ছায়েদুর রহমানের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছে বিএমবিএ

BMBA_Logoনিজস্ব প্রতিবেদক :

অভিজ্ঞতা অর্জনের জন্য সভাপতি মো. ছায়েদুর রহমানের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) একটি প্রতিনিধি দল।

দলটি আগামী ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ভারতের শেয়ারবাজার সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এই সফরে বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

দলটি ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই), ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই), বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই), ন্যাশনাল ইন্সটিটিউট অব সিকিউরিটিজ মার্কেটস (এনআইএসএম) এবং অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট ব্যাংকার্স অব ইন্ডিয়া (এআইবিআই) পরিদর্শন করবে।

ভারতীয় শেয়ারবাজার নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কীভাবে বাজার উন্নয়নে কাজ করছে, বর্তমান বাজারে তাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও ভবিষ্যত কর্মপন্থা যাচাই-বাছাই করে দেখবে প্রতিনিধি দলটি।

দলের অন্য সদস্যদের মধ্যে আছেন সংগঠনের সহ-সভাপতি এম মোশারফ হোসেন, মহাসচিব খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার কায়েশ হাসান, নির্বাহী সদস্য রিয়াদ মতিন, তাহিদ এ চৌধুরী ও মোহাম্মদ আহসান উল্লাহ।

ডেল্টা ‌লাইফের নগদ লভ্যাংশ বিওতে জমা

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্স‌্যুরেন্স খাতের কোম্পানি ডেল্টা ‌ লাইফ ইন্স‌্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত লভ্যাংশ বাংলােদশ ইলেকট্রনিক ফান্ডস  ট্যান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ডেলটা লাইফ ইন্স‌্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১১ জুন অনুষ্ঠিত হয়েছে ।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

কে এন্ড কিউয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

knqস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৪ জুলাই শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫৬.৩০ টাকা। গতকাল ৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৭০.৫০ টাকায়। এ সময় কোম্পানিটির দর টানা ১৪.২০ টাকা অর্থ্যাৎ ২৫.২২ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় কে এন্ড কিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

মেঘনা কনডেন্স মিল্কের দর বাড়ার তথ্য নেই

Meghna-Condencedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৪ জুলাই শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০.৪০ টাকা। গতকাল ৪ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১২.৮০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ২.৪০ টাকা অর্থ্যাৎ ২৩.০৭ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

আইডিএলসির ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস