ফাস ফাইন্যান্স ‘এ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

fas-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ‘এ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্র মতে, আগামী ১৮ জুন থেকে কোম্পানিটি উভয় শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ট্রাষ্ট ব্যাংকের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এএ২’

trust-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাষ্ট ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

তিন লাখ শেয়ার বিক্রয় করবেন ব্যাংক উদ্দ্যোক্তা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মিসেস ইয়াসমিন হক নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তার হাতে থাকা ৩ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকের মোট ২১ লাখ ৯১ হাজার ৩৪৫ টি শেয়ার রয়েছে।

এই উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

উত্তরা ব্যাংকের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এএ৩’

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ৩’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

আমানতের ওপর বাড়তি আবগারি শুল্ক ‘মরার ওপর খাড়ার ঘা’

matiaনিজস্ব প্রতিবেদক :

ব্যাংক আমানতের ওপর বাজেটে প্রস্তাবিত বাড়তি আবগারি শুল্ক ও সঞ্চয়পত্রের সুদ কমানোর প্রস্তাব ‘মরার ওপর খাড়ার ঘা’ বলে সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী এ সমালোচনা করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘‘ব্যাংক আমানতে বাড়তি আবগারি শুল্ক থেকে সরকার কত পাবে? আয় আসবে ২০০ কোটি টাকার মতো। এরজন্য বিপুল লোকের আয় কমিয়ে দেব? ব্যাংকের সুদ নিম্ন পর্যায়ে, ব্যাংক সার্ভিস চার্জ কাটে। এরমধ্যে এই আবগারি শুল্ক হবে ‘মরার উপর খাঁড়ার ঘা’। এটাতো মহারানি ভিক্টোরিয়ার আমলের টাকা না। যে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবো।’’

অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কৃষিমন্ত্রী বলেন, ‘পুরো প্রস্তাব প্রত্যাহার করে নিলে ক্ষতি হবে ৩৫৫ কোটি টাকা। এটা আমাদের বাজেটের জন্য পি-নাট (খুবই ক্ষুদ্র বিষয়)। সেখানে কেন উনি (অর্থমন্ত্রী) হাত দিচ্ছেন?’

বাজেট আলোচনায় সঞ্চয়পত্রে সুদের হার কমানোর বিরোধিতা করে মতিয়া চৌধুরী বলেন, ‘সঞ্চয়পত্রের ওপর সুদ কমানো ঠিক হবে না। ১০ শতাংশ সুদ ধরলে হয়তো হবে এক হাজার কোটি টাকা। এর সুবিধা পাবে লাখ লাখ লোক। যাদের জন্য কোনও সামাজিক নিরাপত্তা প্রকল্প নেই। তারা ট্রাকের সামনে দাঁড়াতে পারেন না, হাত পাততে পারেন না। এদের অনেকে সিনিয়র সিটিজেন। নানা শ্রেণি পেশার মানুষ। আমরা অনেক শ্রেণির মানুষকে ভর্তুকি দেই যারা প্রাপ্য নয়। তারচেয়ে বড় কথা ঋণ খেলাপিদের বিশাল বোঝা নিতে পারলে আমরা কেন মধ্যবিত্ত, নিম্নবিত্তের সামান্য বোঝা নেব না। প্রব্লেম একটাই, এদের প্রেসার গ্রুপ নাই, থাকলে লেজ গুটায়ে মেনে নেওয়া হতো।’

ব্যাংকের কাছ থেকে বা বিদেশি ঋণের চেয়ে সঞ্চয়পত্রের ঋণ ভালো ও সহজ বলেও মন্তব্য করেন মতিয়া চৌধুরী।

চালের দাম বাড়ার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘মোটা চালের দাম বাড়লে কৃষক দাম পাবে। আমরা কৃষককে বাধ্য করতে পারি না। আবার চালের দাম রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়। তাই ঝুঁকি নিয়ে ব্যালেন্স করে আগাতে হচ্ছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. প্যারামাউন্ট টেক্সটাইল
  2. বিডি ফাইন্যান্স
  3. এ্যাপোলো ইস্পাত
  4. নূরানি ডায়িং
  5. সাইফ পাওয়ারটেক
  6. আর্গন ডেনিমস
  7. বিডিকম অনলাইন
  8. লংকাবাংলা ফাইন্যান্স
  9. কেয়া কসমেটিকস
  10. ইউসিবি।

সূচকের সামান্য উত্থানে লেনদেন পতন

dse cseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন আগের দিনের চেয়ে পতন হয়েছে। তবে এদিন মূল্য সূচক সামান্য উত্থান ছিল। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ডিএসইতে ৫৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৫৪৭ কোটি ২৫ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, এ্যাপোলো ইস্পাত, নূরানি ডায়িং, সাইফ পাওয়ারটেক, আর্গন ডেনিমস, বিডিকম অনলাইন, লংকাবাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস ও ইউসিবি।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার এই লেনদেন ৩৫ কোটি ৩৩ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীন ফোন ও বেক্স ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

বিডি ফাইন্যান্সের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এ’ ও স্বল্প মেয়াদি এসটি-৩

bd finaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিশল)। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এ’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-৩।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রিশল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শাইনপুকুর সিরামিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

shine-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৩১ মে শেয়ারটির দর ছিল ১২ টাকা।যা গতকাল ১৪ জুলাই ১৫.৯০ টাকায় দাঁড়িয়েছে। এসময় কোম্পানিটির দর উঠানামা করে। শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে শাইনপুকুর সিরামিকসের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

লাফার্জ সুরমার অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত অর্থবছরের এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

৩১ মে পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩০ পয়সা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৬৬ টাকা।

অন্তবর্তীকালীন লভ্যাংশের জন্য আগামী ১০ জুলাই কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস