1. ডরিন পাওয়ার
  2. ইফাদ অটোস
  3. আরএকে সিরামিক
  4. শাহাজিবাজার পাওয়ার কো.
  5. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  6. কনফিডেন্ট সিমেন্ট ,
  7. মার্কেন্টাইল ব্যাংক
  8. কেয়া কসমেটিক্স
  9. গ্রামীণফোন
  10. লংকাবাংলা ফাইন্যান্স

সূচক, শেয়ার দর কমলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। এদিন সেখানে গতকালের চেয়ে আরও কমেছে সূচক ও শেয়ারের দর।  তবে গত দুইদিনের তুলনায় বেড়েছে লেনদেন। একই ধারা বজায় রেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সব ধরণের মূল্য সূচক ও শেয়ারের দর কমেছে। বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত দুইদিনে লেনদের পরিমাণ কমলেও আজ কিছুটা বেড়েছে। বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোটি ১০৬৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি টাকা বেশি। গতকাল মঙ্গলবার সেখানে ৯৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

তবে এদিন ডিএসইতে অন্য সকল সূচক কমেছে। ডিএসইএক্স সূচক গত দুই চেয়ে দিনের চেয়ে আরও কমেছে। বুধবার ৪৩.৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২১ পয়েন্টে।

গতকাল মঙ্গলবার ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫৮১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.২১ পয়েন্ট কমে অবস্থান করে ২১৩৪ পয়েন্টে।

তবে আজ অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৮৬টির, কমেছে ২২৩টির আর অপরিবর্তিত থাকে ২১টির দর। গতকাল মঙ্গলবার লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১০ বাড়ে ৮২টির, কমে ১৭৭টির আর অপরিবর্তিত থাকে ৪৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ডরিন পাওয়ার, ইফাদ অটোস, আরএকে সিরামিক, শাহাজিবাজার পাওয়ার কো. লি., ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, কনফিডেন্ট সিমেন্ট লি., মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিক্স লি., গ্রামীণফোন ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিকে, আজ মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গতকালের চেয়ে অনেকটাই বেড়েছে। গত দুইদিন এ বাজারেও লেনদেন কম হলেও আজ বেড়েছে। দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭১ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৭ কোটি ৮৪ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৫৩ কোটি ৩ লাখ টাকা ছিল।

এদিন  দিন  সিএসইতে কমেছে অন্য সকল সূচকও। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩০.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩৪ পয়েন্টে। সিএসইতে গতকাল মোট লেনদেন হয় ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। দিনশেষে শেয়ার দর কমা কোম্পানি গতকালের চেয়ে আরও বেড়েছে । এদিন আর  মোট লেনদেন হয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

গতকাল দর বেড়ে ৮৯টির, কমে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বাড়ে ৭৯টির, কমে ১৬৬টির এবং অপরিবর্তিত থাকে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইডিএলিস ফাইন্যান্স ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

বাংলাদেশ ব্যাংকের মুদ্রা নীতিতে সতর্কতামূলক অবস্থান বজায় থাকবে

bbস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রা নীতিতে সতর্কতামূলক অবস্থান বজায় থাকবে। আগামী ২৬ জুলাই বুধবার চলতি বছরের প্রথম ৬ মাসের জন্য এই মুদ্রা নীতি ঘোষণা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিক মুদ্রা নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, চলতি আর্থিক বছরের বাজেট ও নির্দেশনার ভিত্তিতে আর্থিক নীতি প্রণীত হবে। এ ব্যাপারে ইতোমধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে তাদের প্রস্তাব ও পরামর্শ পাওয়া গেছে। এসব যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তকরণের কাজ চলছে।

এ প্রসঙ্গে ঢাকায় বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেইন বলেন, আসন্ন মুদ্রা নীতিতে বড় ধরনের পরিবর্তনের কোনো কারণ নেই। তবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ দুই বছরের জন্য স্থগিত হওয়ায় সরকার রাজস্ব ঘাটতির মুখে পড়তে পারে। অধিকন্তু সরকার ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে। এ জাতীয় বাজেটে ব্যাংকিং খাত থেকে ২৮ হাজার ২০৩ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা স্থির করে দেয়া হয়েছে।

রাজী হাসান বলেন, রাজস্ব ঘাটতি মেটাতে আমাদের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রায় সামঞ্জস্য করতে হবে। বাংলাদেশ ব্যাংক পরবর্তী বছরগুলোর মতো আসন্ন আর্থিক নীতিতেও ঋণ প্রদান সম্পর্কিত বিধান অব্যাহত থাকবে। ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় অর্ধ-বার্ষিকীর মুদ্রা নীতি ২৯ জানুয়ারি ঘোষণা করা হয়।

সূত্র : বাসস।

স্টকমার্কেটবিডি.কম/

লিন্ডে বিডির ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

জ্বালানী ও শক্তি খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় তেজগাওয়ে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

সিঙ্গার বিডির ২য় প্রান্তিক বোর্ড সভা ২৫ জুলাই

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় মতিঝিল দিলকুশায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা ২৩ জুলাই

standardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

পিপিপি ও জ্বালানি প্রকল্পে এডিবির ৫২৬ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

adbবিশেষ প্রতিবেদক :

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ৫২৬ মিলিয়ন ডলার এমএফএফ সহায়তা ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ব্যয় হবে এ অর্থ।

এডিবি জানায়, এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজারভিত্তিক ঋণ হিসেবে দেওয়া হয়েছে মাঝারি ও বৃহৎ পিপিপি প্রকল্প বাস্তবায়নের জন্য। ২৬ মিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ ক্ষুদ্র ও মাঝারি আকারের নবায়নযোগ্য প্রকল্প বাস্তবায়নের জন্য। প্রথমত দেশের গ্রামীণ অঞ্চলে এসব অর্থ ব্যবহার করতে হবে। উভয় ঋণই পিপিআইডিএফ৩-এর আওতায়।

এর পাশাপাশি ৭ লাখ ৫০ হাজার ডলারের টেকনিক্যাল সহায়তা অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। এটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেডের (ইডকল) সক্ষমতা বাড়াতে ব্যবহার হবে। এডিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকারের একটি আর্থিক প্রতিষ্ঠান পিপিপি প্রকল্পে অর্থায়নের এ দায়িত্ব পালন করবে।

এডিবির প্রধান অর্থ খাত বিশেষজ্ঞ পেটের ম্যারো বলেন, বাংলাদেশের দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতিতে অবকাঠামো উন্নয়ন একটি অপরিহার্য অংশ। তবে এটি অস্বীকার করার সুযোগ নেই যে দেশের উন্নয়ন টেকসই করতে হলে অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাত থেকেও বিনিয়োগ আসতে হবে। এ দেশের অবকাঠামো উন্নয়নে আমরা আমাদের অংশগ্রহণ অব্যাহত রাখব পিপিআইডিএফ৩-এর মাধ্যমে।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ গড়ে ৬.৩ শতাংশ করে বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করে। কিন্তু বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে ৭.৪ শতাংশ করে প্রবৃদ্ধি অর্জন করতে হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায়। এ লক্ষ্য পূরণে পিপিপি প্রকল্পে বাংলাদেশকে বিনিয়োগ জিডিপির ৩৪.৪ শতাংশ করতে হবে ২০২০ সাল পর্যন্ত, যা ২০১৫ সালে ছিল ২৯ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ