রাজস্ব আদায়ে ঘাটতি হতে পারে ৪৩ থেকে ৫৫ হাজার কোটি টাকা : সিপিডি

cpdনিজস্ব প্রতিবেদক :

ভ্যাট আইন কার্যকর না হওয়া ও সামগ্রিক প্রেক্ষাপটে চলতি অর্থবছরে ৪৩ থেকে ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে ঘাটতি হতে পারে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সোমবার (১০ জুলাই) মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা বলেন সিপিডির সম্মানিত বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

সংবাদ সম্মেলনে দেবপ্রিয় বলেন, ‘ভ্যাট আইন কার্যকর না হওয়ায় রাজস্ব আদায়ে ঘাটতি হবে। আর নির্বাচনি ডামাডোলে যেন ভ্যাট আইনের প্রস্তুতি হারিয়ে না যায়।’ আইন সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা না থাকায় ব্যাংকে লুটপাট হচ্ছে বলেও এসময় মন্তব্য করেন তিনি। একইসঙ্গে চালের ওপর আমদামি শুল্ক পুরোপুরি তুলে দেওয়ার আহ্বানও জানান দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক তৌফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম, আনিসাতুল ফাতেমা ইউসুফ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। দুপুর দুটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ১৩ কোটি ৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৬৩ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৭৪৫ টাকার শেয়ার। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৮২৪ দশমিক ৫৬ পয়েন্টে উন্নীত হয়। ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে ২ হাজার ১২২ দশমিক শূন্য ১ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৫ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৯ দশমিক ৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস। ডিএসইতে লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে এ সময়ে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির বাজারদর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৯৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯১৭ দশমিক ১১ পয়েন্টে উন্নীত হয়। আর ৫৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৯ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত ছিল ১৬টির দর।

 

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/বি

‘ডেসটিনির এমডি-চেয়ারম্যান জামিনে গেলে খুঁজে পাওয়া যাবে না’

courtনিজস্ব প্রতিবেদক :

ডেসটিনির এমডি ও চেয়ারম্যান একবার জামিনে গেলে তাদের খুঁজে পাওয়া যাবে না বলে এ সংক্রান্ত শুনানিতে মন্তব্য করেছেন আপিল বিভাগ।

সোমবার এ সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার জামিন আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ কথা বলেন।

ডেসটিনির আইনজীবীর উদ্দেশে আপিল বিভাগ বলেন, ‘ডেসটিনির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। ডেসটিনির চেয়ারম্যান ও এমডি জামিনে একবার কারাগারের বাইরে গেলে তারা এক টাকা জমা দেবে না। এমনকি জামিনে একবার গেলে তাদের খুঁজে পাওয়া যাবে না।’

পরে আপিল বিভাগ আদেশে ডেসটিনির ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ দিয়ে আগামী রোববার এ সংক্রান্ত শুনানির জন্য ফের দিন ধার্য করেন।

আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

গত বছরের ১৩ নভেম্বর ডেসটিনি গ্রুপের বৃক্ষ রোপণ প্রকল্পের ৩৫ লাখ গাছ ৬ সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

স্টকমার্কেটবিডি.কম/

রেকর্ড ডেটের জন্য দুটি কোম্পানির লেনদেন বন্ধ আজ

trade suspended logo mmস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে বিমাখাতের খাতের তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিমেন্ট খাতের কোম্পানি লার্ফাজ সুরমা সিমেন্ট লিমিটেডের লেনদেন আজ সোমবার বন্ধ রয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ সোমবার কোম্পানি দুটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় কোম্পানিগুলোর লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি দুটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

কেয়া কসমেটিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালকিাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের  সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১১ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৪  টাকা। গত ৭ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৭.৮০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ৩.৮০ টাকা অর্থ্যাৎ ২৭.১৪ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় কেয়া কসমেটিকস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

বিলম্বিত এজিএম : ওয়েস্টার্ন মেরিনের শুনানি হয়নি

courtনিজস্ব প্রতিবেদক :

মামলার ক্রমিক নম্বর অনেক পেছনে থাকায় গতকাল উচ্চ আদালতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের বিলম্বিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) ব্যাপারে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

তবে আইনজীবী সূত্রে জানা গেছে, আদালতের কার্যতালিকার ক্রমানুসারে দ্রুতই এ শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি বিষয়ে ওয়েস্টার্ন মেরিনের কোম্পানি সচিব শাহাদাত হোসেন বলেন, রবি আমাদের শুনানির সিরিয়াল নম্বর ছিল ১৫৬। কিন্তু দিনের নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সিরিয়াল আসেনি। এ কারণে আমরা কার্যতালিকা অনুসারে শুনানির জন্য অপেক্ষা করছি। এ দফার শুনানিতেই উভয় হিসাব বছরের এজিএমের অনুমতি পাওয়ার আশা করছেন আমাদের আইনজীবী। তবে এ মুহূর্তে বিষয়টি কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব নয়।

উল্লেখ্য, কোম্পানি আইন ১৯৯৪-এর ধারা ৮১ ও ৮৫-এর (৩) অনুসারে, বিলম্বিত এজিএমের অনুমতি চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিল ওয়েস্টার্ন মেরিন। এর পরিপ্রেক্ষিতে ৮ মে শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। তবে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী তারিখ ছিল গতকাল (৯ জুলাই)।

স্টকমার্কেটবিডি.কম/

এএমসি লিমিটেডের সাথে সাবসিডিয়ারিতে আগ্রহী প্রভাতী

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমাখাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এএমসি লিমিটেডের সাথে নতুন সাবসিডিয়ারি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, এএমসি লি.’র সহায়তায় প্রভাতী পৃথকভাবে মিচ্যুয়াল ফান্ড বিধিমালা ২০০১, বিকল্প বিনিয়ােগ বিধিমালা ২০১৫ অনুসরণ করে একটি মিচ্যুয়াল ফান্ড ও বিকল্প বিনিয়োগ ফান্ড গড়ে তুলবে।

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) লিমিটেড ফান্ড ব্যবস্থাপনা কোম্পানি হিসাবে কাজ করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাদের অনুমোদন সাপেক্ষে সাবসিডিয়ারি করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/জিএম

গ্রামীণেফানের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

grameenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগােযাগ খাতের কোম্পানি গ্রামীণেফান লিমিটেডের বোর্ড সভা আগামী ১২ জুলাই আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

টেলিযোগােযাগ খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ২টা ৩৫ মিনিটে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস