ডিএসইতে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেন ৪৭৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন সেখানে লেনদেন কমেছে ২৪.৯০ শতাংশ । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচকের নিম্নমুখী অবস্থায় কমেছে লেনদেন। এদিন সেখানে লেনদেন ৯.৬৩  শতাংশ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫৮ কোটি ৪ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার সেখানে ৬৩৬ কোটি ৩৬ লাখ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকালের চেয়ে আজ লেনদেন কমেছে ২৪.৯০ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ৬.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১০টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত থাকে ৫৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, নাভানা সিএনজি, লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, আমান ফিড, কনফিডেন্ট সিমেন্ট, সিমটেক্স টেক্সটাইল ও এসিআই ফরমুলেশন লি.।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৬ কোটি ৫৩ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার এই লেনদেন ৪১ কোটি ৯৯ লাখ টাকা ছিল। গতকালের চেয়ে আজ লেনদেন কমেছে ৩৯.৬৩ শতাংশ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৮ পয়েন্টে। সিএসইতে গতকাল মোট লেনদেন হয় ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল নাভানা সিএনজি ও লংকাবাংলা ফাইন্যান্স ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

‘পোশাক ও অ্যাগ্রো ফুড খাতে দক্ষ শ্রমিকের অভাব’

bidcবিশেষ প্রতিবেদক :

বাংলাদেশের ১০টি খাতে দক্ষ শ্রমিকের অভাব আছে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। ‘লেবার মার্কেট অ্যান্ড স্কিল গ্যাপ ইন বাংলাদেশ: ম্যাক্রো ও মাইক্রো লেভেল স্ট্যাডি’ শীর্ষক এ গবেষণা পরিচালনা করেছে যৌথভাবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং অর্থমন্ত্রণালয়।

রবিবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ গবেষণা প্রতিবেদন হস্তান্তর করেন বিআইডিএস’র মহাপরিচালক কেএএস মুর্শিদ। অর্থমন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) আওতায় এ গবেষণা পরিচালিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ১০টি খাতের শ্রমিকদের দক্ষতার অভাব আছে। খাতগুলো হলো- অ্যাগ্রো ফুড প্রসেসিং, স্বাস্থ্য সেবা, হাসপাতাল ও ট্যুরিজম, তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, তথ্য প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ ও বৈদেশিক কর্মসংস্থান। আগামী ২০২০ সাল নগাদ এ ১০টি খাতে দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে ৭ কোটি ৩০ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হবে তৈরি পোশাক খাতে ৬০ লাখ এবং অ্যাগ্রো ফুড খাতে ৩০ লাখ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাজেটে জিডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা যদি আমাদের অর্জন করতে হয় তাহলে এই পরিমান দক্ষ শ্রমিকের ঘাটতি মেটাতে হবে। তা না হলে লক্ষ্য অর্জন সম্ভব নাও হতে পারে।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের পর্যালোচনা প্রতিবেদন খুবই প্রয়োজন। আমাদের দেশের সার্বিক উন্নয়নে কোন খাতে কি পরিমান দক্ষ শ্রমিকের অভাব আছে তা জানা সহজ হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জাহাজ নির্মাণ খাত বড় খাত হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এ খাতে দক্ষ শ্রমিকের অভাব আছে। আমরা এবারের বাজেটে এ খাতে ৫ লাখ শ্রমিকের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে এর সংখ্যা আরও বাড়বে।’

রূপালী ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা চারটায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

তাকাফুল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

takaful-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৩টায় দিলকুশায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৩টায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ইন্টারন্যাশনাল লিজিংয়ের বোর্ড সভা ৩০ জুলাই

_International_Leasing_স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং আর্থিক খাতের খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টায় পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

লার্ফাজ সুরমার বোর্ড সভা আহবান

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লার্ফাজ সুরমা সিমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় সিমেন্ট কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সিমেন্ট খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টায় গুলশানে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

সূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। প্রথম ২ ঘন্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২২৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। তবে সিএসইতে মূল্য সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.১৬ পয়েন্ট বেড়ে ৫৭৮৫ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ১.০৪ পয়েন্ট বেড়ে ২১২২ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৩ বেড়ে ১৩১৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ২২৭ কোটি ৬০ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত ছিল ৫৫টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭.৪৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৮৬টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

ইসলামী ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের ইপিএস প্রকাশ

Islami-Insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির  দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে আয় হয়েছে ৩৭ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ৩৫ পয়সা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে আয় হয়েছে ৭৬ পয়সা । যা গত বছর একই সময়ে যা ছিল ৬৯ পয়সা ।

২০১৭ সালের জানুয়ারি-জুন পর্যন্ত শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ১৪.৩৭ টাকা । যা গত ৩১ ডিসেম্বর ছিল একই সময়ে ছিল ১৩.৬১ টাকা ।

এই দুই প্রান্তিকে কোম্পানিটির এনওসিএফপিএস এসেছে ১.১৫ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ১.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৫টায় পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.