ঈদের ছুটির পর লেনদেন শুরু

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ থাকার পর আজ বুধবার থেকে চালু হচ্ছে দেশের দুই শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ঈদুল ফিতর উপলক্ষে গত ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন বন্ধ ছিল। তবে এর আগে ২৩ ও ২৪ জুন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ওই দুইদিনও দেশের দুই লেনদেন বন্ধ ছিল। সরকারী ছুটির বিধি মোতাবেক ৫ দিন বন্ধ ছিল শেয়ারবাজার।

আজ ২৮ জুন তারিখে আবারও নিয়মিতভাবে ডিএসই ও সিএসইতে কর্মদিবস শুরু হয়। একই সঙ্গে লেনদেনের সকাল সাড়ে ১০ টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া