‘আবগারী শুল্ক বৃদ্ধি ও সঞ্চয়পত্রের সুদ কমানোয় পুরো বাজেটই প্রশ্নবিদ্ধ’

perlaনিজস্ব প্রতিবেদক :

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অভিন্ন কণ্ঠে ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক বৃদ্ধি এবং সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সমালোচনা করেছেন। তাঁরা অবিলম্বে এ দুটি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, লাখপতির ওপর নয়, কোটিপতির ওপর করের বোঝা বাড়ান।

মাত্র এ দুটি সিদ্ধান্তের কারণে সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, জনমুখী বিশাল বাজেটকে প্রশ্নবিদ্ধ করেছে।

আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে এই আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সরকারি দলের মুহিবুর রহমান মানিক, সুবিদ আলী ভূঁইয়া, এ কে এম ফজলুল হক, ফজিলাতুন নেসা ইন্দিরা, অনুপম শাজাহান জয়, কবি কাজী রোজী, মকবুল হোসেন, নুর জাহান মুক্তা, এম এ মালেক, ফিরোজা বেগম চিনু, বিরোধী দল জাতীয় পার্টির শওকত আলী।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ব্যাংক আমানতের ওপর আরেপিত শুল্কহার হ্রাসের দাবি জানিয়ে বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি ক্ষমতায় আসতে সহায়ক সরকারের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের ক্ষমতায় আনতে লতিফুর মার্কা কোনো সহায়ক সরকার আর কোনো দিন আসবে না। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানান।

জাতীয় পার্টির শওকত চৌধুরী বাজেটের সমালোচনা করে বলেন, ক্ষমতা অনেক পিচ্ছিল জিনিস। যে কোনো সময় পিছলিয়ে যেতে পারে। বেশি আত্মতুষ্টিতে ভোগার কোন অবকাশ নেই। এই বাজেটের ফলে চালসহ প্রতিটি জিনিসের দাম বেড়েছে। চালের ভরা মৌসুমেও দাম দ্বিগুণ। মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। ব্যাংকে আবগারী শুল্ক বৃদ্ধি এবং সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ফলে ঢাকা শহরের ৯০ ভাগ মানুষ আমাদের বিপক্ষে চলে গেছে। রংপুর বিভাগকে বাজেটে উপেক্ষা করা হয়েছে। এটা চরম বৈষম্য। অথচ রংপুর বিভাগেই ৩০টি আসনই সরকারের সম্ভাবনাময়।

প্রস্তাবিত বাজেটকে ‘জনমুখী ও কল্যাণকর’ উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্য মেজর জেনারেল (অব,) সুবিদ আলী ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করে। বাজেট বাস্তবায়ন তারই বড় প্রমাণ। শত ষড়যন্ত্র-চক্রান্ত উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নেই স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন করছেন।

ব্যাংক আমানতের ওপর শুল্কহার বৃদ্ধি প্রত্যাহার এবং সঞ্চয়পত্রের সুদের হার হ্রাসের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এটা দেখে জনবিচ্ছিন্ন বিএনপি পরাজয় নিশ্চিত জেনেই সহায়ক সরকারের স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন কোনদিনই বাস্তবায়িত হবে না।

সরকারি দলের নুর জাহান মুক্তাও ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, লাখপতিদের থেকে কর না নিয়ে কোটিপতিদের কাছ থেকে অধিক হারে কর আদায় করলে সরকারের রাজস্ব আদায় কয়েকগুণ বৃদ্ধি পাবে।

স্টকমার্কেটবিডি.কম/

জিম টেক্সের এমডিকে জঙ্গিবাদে অর্থসহায়তার অভিযোগে গ্রেপ্তার

জিম টেক্সের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ

জিম টেক্সের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গিবাদে অস্ত্র ও অর্থসহায়তার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জিম টেক্সের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রোববার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়। গতকাল শনিবার গভীর রাতে ইমরান আহমেদ ও তাঁর গাড়িচালক মো. শামিমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান আহমেদ জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছেন। তিনি কেন্দ্রীয় দাওয়াবিষয়ক কমিটির শুরা সদস্য। তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন ২০১২ সালে।

ইমরান আহমেদের সম্পৃক্ততা কতটুকু সে সম্পর্কে মুফতি মাহমুদ খান আরও বলেন, আতিয়া মহলে অভিযানের আগে ‌সাজিদ নামের এক ব্যক্তি পালিয়ে যান। তিনি ঢাকায় এসে ইমরান আহমেদের মহাখালীর বাসায় আশ্রয় নিয়েছিলেন। সাজিদ জেএমবির নতুন আমিরের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। নতুন এই আমিরের নাম আবু মুহারিব।

স্টকমার্কেটবিডি.কম/

সাভারে স্থানান্তরিত হয়েছে ৩৫ শতাংশ ট্যানারি: শিল্পমন্ত্রী

amuনিজস্ব প্রতিবেদক :

সাভারের ট্যানারি শিল্পনগরীতে ৩৫ শতাংশ ট্যানারি স্থানান্তরিত হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উপস্থাপন করা হয়।

জাতীয় পার্টির সাংসদ নূরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে ৩৫ শতাংশ ট্যানারি সাভারে স্থানান্তরিত হয়েছে। বাকি ট্যানারিগুলো তাঁদের ভবন নির্মাণ ও ড্রাম মেশিনারি স্থাপন কার্যক্রম অব্যাহত রেখেছে। ৩১ মে পর্যন্ত সাভারে বরাদ্দপ্রাপ্ত ১৫৪টি ট্যানারির মধ্যে ৫৫টি ওয়েট ব্লু উৎপাদন কাজ শুরু করেছে। শিগগির আরও কিছু ট্যানারি শিল্প তাদের উৎপাদন কার্যক্রম আরম্ভ করবে।

মন্ত্রী আরও জানান, হাজারীবাগ থেকে স্থানান্তর কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটলেও যেসব ট্যানারি শিল্প প্রতিষ্ঠান সাভারে উৎপাদন কার্যক্রম শুরু করেছে তাদের উৎপাদন আগের তুলনায় বাড়বে। এভাবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির হারও বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/

বাটা সু লিমিটেডের ঋণমান প্রকাশ

logo-bataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির সর্বশেষ ঋণমান এসেছে ‘এএএ’।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফাস ফাইন্যান্সের ক্যাটাগরি আবারো পরিবর্তন

fas-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ক্যাটাগরি আবারো পরিবর্তন করেছে ডিএসই। এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ১২ জুন থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

এর আগে এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। এর পর এ ক্যাটাগরিতেই ছিল কোম্পানিটি।

গত ২০১৩ সালের সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫.২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. প্যারামাউন্ট টেক্সটাইল
  2. বেক্স ফার্মা
  3. সিটি ব্যাংক
  4. স্কয়ার ফার্মা
  5. মবিল যমুনা
  6. বিডি ফাইন্যান্স
  7. শাহজিবাজার পাওয়ার
  8. ইউনাইটেড পাওয়ার
  9. ফাস ফাইন্যান্স
  10. ডরিন পাওয়ার।

ডিএসইতে ৪৬৯ ও সিএসইতে ২৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন ৪৬৯ কোটি টাকা হয়েছে। এদিন সব ধরণের মূল্য সূচক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২৪ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দিনের শেষে ডিএসইতে ৪৬৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৫১৭ কোটি ১২ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, মবিল যমুনা, বিডি ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ফাস ফাইন্যান্স ও ডরিন পাওয়ার।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ২০লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ১৩২ কোটি ৬৯ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯১৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল ও তসরিফা ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

জনতা ইন্স্যুরেন্সের পরিচালক ২ লাখ শেয়ার কিনবে

janata insu-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আফরোজা জামান নামে বিমাটির এই পরিচালক মোট ২ লাখ ৫৬৭ শেয়ার ক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ব্যাংক আমানতের পর এবার সঞ্চয়পত্রে লাগাম টানার উদ্যোগ

soncoyনিজস্ব প্রতিবেদক :

ব্যাংক আমানতের চেয়ে সঞ্চয়পত্রে মুনাফা বেশি। তাই ব্যাংক থেকে টাকা তুলে অনেকেই বিনিয়োগ করছে এ খাতে।
ফলে সরকারের সুদব্যয়ও বেড়ে যাচ্ছে। তাই ব্যাংক আমানত ও সঞ্চয়পত্রের মুনাফার ব্যবধান কমিয়ে আনার পরামর্শ দিয়ে আসছেন অর্থনীতির বিশ্লেষকরা। তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্রের মুনাফা কমানোর পক্ষে নয়। বরং নারী, প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য পরিবার সঞ্চয়পত্রের মুনাফা আরো আকর্ষণীয় করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা। একই সঙ্গে পেনশনার ছাড়া অন্যান্য সঞ্চয়পত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা কমিয়ে ২৫ লাখ টাকা পুনর্নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) মাধ্যমে এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা স্বাক্ষরিত ওই প্রস্তাবের একটি অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে।

সঞ্চয় অধিদপ্তরের প্রস্তাবে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমের ঊর্ধ্বগতি রোধসহ স্বল্প আয়ের মানুষের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রচলিত বিধি-বিধান সংশোধন করে কয়েকটি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মধ্যে প্রথমেই বলা হয়, পেনশনার ছাড়া অন্যান্য সঞ্চয়পত্রের প্রতিটি স্কিমে বিনিয়োগের ঊর্ধ্বসীমা কমিয়ে ২৫ লাখ টাকা করা যেতে পারে। বর্তমানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ ৩০ লাখ এবং যৌথ নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যায়। আর পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৫০ লাখ এবং পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যায়।

সঞ্চয় অধিদপ্তর যেসব সঞ্চয় স্কিমে যুগ্ম বিনিয়োগের সুযোগ আছে তা রহিত করে কেবল একক নামে বিনিয়োগের সুযোগ দেওয়ারও প্রস্তাব করেছে। তা ছাড়া সঞ্চয়পত্রে সব ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও নাবালকের নামে কেনার সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে।

সঞ্চয়পত্রের যেকোনো স্কিমে বিনিয়োগকারীর আয়ের উৎস জানানোর বিধান চালুরও প্রস্তাব দিয়েছে সঞ্চয় অধিদপ্তর। একই সঙ্গে নারী, প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য পরিবার সঞ্চয়পত্রে অনধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা আরো বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। বর্তমানে পরিবার সঞ্চয়পত্রের মুনাফা তুলনামূলক বেশি ১১.৫২ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা ১১.২৮ শতাংশ, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফা ১১.০৪ শতাংশ ও পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা ১১.৭৬ শতাংশ। ২০১৫ সালের ২৩ মের পর থেকে এ হার কার্যকর আছে। এর আগে সঞ্চয়পত্রের মুনাফা ছিল ১৩ শতাংশেরও বেশি। বর্তমানে ব্যাংক আমানতের গড় সুদ ৪.৯৭ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকার সামাজিক সুরক্ষার কথা চিন্তা করে সঞ্চয়পত্রের মুনাফা কমাতে রাজি নয়। তবে সঞ্চয়পত্রে প্রকৃত বিনিয়োগ আনার জন্য এ খাতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা কমিয়ে আনার জন্য আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ