ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের দর বাড়ার কারণ নেই

ISNLTDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ৩০ জুলাই দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২ জুলাই শেয়ার দর ছিল ১৭.১০ টাকা। গত ৩০ জুলাই সর্বশেষ তা ২০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক ইপিএস প্রকাশ

paramu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২২ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৫২ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৪১ পয়সা।

বিমাটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস এসেছে ৩৫ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২৬ পয়সা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৪.৬০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৩.৪৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তহবিল ১৪৮৮ কোটি টাকা

megna-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মোট তহবিল ও হিসাব নম্বরের সংখ্যা প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে বিমাটির ১৪৮৮ কোটি টাকার উপরে তহবিল দাঁড়িয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, চলতি ২০১৭ সালের জানুয়ারি হতে জুন পর্যন্ত বীমাটির মোট তহবিল দাঁড়িয়েছে ১৪৮৮ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। আগের বছর একই সময় এই তহবিল ছিল ১৪১৫ কোটি ৫২ লাখ টাকার বেশি।

এসময় বিমাটির রিভিনিউ হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ২৪ লাখ ৭০ হাজার, যা গত বছর একই সময়ে ছিল ৩৮ কোটি ২২ লাখ ।

জানুয়ারি হতে এপ্রিল পর্যন্ত বীমাটির মোট তহবিল দাঁড়িয়েছে ১৪৭৯ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। আগের বছর একই সময় এই তহবিল ছিল ১৪০৮ কোটি ২৬ লাখ টাকার বেশি।

দ্বিতীয় প্রান্তিকে বিমাটির রিভিনিউ হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৫ লাখ ২০ হাজার, যা গত বছর একই সময়ে ছিল ৩০ কোটি ৯৬ লাখ ।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

ফাস ফাইন্যান্সের ২য় প্রান্তিকে লোকসান হয়েছে

স্fas-smbdটকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড লোকসান ০.০২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১৩ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬১ পয়সা।  যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ১৩ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ২.৮৯ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৫.১৪।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৪.৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৪.১২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বিডি ল্যাম্পসের বোর্ড সভা ৭ আগষ্ট

bdlams-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের বোর্ড সভা আগামী ৭ আগষ্ট আহবান করা হয়েছে। সোমবার  ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় মহাখালীতে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত বছরের লভ্যাংশ ঘোষণা করবে। এদিন এজিএম ও রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

আগের বছর ২০১৫ সালে বিডি ল্যাম্পস লিমিটেড ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক ইপিএস বেড়েছে ৯ পয়সা

takaful-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪১ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ৩২ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৮৮ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৬২ পয়সা।

বিমাটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস এসেছে ১.২২ টাকা।  যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৮২ পয়সা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৬.৫২ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৫.৯৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ২য় প্রান্তিক ইপিএস কমেছে

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ৭১ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে দাঁড়িয়েছে ৯৫ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.৪৪ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ১১.৮৮ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ২.১২ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২২.৫৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২২.১৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

  1. বিবিএস ক্যাবলস
  2. সিটি ব্যাংক
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. আইডিএলসি ফাইন্যান্স
  5. ওয়ান ব্যাংক
  6. মার্কেন্টাইল ব্যাংক
  7. ফুয়াং ফুডস
  8. ফরচুন সুজ
  9. ব্র্যাক ব্যাংক
  10. প্রিমিয়ার ব্যাংক

ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে ৫৬৪ কোটি টাকা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেড়েছে লেনদেন ও শেয়ারদর। ডিএসইতে এদিন মোট ১১৬৬ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসইতে ৯০ কোটি ৮১ লাখ টাকার উপরে লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৬৬ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৬৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। গতকাল রবিবার সেখানে ৬০১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৫৮.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৬.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৩ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত থাকে ৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে – বিবিএস ক্যাবলস, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফুয়াং ফুডস, ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯০ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৫৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। গতকাল রবিবার এই লেনদেন ৩৬ কোটি ৩৪ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১৩.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৯৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আরকে সিরামিক ও বিবিএস ক্যাবলস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

২য় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের আয় স্থির রয়েছে

bracস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) স্থির রয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় হয়েছে ১.২৫ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ১.২৫ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২.৬৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২.১০ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ১৩.৪৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১০.৭৫।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২৭.৮৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২৬.১৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.