কেয়া কসমেটিকসের ৯ মাসের ইপিএস বেড়েছে ২৮ পয়সা

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির আয় গত বছরের তুলনায় বেড়েছে ৬৩ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরে প্রথম ৯ মাসের (জুলাই ‘১৬ থেকে মার্চ ’১৭) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কেয়া কসমেটিকসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা । যা গত বছরের একই সময়ে ছিল ১.২২ টাকা। এই ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৮ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ’১৭ থেকে মার্চ ’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ । যা গত বছরের একই সময়ে ছিল ৫১।

স্টকমার্কেটবিডি.কম/

অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব দিয়েছে গ্রামীণফোন

gramnনিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরে মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন সর্বোচ্চ রাজস্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলে প্রতিমন্ত্রী।

সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ জুন পর্যন্ত সময়ে মোট ৮৫৫ কোটি এক লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে গ্রামীণফোন সর্বোচ্চ ৪৩০ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব দিয়েছে। গত অর্থবছরে (২০১৫-২০১৬) প্রতিষ্ঠানটি রাজস্ব দিয়েছিল ৫২৮ কোটি ৮৪ লাখ টাকা।

একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে জানান, চলতি অর্থবছরে রবি আজিয়াটা লিমিটেড ২২১ কোটি ৭০ লাখ টাকা, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ১৬১ কোটি ৩৬ লাখ টাকা, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১৪ কোটি ৮৬ লাখ টাকা, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ১১ কোটি চার লাখ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ১৫ কোটি ছয় লাখ টাকা রাজস্ব দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চাল আমদানি শুল্ক ২৮% থেকে কমিয়ে ১০% করার সিদ্ধান্ত

riceনিজস্ব প্রতিবেদক :

চালের ওপর আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা অনুযায়ী এটা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আজকালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তখন কেজি প্রতি চালের দাম কমবে কমপক্ষে ৬ টাকা।’

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে চালের কোনও সংকট নেই। কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। কিন্তু কয়েকজন বড় ব্যবসায়ী আমাদের সহযোগিতা করেননি। বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে।’

উল্লেখ্য, চাল আমদানির ক্ষেত্রে ২৮ শতাংশের মধ্যে ১০ শতাংশ ছিল আমদানি শুল্ক, ১৫ শতাংশ দেশীয় শিল্প রক্ষায় রেগুলেটরি শুল্ক এবং ৩ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিভিও পেট্রোর ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্র মতে, আগামী ২১ জুন থেকে কোম্পানিটি উভয় শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

উল্লেখ্য, কোম্পানিটি গতকাল ১৯ জুন হতে আবারো উৎপাদন কার্যক্রম চালু করেছে। এর আগে কাঁচামাল সংগ্রহে জটিলতার জন্য কিছুদিন কোম্পানির কারখানার উৎপাদন বন্ধ রাখে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

প্রস্তাবিত বাজেটে আশা দীর্ঘ, আশ্বাস সংক্ষিপ্ত: বিশ্বব্যাংক

worldনিজস্ব প্রতিবেদক :

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে আশা দীর্ঘ ও আশ্বাস সংক্ষিপ্ত বলে মনে করছে বিশ্বব্যাংক। মঙ্গলবার আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট বিষয়ে এ প্রতিক্রিয়া দেয় বিশ্বব্যাংক।

সংবাদ সম্মেলনে বিশ্বাব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘এবারের প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। এ লক্ষ্য পূরণে যে ধরনের সংস্কার বা পদক্ষেপ দরকার ছিল বাজেটে তা উল্লেখ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত বাজেটে নতুন কোনও চমক নেই। সব কিছুই গতাণুগতিক। অথচ প্রতিবছরই উচ্চাভিলাসী বাজেট দেওয়া হচ্ছে। কিন্তু সংস্কার পদক্ষেপ না থাকায় বাজেটে লক্ষ্য বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। বাজেটে বিভিন্ন খাতের সংস্কার, অবকাঠামো, ব্যক্তি বিনিয়োগের বিষয়ে কোনও পরিস্কার নির্দেশনা নেই।’

আগামী অর্থবছরের জন্য বাজেটে ৫টি চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নে বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে, ব্যাংক খাতে সুশাসন ও তদারকি বাড়ানো, খেলাপি ঋণের ঝুঁকি কমানো, আন্তর্জাতিক বাজারের সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয় করা, সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয় করা, বাজারের সঙ্গে মুদ্রা বিনিময় হার সমন্বয় করা, চালের দাম নিয়ন্ত্রণ এবং রেমিট্যান্স খাতের উন্নয়ন।’

জাহিদ হোসেন বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে প্রকল্প বাস্তবায়ন ব্যয় অনেক বেশি। এর প্রধান কারণ টেন্ডার প্রতিযোগিতা অনেক কম। তাই সরকারের উচিত ৮০ শতাংশ ই-টেন্ডার করা। এটা করতে পারলে টেন্ডারে প্রতিযোগিতা বাড়বে এবং প্রকল্প বাস্তবায়ন খরচ কমবে।’

রাজস্ব আহরণের জন্য নতুন ভ্যাট আইন সঠিকভাবে বাস্তবায়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘এই আইন যদি বাস্তবায়ন হয়, তবে নিম্ন আয়ের মানুষের ওপর প্রভাব পড়বে না। কারণ তাদের মৌলিক পণ্যের ওপর কর অব্যাহতি রয়েছে। ভ্যাট আইন আগেও ছিল, এখনও আছে। এটার সঠিক বাস্তবায়নই মূল কথা। এটা বাস্তবায়ন হলে মূদ্রাস্ফীতি বাড়বে না, বরং বাজেটে বাস্তবায়ন সক্ষমতা বাড়বে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি চিমিও ফান, বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ শেখ তানজিব ইসলাম, অ্যানালিস্ট সাবিহা সুবহা মোহনা প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. রিজেন্ট টেক্সটাইল
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. আর্গন ডেনিমস
  5. নূরানি ডায়িং
  6. আমরা টেকনোলজিস
  7. ব্র্যাক ব্যাংক
  8. বেক্স ফার্মা
  9. বিডিকম অনলাইন
  10. বেক্সিমকো লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের সাথে বেড়েছে দিনের লেনদেনের পরিমাণ। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের শেষে ডিএসইতে ৬৪৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ৫৪০ কোটি ৮৮ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৬.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – রিজেন্ট টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিমস, নূরানি ডায়িং, আমরা টেকনোলজিস, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, বিডিকম অনলাইন ও বেক্সিমকো লিমিটেড।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ৫১ কোটি ৪৩লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও বেক্সফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

১৯ কোটি টাকার বানিজ্যিক স্পেস কিনবে জেনারেশন নেক্সট

generation-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ঢাকায় বানিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

উত্তর বাড্ডায় পার্ল ট্রেড সেন্টারে এই স্পেস কিনবে কোম্পানিটি। ১০,৫১০ বর্গফুটের এই স্পেসের দাম পড়বে ১৮,৯১,৮০,০০০ টাকা।

এই জমিটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

পূবালী ব্যাংকের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এএ’

pubali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ’।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

পাবলিক পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

Asia-Pac-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পাবলিক পরিচালক ৭ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াহিদা পারভিন হ্যাপী নামে কোম্পানিটির এই পরিচালকের হাতে থাকা ৭,৮০,৬৬০ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে বিমাটির মোট ১৫ লাখ ৮০ হাজার ৬৬০টি শেয়ার রয়েছে।

এই উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া