বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

bifcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আর্থিক খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৪টায় নিজস্ব করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪২৬  কোটি ৮ লাখ টাকার শেয়ার। আর  একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। দুই স্টক এক্সচেঞ্জেই শেয়ারের দর স্বাভাবিক রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত   দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৫৪ পয়েন্ট বেড়ে ৫ ,৭৯৩ পয়েন্টে অবস্থান করছে । স্টক ডিএসই-৩০ সূচক ৩০ ৪.৪৪ পয়েন্ট বেড়ে ১৩২১ পয়েন্টে অবস্থান করছে । আর আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪ বেড়ে ২১২০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৪২৬  কোটি ৮ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারএ সময়ে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত ছিল ৫৯টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭.২১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৭১টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/বি

তুং হাই নিটিং এন্ড ডায়িংয়ের দর বাড়ার তথ্য নেই

Tung-Hai-Knitting-Dyeing-Limitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি তুং হাই নিটিং এন্ড ডায়িং লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১২ জুলাই শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৪.২০ টাকা। গতকাল ১২ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৭.৮০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ৩.৬০ টাকা অর্থ্যাৎ ২৫.৩৫ শতাংশ বেড়েছে।

তবে কোম্পানিটির ধারণা, কোম্পানিটি আইপিও’র আগে লককৃত শেয়ারগুলো গত ৯ এপ্রিল লক ফ্রি হয়ে যাওয়ার কারণে কোম্পানির লেনদেনের পরিমাণ বাড়তে পারে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় তুং হাই নিটিং এন্ড ডায়িং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

পেনিনসুলা সাধারণ বিমা ফান্ডের সাবস্ক্রিপশন শুরু আজ

peni MFস্টকমার্কেট ডেস্ক :

সদ্য অনুমোদন পাওয়া পেনিনসুলা সাধারণ বিমা করপোরেশন ফান্ড ওয়ানের পাবলিক সাবস্ক্রিপশন আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ফান্ড ব্যবস্থাপক সূত্র এ তথ্য জানায়।

মিউচ্যুয়াল ফান্ডটির উদ্দ্যোক্তা হিসেবে রয়েছে সাধারণ বিমা করপোরেশন। আর ট্রাস্ট্রি ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

পেনিনসুলা সাধারণ বিমা করপোরেশন ফান্ড ওয়ানের সম্পদ ব্যবস্থাপক হিসাবে পেনিনসুলা এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কাজ করছে।

এছাড়া কাস্টোডিয়ান হিসাবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

২০ কোটি টাকার এই মিউচ্যুয়াল ফান্ডটির বিক্রয় এজেন্টস সাধারণ বিমা করপোরেশন, ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ড্রাগন সিকিউরিটিজ লি., আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এনএলআই সিকিউরিটিজ লিমিটেড।

সম্প্রতি পাবলিক সাবস্ক্রিপশনের সংক্ষিপ্ত বিবরণী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ১০৫ শতাংশ

gramn

স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১০৫ শতাংশ হারে নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। অথ্যাৱ একজন শেয়ারহোল্ডার ১০ টাকার শেয়ারে লভ্যাংশ পাবেন সাড়ে ১০ টাকা।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৭ পর্যন্ত ছয় মাসের এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

চলতি ২০১৭ জানুয়ারি- জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাড়িয়েছ ২৬. ৫৯ টাকা পয়সা। যা গত বছর ২০১৬ সালের এই সময়ে ছিল ২৪. ৭৪  টাকা।  জানুয়ারি-জুন ২০১৭ কোম্পানির শেয়ার প্রতি আয় ১০.৭২ টাকা। যা গত বছর ২০১৬ সালের এই সময়ে ছিল ৭.৯২ টাকা ।

একই সময় কোম্পানির এনওসিএফপিএস ২৩ .২৩ টাকা। যা গত বছর ২০১৬ সালের এই সময়ে ছিল ১৩.৫৬ টাকা ।

অন্তবর্তীকালীন লভ্যাংশের জন্য আগামী ২ আগস্ট কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

উল্লেখ্য, এই লভ্যাংশ ঘোষণার পর আজ (১৩.০৭.২০১৭) শেয়ারের লেনদেনের  কোনাে মূল্যসীমা থাকবে না।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

নবায়ন না করায় সোয়া লাখ বিও হিসাব বন্ধ করলো সিডিবিএল

cdblবিশেষ প্রতিবেদক :

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে নবায়ন না করায় শেয়ারবাজারে শেয়ার লেনদেনের সোয়া লাখ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ করেছে ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। ৩০ জুন হিসাব বছর শেষে সিডিবিএলের হালনাগাদ তথ্যে দেখা গেছে, এক লাখ ৩২ হাজার ২৩৯টি বিও হিসাব বন্ধ করা হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরের শেষ দিনে বিও হিসাব ছিল ২৯ লাখ ২৭ হাজার ৭৬০টি। তবে ১২ জুলাই সেই হিসাব দাঁড়িয়েছে ২৭ লাখ ৯৫ হাজার ৫২১টি। সেই হিসাবে ৩০ জুন পর্যন্ত বেঁধে দেওয়া সময়ে নবায়ন না করায় এক লাখ ৩২ হাজার ২৩৯টি বিও বন্ধ হয়েছে। তবে যেসব বিও হিসাবে শেয়ার রয়েছে, সেসব বিও পুনরায় ফি দিলে সচল হবে।

উল্লেখ্য, প্রতিবার ৩০ জুন পর্যন্ত বিও নবায়নের সময় নির্ধারণ করা হয়। এ বছর ঈদের কারণে ১০ জুলাই পর্যন্ত বিও হিসাব নবায়ন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য বছরের চেয়ে বিও ফি ৫০ টাকা কমিয়ে ৪৫০ টাকা নির্ধারণ করে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিও নির্ধারণ ফি ছিল ৫০০ টাকা।

বিনিয়োগকারীদের স্বার্থে এই ফি কমিয়েছে কমিশন। এর মধ্যে সিডিবিএল চার্জ ১০০ টাকা (যা আগে ছিল ১৫০ টাকা), হিসাব পরিচালনাকারী ব্রোকারেজ হাউস ১০০ টাকা, বিএসইসি ৫০ টাকা ও সরকারি কোষাগারে ২০০ টাকা জমা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ