চলতি সপ্তাহে ২টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

গত ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে।  কোম্পানিগুলো হলো : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল লাইফ :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ জুলাই আহবান করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, বোর্ড সভায় দুটি কোম্পানির সর্বশেষ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের এই কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় কারওয়ান নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ ২০১৬ সালরে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

রূপালী লাইফ :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। বিমা খাতের এই কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় কাকরাইল নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

গত সপ্তাহে ৪টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

গত ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত সমাপ্ত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি বিমা, একটি টেলিযোগাযোগ  নন-ব্যাংকিং আর্থিক খাতের চারটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে।  কোম্পানিগুলো হলো : লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,  গ্রামীণফোন কোম্পানি লিমিটেড ও পিপলস লিজিং ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সন্ধানী লাইফ :

ডিএসই সূত্র জানায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি। আগামী ২৫ সেপ্টেম্বর বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২০ আগষ্ট।

উক্ত বছরে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ১.৬৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (ন্যাভ) দাঁড়িয়েছে ২১.৫৬ টাকা। আগের বছর ২০১৫ সালে বিমাটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

মেঘনা লাইফ :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্র জানায়, গত বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

আগামী ২৮ সেপ্টেম্বর বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২ আগষ্ট। আগের বছর ২০১৫ সালে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। ২০১৪ সালে এই লভ্যাংশ ছিল ১৩ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস।

গ্রামীণফোন :

টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি ১০৫ শতাংশ হারে নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। অথ্যাৱ একজন শেয়ারহোল্ডার ১০ টাকার শেয়ারে লভ্যাংশ পাবেন সাড়ে ১০ টাকা।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৭ পর্যন্ত ছয় মাসের এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

চলতি ২০১৭ জানুয়ারি- জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাড়িয়েছ ২৬. ৫৯ টাকা পয়সা। যা গত বছর ২০১৬ সালের এই সময়ে ছিল ২৪. ৭৪  টাকা।  জানুয়ারি-জুন ২০১৭ কোম্পানির শেয়ার প্রতি আয় ১০.৭২ টাকা। যা গত বছর ২০১৬ সালের এই সময়ে ছিল ৭.৯২ টাকা ।

একই সময় কোম্পানির এনওসিএফপিএস ২৩ .২৩ টাকা। যা গত বছর ২০১৬ সালের এই সময়ে ছিল ১৩.৫৬ টাকা । অন্তবর্তীকালীন লভ্যাংশের জন্য আগামী ২ আগস্ট কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

পিপলস লিজিং ফাইন্যান্স :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ট ঘোষণা করেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই ঘোষণা দিয়েছে পিপলস লিজিং। আগামী ১৯ সেপ্টেম্বর বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৭ আগষ্ট।

উক্ত বছরে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ১.৭৩ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (ন্যাভ) দাঁড়িয়েছে ১০.৮৮ টাকা। সর্বশেষ কোম্পানিটি ২০১৪ সালে এ আর্থিক কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। পরের বছর ২০১৫ সালে কোম্পানিটি নো ডিভিডেন্ট দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/মোদক

দর পতনের শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

westernস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর পতনের তালিকার শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। গত ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত সমাপ্ত সপ্তাহে জেড ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের দর কমেছে ৮. ৭৫ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১০ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের দ্বিতীয় স্থানে অবস্থান করছে টেক্সটাইল খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৫.৯১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৬ কোটি ২৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৫.৫৯ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৫ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের ৫.১২ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.০৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৮৮ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.৪৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৪২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪. ২০ শতাংশ এবং বাংলাদেশ ওয়েল্ডিংয়ের ৪.১১ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/মোদক

দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুড

fuwan

স্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর বাড়ার শীর্ষে অবস্থান করছে খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত সমাপ্ত সপ্তাহে এ ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ। এই সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ১৬ লাখ ২১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১২০ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি.। কোম্পানির দর বেড়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশ। এই সপ্তাহে ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৮৪ শতাংশ। এই সপ্তাহে কোম্পানিটির ৯৬ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই কোম্পানির প্রতিদিন গড়ে ১৯ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন মিলসে ১২.৩৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ১২.২০ শতাংশ, তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ে ১১. ৮৮ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে ১১.৭১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনে ১১.৪৩ শতাংশ, কেয়া কসমেটিকসে ১০.৯৮ শতাংশ এবং বিডি অটোকার্সে ১০.৮৯ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/মোদক

ডিএসইতে লেনদেনের শীর্ষে কেয়া কসমেটিকস

keya

স্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড। এসময়ে এ ক্যাটাগরির এই কোম্পানিটির মোট ১৮ কোটি ৫৬ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৩৪ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০. ৯৮ শতাংশ।

এই সপ্তাহে কোম্পানিটির ১৮ কোটি ৫৬ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৩৪ কোটি ৪০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি  লিমিটেডের (বেক্সিমকো লি.) শেয়ার দর ১.৪৫ শতাংশ বেড়েছে। এই সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৬৩ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৬১ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড। শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এই কোম্পানির। গত সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ২২ লাখ ৪৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১২০ কোটি ৮১ লাখ টাকা।  কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.১০ শতাংশ।

শীর্ষ ১০এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লি., কনফিডেন্স সিমেন্ট লি., ইফাদ অটোস লি., সাইফ পাওয়ারটেক লি., জেনারেশন নেক্সট ফ্যাশনস লি., ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭.০৫%

DSE LOGOস্টকমার্কেট ডেস্ক :

গত ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এর আগের সপ্তাহের তুলনায় ৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। একইসাথে  ডিএসই সব ধরনের সূচকও বেড়েছে।

ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে মোট ৫ হাজার ৬৬৯ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৮৩৯ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত সপ্তাহের থেকে লেনদেন ৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহে লেনদেন ছিল ৫ হাজার ২৯৫ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ১২৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮৫.২১ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩৪ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল ৫৭৪৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক ২0.৫৯ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৩১ পয়েন্টে । যা এর আগে সপ্তাহে ছিল ২১০৩ পয়েন্ট।
অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক ২০.০২ পয়েন্টে বা ১.৫৩ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১৩২৭ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল ১৩০৬ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহেও একই সংখ্যক কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এই সপ্তাহে কোম্পানির দর সংখ্যা কমেছে ৪৫টি। এর অাগের সপ্তাহে দর বেড়েছিল ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এ সপ্তাহে বেড়েছে ১৯৭টি কোম্পানির। এর অাগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা বেড়েছে ৪০টি।

এর অাগের সপ্তাহে দর কমেছিল ৭৬টি কোম্পানির। এ সপ্তাহে তা বেড়ে দাড়িয়েছে ১১৬টিতে এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ৪২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৩৯ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।

তবে এ সপ্তাহসহ গত দুই সপ্তাহে জি ক্যাটাগরির কোম্পানির শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/মোদক

বাংলাদেশ ও শ্রীলংকার যৌথ বাণিজ্য ও বিনিয়োগের উদ্যোগ

bd-sriস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শ্রীলংকার সফররত প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে সিরামিকস, সবজি, প্লাস্টিক পণ্য, ওষুধ, ইলেক্ট্রনিক্স পণ্য, ফুটওয়্যার, লোহা ও স্টিল রফতানির চমৎকার সম্ভাবনা রয়েছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

শ্রীলংকার প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।’ বাংলাদেশ ও শ্রীলংকা দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতিসংঘ, কমনওয়েলথ, সার্ক, বিমসটেক এবং লোরাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে দু’দেশ বিভিন্ন ইস্যুতে অভিন্ন মতামত প্রকাশ করে আসছে বলে রাষ্ট্রপতি হামিদ উল্লেখ করেন।

বাংলাদেশের তৈরি পোশাক, ব্যাংক ও সেবা খাতে বিনিয়োগ করে শ্রীলংকা সুযোগ-সুবিধা গ্রহণ করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আইসিটি, পর্যটন, মৎস্য, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ইস্যুসহ অন্যান্য ক্ষেত্রেও দু’দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা খুঁজে দেখতে পারে।’

শ্রীলংকার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে মাইলফলক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘এতে দু’দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সূচনা হবে।’

শ্রীলংকার প্রেসিডেন্ট বলেন, তার দেশ সবসময় বাংলাদেশকে পরীক্ষিত বন্ধু হিসেবে গণ্য করে। আগামী দিনগুলোতে বাংলাদেশের চমৎকার উন্নয়ন ও অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে সন্ধ্যা ৭টায় সিরিসেনা বঙ্গভবনে পৌছলে রাষ্ট্রপতি হামিদ তাকে স্বাগত জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্রীলংকার প্রেসিডেন্টের সম্মানে বঙ্গভবনের দরবার হলে ভোজসভার আয়োজন করেন। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ভোজসভায় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস