সাভার রিফ্রাক্টরিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

high indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাভার রিফ্রাক্টরিজে লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ জুন শেয়ারটির দর ছিল ৪৯.১০ টাকা। যা গতকাল ১৯ জুলাই ৭২.৭০ টাকায় দাঁড়িয়েছে। এসময় কোম্পানিটির দর টানা বেড়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে সাভার রেফ্রিজারেটরের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর