শুল্ক কমায় চালের দাম কেজিতে ছয় টাকা দাম কমবে : বাণিজ্য মন্ত্রী

tofailনিজস্ব প্রতিবেদক :

চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘মিল মালিকরা বাজারে চাল ছাড়ছেন না। আমরা শুল্ক কমিয়েছি। পার কেজি ছয় টাকা দাম কমবে। এটা স্বাভাবিক হয়ে যাবে।’

২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় তিনি এসব কথা বলেন। গত কয়েকদিন ধরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুর মাল আবদুল মুহিতের সমালোচনা হচ্ছে। তবে এবার তার সমালোচনার জবাব দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধাবর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় সিনিয়র সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ বলেন, ‘যে ভাষায় আপনারা সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন, আমি ব্যক্তিগতভাবে এই ভাষা আশা করি না।’

জাতীয় পার্টির দুই জ্যেষ্ঠ সদস্য জিয়াউদ্দিন বাবলু ও কাজী ফিরোজ রশীদ অর্থমন্ত্রীর বয়স নিয়ে সমালোচনা করেছেন। এমনকি তার পদত্যাগও দাবি করেন তারা। এছাড়া বাজেট আলোচনায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও ব্যাংক আমানতের ওপর বাড়তি আবগারি শুল্ক ও নতুন ভ্যাট আইন নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেন।

মন্ত্রীদের বাজেট নিয়ে সমালোচনার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন। এই বাজেট কেবিনেট অনুমোদিত। কথা থাকলে কেবিনেটই সঠিক জায়গা (প্রপার প্লেস)।’

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যদি কোনও সমস্যা থাকে তবে তিনি সেগুলো দেখবেন। আলোচনা অবশ্যই করবেন। বাজেট কি সব শুধু নেগেটিভ, এর পজেটিভ নেই?’

ভ্যাট প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজেট সবার, অর্থমন্ত্রী মুখপাত্র। আপনারা আলোচনা করবেন প্রস্তাব নিয়ে। ভ্যাট নিয়ে যে আলোচনা হচ্ছে, আশা করছি এমনভাবে করা হবে সব নিরসন হবে। এই সরকার ব্যবসাবান্ধব।’

স্টকমার্কেটবিডি.কম/এ

বর্তমানে জাতীয় গ্রিডে ১৩ হাজার ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ : সংসদে প্রধানমন্ত্রী

pm..নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত (১৯৭২-২০১৭) বিভিন্ন সরকারের আমলে দেশে মোট ১৩ হাজার ৫৯৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন। তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে কিছু পুরনো কেন্দ্র বিভিন্ন সময়ে অবসরে যাওয়ায় বর্তমানে জাতীয় গ্রিডে ১৩ হাজার ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। বিদ্যুতের স্থাপিত ক্ষমতা বর্তমানে ক্যাপটিভসহ ১৫ হাজার ৩৫১ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

বুধবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসহ অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে ৯ হাজার ৫৪৮ এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের দুই আমলে ১ হাজার ৮২৮ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, ১৯৭২-১৯৮১ সালে ২৮৬ মেগাওয়াট, ১৯৮২-১৯৯০ সালে ১ হাজার ৫৮৮ মেগাওয়াট, ১৯৯১ সালের মার্চ-১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ৫৮৮ মেগাওয়াট, ১৯৯৬ সালের জুন থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ২০৮ মেগাওয়াট, ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত ১ হাজার ২৪০ মেগাওয়াট, ২০০৬ সালের অক্টোবর থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪৬ মেগাওয়াট এবং ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের মে পর্যন্ত ৮ হাজার ৩৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে গৃহীত পরিকল্পনার অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে সরকারি খাতে ৬ হাজার ৭০৭ মেগাওয়াট ক্ষমতার ১৬টি এবং বেসরকারি খাতে ৪ হাজার ৬৫৬ মেগাওয়াট ক্ষমতার ১৮টি বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ১১ হাজার ৩৬৩ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রসমূহ ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে বলে আশা করা যায়।

তিনি বলেন, সরকারি খাতে ২ হাজার ৭৩ মেগাওয়াট ক্ষমতার ৮টি এবং বেসরকারি খাতে ২ হাজার ৮৪৪ মেগাওয়াট ক্ষমতার ২৬টি বিদ্যুৎ কেন্দ্রসহ সর্বমোট ৪ হাজার ৯১৭ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

শেখ হাসিনা বলেন, সরকারি খাতে ৬ হাজার ৪১৫ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। আগামী জুলাই ২০১৮ নাগাদ ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কার্যক্রম চলছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হতে ২০২৩ সালের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট এবং ২০২৪ সালের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সরকার দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নে সরকার প্রধান বলেন,প্রতি বছর ২ লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং প্রতি ১০ লাখ মানুষের জন্য মাত্র একজন ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছে।

সরকার দলের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোট সদস্য ২৮ লাখ ৪৭ হাজার।

সরকার দলের কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ২৪ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিবিএস ক্যাবলসের আইপিও আবেদনের লটারি ২২ জুন

bbsনিজস্ব প্রতিবেদক :

বিবিএস ক্যাবলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্র আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি জানায়, এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় মোট চাহিদার ৪৮ গুণ। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয় গত ২৩ মে। এরপর আগামী ৪ জুন পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করে।

গত ১৩ এপ্রিল কমিশনের ৬০২তম সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে মোট ২০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে বেনকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেনট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৩০ জুন ২০১৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৬ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৬ টাকা ৭৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

প্রগতি লাইফের দুটি বোর্ড সভা পূন: আহবান

progoti lস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্থগিত করা দুইটি বোর্ড আবারো আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা ২৯ জুন বেলা ২ টা ৩০ মিনিটে কারওয়ানবাজারে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এর আগে এসব বোর্ড সভা আগামী ১৪ জুন আহবান করা হলেও তা পিছিয়ে ১৯ জুন করা হয়। পরে সেটা স্থগিত করে পরিচালনা বোর্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, আরেকটি বোর্ড সভায় বিমার সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

  1. রিজেন্ট টেক্সটাইল
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. ইফাদ অটোস
  4. সিটি ব্যাংক
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. বিডিকম অনলাইন
  7. বেক্স ফার্মা
  8. ইসলামিক ফাইন্যান্স
  9. আমরা টেকনোলজিস
  10. নূরানি ডায়িং।

ডিএসইতে লেনদেন ও সূচকের উত্থান : সিএসইর লেনদেন পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচক ও দিনের লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমলেও সূচকের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ডিএসইতে ৭০০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৬৪৪ কোটি ৭৪ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪০.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৬৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – রিজেন্ট টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস, সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডিকম অনলাইন, বেক্স ফার্মা, ইসলামিক ফাইন্যান্স, আমরা টেকনোলজিস ও নূরানি ডায়িং।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৪৮ কোটি ২৩ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আল আরাফাহ ব্যাংক ও আইডিএলসি।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

বিডি ওয়েল্ডিংয়ের দর বাড়ার কারণ নেই

bdweldinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্টোডেস লিমিটেড সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৮ মে কোম্পানির শেয়ারের দর ছিল ১২.৯০ টাকা। যা গতকাল ২০ জুন দর বেড়ে দাঁড়িয়েছে ১৮.৯০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামাও করেছে।

ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় বিডি ওয়েল্ডিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংক এশিয়ার সাত লাখ শেয়ার ক্রয়

asia.smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আনিসুর রহমান নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তা এ সব শেয়ার ক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের লোকসান কমেছে

high indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির লোকসান কমেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৭০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১.৮৬ টাকা। এ হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির লোকসান কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১‌.৪৫ টাকা। যা ২০১৬ সালের ৩১ মার্চ ছিল ৮.০৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম