে যায়।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

pm..নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ও সচিব ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিগত এপ্রিল মাসে ৩ দফা বৈঠক করেন।

তিনি আরো বলেন, এসব বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, চাহিদা নির্ণয়, স্থানীয় উৎপাদন, মজুদ পরিস্থিতি, আমদানির পরিমাণ ইত্যাদি ধারাবাহিকভাবে পর্যালোচনা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়মিত পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী প্রতিবেদন উপস্থাপনের জন্য গঠিত দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল প্রতিদিন বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ট্যারিফ কমিশন, টিসিবি এবং কৃষি বিপণন অধিদপ্তর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে।

শেখ হাসিনা বলেন, এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ অবস্থা পরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের এলসির তথ্য সংগ্রহ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড থেকেও তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য পর্যালোচনা করে পণ্যভিত্তিক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের লক্ষ্যে টিসিবির মাধ্যমে স্থানীয় বাজার থেকে ক্রয় এবং আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে চিনি, ছোলা, সয়াবিন তেল ও খেজুর সংগ্রহ করে রাখা হয়েছে। চলতি বছর ১৫ মে থেকে সারা দেশে ১৮৫টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ টিমগুলো ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনে জরিমানাসহ অন্যান্য শাস্তি আরোপ করা হয়।

শেখ হাসিনা বলেন, জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকাসহ সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিদর্শনমূলক অভিযান জোরদার করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংকের ভর্তুকি দিয়েই ৫ লাখ দারিদ্র্য দূর সম্ভব

budgetনিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে মূলধন ভর্তুকি বাবদ যে ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তা দিয়েই ৫ লাখ হতদরিদ্র মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসা যেত। আজ বুধবার ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রত্যাশা প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক আবদুল বায়েস এ কথা বলেন।

আবদুল বায়েস বলেন, জনগণের করের টাকায় এ ধরনের রুগ্‌ণ ব্যাংক ও শিল্পকে টিকিয়ে রাখার কোনো মানে নেই। এর মাধ্যমে অদক্ষতাকেই পুরস্কৃত করা হচ্ছে।

আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে ব্র্যাক ও ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)।

সভায় বক্তারা বলেন, এ বছর শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির অনুপাতে খুব কম হয়েছে। বাজেটে রাজস্ব আদায়ে নির্ভর করা হয়েছে মধ্যবিত্তের ওপর, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে চাপে ফেলবে।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশে বাজেট বাস্তবায়ন একটা বড় সমস্যা। প্রতিবছরই বাজেট বাস্তবায়নের মাত্রা কমছে। এর কারণ হলো প্রশাসনিক দক্ষতার অভাব। তিনি বলেন, বাংলাদেশে দক্ষ কর্মকর্তাদের পুরস্কারের কোনো ব্যবস্থা নেই। আবার যাঁরা দুর্নীতিবাজ ও অদক্ষ, তাঁদেরও শাস্তির কোনো ব্যবস্থা নেই।

অনুষ্ঠানে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক শামেরান আবেদ, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মসূচির পরিচালক আরিফুল আলম, কমিউনিটি এমপাওয়ারমেন্ট কর্মসূচির পরিচালক ফারহানা হাফিজ, আইআইডির নির্বাহী পরিচালক সাঈদ আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের যোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্র্যাক ব্যাংক বন্ডের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এএ২’

bracস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক সাব কনভারটেবল বন্ড লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ফান্ডটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ২’।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রিসল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ব্র্যাক ব্যাংকের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এএ১’

bracস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ১’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রিসল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. বেক্স ফার্মা
  2. আর্গন ডেনিমস
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. সেন্ট্রাল ফার্মা
  5. ইউনাইটেড পাওয়ার
  6. মবিল যমুনা
  7. প্যারামাউন্ট টেক্সটাইল
  8. শাহজিবাজার পাওয়ার
  9. ইফাদ অটোস
  10. বিডি ফাইন্যান্স।

শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনে বড় পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেনের বড় ধরণের পতন হয়েছে। এদিন সব ধরণের মূল্য সূচক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ডিএসইতে ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১০.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৪৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্স ফার্মা, আর্গন ডেনিমস, লংকাবাংলা ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, প্যারামাউন্ট টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটোস ও বিডি ফাইন্যান্স।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ১১২ কোটি ৯৮ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্স ফার্মা ও আর্গন ডেনিমস।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া