ডাচ বাংলা ব্যাংকের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এএ+’

dutch-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-১।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রহিমা ফুডের ১৯ টাকার শেয়ার ১৩৬ টাকায় হাতবদল

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড লিমিটেড গত কয়েকদিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই বলে জানিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ১০ কার্যদিবসে রহিমা ফুডের শেয়ারের দর বেড়েই চলেছে। গত ৩০ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০৬ টাকা। এরপর টানা এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১৪ জুন ১৩৬ টাকা দাঁড়িয়েছে।

২০১৫ সালের ৫ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৯ টাকা। এরপর টানা এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১৯ মে ২৮ টাকা ৮০ পয়সায় গিয়ে দাঁড়ায়। এহিসাবে শেয়ারটির দর ২ বছরে বেড়েছে প্রায় ৭গুণ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ