স্বাধীনতার পর ১৩ হাজার কোটি টাকা সাদা হয়েছে : অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৩৭২ কোটি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ থেকে সরকার ১ হাজার ৪৫৪ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারদলীয় এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, ১৯৭১-৭৫ সময়ে ২ কোটি ২৫ লাখ টাকা, ১৯৭৬-১৯৮০ সালে ৫০ কোটি ৭৬ লাখ, ১৯৮১-১৯৯০ পর্যন্ত সময়ে ৪৫ কোটি ৮৯ লাখ, ১৯৯১-১৯৯৬ সালে ১৫০ কোটি ৭৯ লাখ, ১৯৯৭-২০০০ সালে ৯৫০ কোটি ৪১ লাখ, ২০০১-২০০৬ সালে ৮২৭ কোটি ৭৪ লাখ, ২০০৭-২০০৯ সালে (সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার) ৯ হাজার ৬৮২ কোটি ৯৯ লাখ, ২০০৯-১৩ সময়ে ১ হাজার ৮০৫ কোটি টাকা এবং ২০১৩ থেকে এখন পর্যন্ত ৮৫৬ কোটি ৩০ লাখ টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়।

এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান আয়কর আইন অনুযায়ী বাণিজ্যিকভাবে সব কিন্ডারগার্টেন, কেজি স্কুল বা মাদ্রাসাগুলোর অর্জিত আয় করযোগ্য। অন্যান্য করযোগ্য প্রতিষ্ঠানের মতো এসব প্রতিষ্ঠানের কর পরিগণনা করে রাজস্ব আদায় করা হচ্ছে। এ ছাড়া করযোগ্য আয় রয়েছে এ রকম নতুন কিন্ডারগার্টেন, কেজি স্কুল বা মাদ্রাসাগুলো শনাক্তকরণের মাধ্যমে করনেটে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে নিয়মিত জরিপকাজ অব্যাহত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

বিআইএফসির বোর্ড সভা ১৭ জুন

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ জুন আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ১১ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

মন্দা বাজারে হতাশ নূরানী ডাইংয়ের আইপিও শেয়ারধারীরা

nuraniনিজস্ব প্রতিবেদক :

গত বেশ কিছুদিন ধরেই দর পতন চলছে সেকেন্ডারি মার্কেটে। হাতেগোনা কিছু কোম্পানি ছাড়া প্রায় সব খাতের শেয়ারের দরই নিম্নমুখী রয়েছে। এই বাজার থেকে লাভের মুখ দেখতে পাচ্ছেন না সাধারণ বিনিয়োগকারীরা। উল্টো প্রতিনিয়ত হিসাব করতে হচ্ছে লোকসানের। সেকেন্ডারি মার্কেটের পতনের রেশ পড়েছে আইপিওর বাজার বা প্রাইমারি মার্কেটেও। এ বাজার থেকেও শেয়ারের কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলশ্রুতিতে ভারি হচ্ছে হতাশার পালা। কাজে আসছে না ক্ষতিগ্রস্তদের আইপিও কোটা।

প্রাপ্ত তথ্যমতে, গত বছরের শেষ দিকে বাজার পরিস্থিতি কিছুটা ভাল থাকার কারণে আইপিওর বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকে। শেয়ারবাজার ভাল থাকার কারণে তখন শেয়ারের কাঙ্ক্ষিত দরও পান আইপিও বিজয়ীরা। কিন্তু এর পর বাজারে দর পতন শুরু হলে দ্রুত এর রেশ পড়ে আইপিও বাজারে। আইপিও আবেদনে কঠিন প্রতিযোগিতা থাকলেও কাঙ্ক্ষিত দর থেকে বঞ্চিত হন বিনিয়োগকারীরা।

শেয়ারবাজারে সর্বশেষ তালিকাভুক্ত হয় বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং। এই কোম্পানিটির আইপিওতে কঠিন প্রতিযোগিতা লক্ষ্য করা গেলেও শেয়ারের দরের বেলায় এর উল্টো চিত্র দেখা যায়। জানা যায়, এই প্রতিষ্ঠানের প্রতিটি আইপিওর বিপরীতে জমা পড়ে ২৮ গুণ আবেদন। এতে সকলের ধারণা হয় বাজারের এর চাহিদা ভাল থাকার পাশাপাশি সন্তোষজনক দরে এ শেয়ার বিক্রি করা যাবে। কিন্তু তালিকাভুক্তির দিনই হতাশ হন বিনিয়োগকারীরা।

প্রথম দিনে লেনদেন শেষে এ শেয়ার বেচাকেনা হয় ২১ টাকায়। যদিও দিনের এক পর্যায়ে মাত্র কয়েকটি হাওলায় এ শেয়ার ২৭ টাকায় লেনদেন হয়। এরপরই দর নেমে আসে ২০ টাকা ৪০ পয়সায়। এতে হতাশ হয়েছেন আইপিও বিজয়ীরা। বৃহস্পতিবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দাঁড়ায় ১৯.৩০ টাকা।

এর আগে প্যাসিফিক ডেনিমস লেনদেনের সময়ও এমন চিত্র লক্ষ্য করা যায়। প্রথম দিন এই কোম্পানি শেয়ার সর্ব শেষ ২৭ টাকায় লেনদেন হলেও দিনের বেশিরভাগ সময়ই তা ২৫ টাকার নিচে লেনদেন হয়। অন্যদিকে সেকেন্ডারি মার্কেট কিছুটা ভাল থাকায় শেফার্ড ইন্ডাস্ট্রিজের কাক্সিক্ষত দর পান আইপিও বিজয়ীরা। প্রথম দিনই এ শেয়ার ৫৩ টাকায় লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

প্রগতি লাইফের দুটি বোর্ড সভা পিছালো

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই বোর্ড সভা আগামী ১৪ জুন আহবান করা হলেও তা পিছানো। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা ১৯ জুন বেলা ২ টা ৩০ মিনিটে কারওয়ানবাজারে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, আরেকটি বোর্ড সভায় বিমার সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এর আগে আগামী ১৪ জুন এই বোর্ডসভাগুলো আহবান করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ডেল্টা লাইফের বোর্ড সভা ১৩ জুন

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ জুন আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪টায় গুলশানে অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় বিমার সর্বশেষ ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

  1. বেক্স ফার্মা
  2. প্যারামাউন্ট টেক্সটাইল
  3. এ্যাকটিভ ফাইন
  4. মবিল যমুনা
  5. ইউনাইটেড পাওয়ার
  6. শাহজিবাজার পাওয়ার
  7. সেন্ট্রাল ফার্মা
  8. লংকাবাংলা ফাইন্যান্স
  9. সিএমসি কামাল
  10. ব্র্যাক ব্যাংক।

ডিএসইতে লেনদেন পতন সিএসইতে ব্যাপক উল্ফোলন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেনের বড় ধরণের পতন হয়েছে। এদিন সব ধরণের মূল্য সূচক কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের ব্যাপক উল্ফলন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্স ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, এ্যাকটিভ ফাইন, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, সিএমসি কামাল ও ব্র্যাক ব্যাংক।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৩৪ কোটি ২৫ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

সব শেয়ার বিক্রয় করবেন এমডি

united-finance-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইনান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সব শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সাঈদ ইহসান কাদির নামে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হাতে থাকা সব শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৮,৪৩১টি শেয়ার রয়েছে।

তিনি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ইস্টার্ন ব্যাংক ভারতে দুটি শাখা খুলবে

eblস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড ভারতে দুটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারতের দুটি প্রদেশ পশ্চিমবঙ্গের কলকাতায় এবং আসামের গুয়াহাটিতে ইস্টার্ন ব্যাংকের শাখা খোলা হবে।

এসব শাখা চালু করতে দেশী নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি ভারতীয় নিয়ন্ত্রক সংস্থারও অনুমোদনের প্রয়োজন হবে।

এ জন্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অনুমোদন নিতে প্রাইস ওয়াটার হাউজ কুপার্সকে (পিডব্লিউসি) দায়িত্ব দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ব্যাংক উদ্দ্যোক্তার ২ লাখ শেয়ার বিক্রয়

al-arafaস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল আরাফাহ ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাহাউদ্দিন মোহাম্মদ ইউসুফ নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তার হাতে থাকা ২ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকের মোট ১৬ লাখ ৮৪২ টি শেয়ার রয়েছে।

এই উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/