সবধরনের সূচকের সাথে কমেছে লেনদেন ও দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। এদিন সেখানে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ও লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরণের মূল্য সূচক ও অধিকাংশ শেয়ারের দর কমেছে। তবে এই শেয়ারবাজারে লেনদেনে ব্যাপক পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দিনের শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি টাকা কম । গতকাল রবিবার সেখানে ১২৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৩ পয়েন্টে।

গতকাল দর বেড়েছিল ১৫৬টির, কমে ১৪২টির আর অপরিবর্তিত থাকে ৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। আজ তার উল্টো চিত্র কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৮২টির, কমে ২১৪টির আর অপরিবর্তিত থাকে ৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– কনফিডেন্ট সিমেন্ট লি., ইফাদ অটোস, কেয়া কসমেটিক্স লি., এমজেএলবিডি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি., বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লি., ডরিন পাওয়ার,  লংকাবাংলা ফাইন্যান্স, আফতাব অটো ও ফুয়াং ফুডস  ।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ৭৪ কোটি ১৪ লাখ টাকা ছিল। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ১০ কোটি ৬৩ লাখ টাকা কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭১.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪ পয়েন্টে। সিএসইতে গতকাল মোট লেনদেন হয় ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বাড়ে ১১৯টির, কমে ১১৫টির এবং অপরিবর্তিত থাকে ৩৪টির। আজ দর কমা কোম্পানির সংখ্যা বেশি। আজ মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত থাকে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আফতাব অটো ও বেঙ্গল উন্ডসর থার্মোপ্যালাস্টিকস লি. ।

২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধ মুদ্রানীতি ঘোষণা ২৬ জুলাই

bbবিশেষ প্রতিবেদক :

২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি আগামী ২৬ জুলাই (বুধবার) ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবির ওই দিন সকালে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত অর্থবছরের ধারাবাহিকতায় এবারও সতর্ক মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিশেষ করে নির্বাচনের আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

সূত্রে আরও জানা গেছে, মুদ্রানীতিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বেসরকারি খাতে ঋণ জোগান যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা হবে। ধারণা করা হচ্ছে, বেসরকারি খাতে এবারে ঋণ জোগানের প্রাক্কলন সামান্য বাড়িয়ে ১৭ শতাংশ করা হতে পারে। এ ছাড়া ব্যাংক ঋণ খাতে যেন প্রয়োজনীয় জোগান দেয়ার বিষয়েও নজর দেয়া হবে।

গত মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ বাড়ানোর কর্মসূচি নেয়া হয়। মে পর্যন্ত এ খাতে ঋণ বেড়েছে ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ। অবশ্য সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার তুলনায় ১৮ হাজার ২৯ কোটি টাকা বেশি পরিশোধ করেছে। এদিকে গত জুনে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৫ দশমিক ৯২ শতাংশে ওঠেছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

ইউনাইটেড পাওয়ারের দর বাড়ার কারণ নেই

Upgdclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৱ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৮ জুন শেয়ার দর ছিল ১৮০.৫০ টাকা। গতকাল ১৬ জুলাই সর্বশেষ তা ১৮৬.২০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময়  ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

শাহজালাল ব্যাংকের শেয়ার কিনবে লিবাস টেক্সটাইল

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

লিবাস টেক্সটাইলের এমডি তৌহিদুর রহমান নামে কোম্পানিটির এই পরিচালক এ সব শেয়ার ক্রয় করবেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ জুন শেয়ার দর ছিল ১৩৪.৯০ টাকা। গতকাল ১৬ জুলাই সর্বশেষ তা ১৭২ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় রহিমা ফুড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের বোর্ড সভা ২৩ জুলাই

first..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

বার্জার পেইন্টসের ১ম প্রান্তিক ইপিএস কমেছে

berger-Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে । সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির প্রথম প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে কনসোলিডেট আয় হয়েছে ১৮.৪০ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ২২.৫২ টাকা।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ২৬৭.৯১ টাকা। যা একই বছরে মার্চ মাসে ছিল ২৪৯.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ