আমরা নেটওয়ার্কসের আইপিও আবেদন শুরু : চলবে ৯ দিন

amranetনিজস্ব প্রতিবেদক :

আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত মোট ৯ কার্য দিন বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবেন। কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা এনামুল হক স্টকমার্কেটবিডি.কমকে এ তথ্যটি নিশ্চিত করেন।

আইপিও আবেদনকারীদের নিকট হতে প্রতি লটের জন্য ৩৫০০ টাকা জমা নিবে কোম্পানিটি।

এই আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার ও ওয়াই-ফাই হটস্পট স্থাপন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

গত ১৪ জুন অনুষ্ঠিত কমিশনের ৬০৬তম সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

৪১ বিলিয়ন ডলার রপ্তানী করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার : বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেট ডেস্ক :

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামীতে ৪১ বিলিয়ন ডলার রপ্তানী করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বের মন্দাভাব থাকা সত্ত্বেও আমাদের রপ্তানীতে কোন প্রভাব পড়বেনা। এই খাতে আমরা অবশ্যই সফল হব।

মন্ত্রী আজ রবিবার দুপুরে উপজেলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাঘমারা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন যৌথভাবে সেতুটি উদ্বোধন করেন।
তোফায়েল আহমেদ বলেন, আমাদের রপ্তানী প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান আমাদের আইটি সেক্টর সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর। এই খাত থেকে ২০২১ সালে ৫ বিলিয়ন ডলার রপ্তানী করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয় আইটি সেক্টরকে অনেক দূরে নিয়ে গেছেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের পাটের ব্যাপক চাহিদা রয়েছে। আইটি থেকে আমাদের অর্জন হবে, চামড়া থেকে হবে, পাট থেকে হবে। সব দিক থেকে আমাদের অর্জন বাড়বে।

মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছে, তারা চেয়েছিল বঙ্গবন্ধু পরিবারে যাতে কেউ বেঁচে না থাকে। ২০০৪ সালে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি সেদিন প্রাণে বেঁেচছেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করেন।

এসময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা মাশরুর হোসেন মিতু, জেলা প্রশাসক মো: সেলিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো: মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস
স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

বাংলাদেশ-ইইউ বাণিজ্য বাড়াতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

bssস্টক ডেস্ক :

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ইইউর বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সূত্র : বাসস

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে, সেখানে ইইউ সদস্য দেশগুলো বিনিয়োগ করতে পারে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের উন্নতির বিষয়ে একমত পোষণ করে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রশংসা করেন বলে জানান তিনি।

বাংলাদেশের শ্রম আইন এবং খসড়া ইপিজেড আইন পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রতিশ্রুতিরও প্রশংসা করেন মায়াদন।

ইহসানুল করিম বলেন, শ্রম অধিকার নিয়ে বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছাকে ইতিবাচক বলেছের বিদায়ী ইইউ রাষ্ট্রদূত। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিকে ‘শান্তিপূর্ণ’ উল্লেখ করে আগামী সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কথাও বলেন তিনি।

আগামী সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউর আগ্রহের প্রশংসা করেন শেখ হাসিনা। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ছবিযুক্ত ভোটার পরিচয়পত্র তৈরিতে ইইউর সহায়তার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও প্রধানমন্ত্রী এসময় তুলে ধরেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

১৪৮টি শর্ট সেলসের অভিযোগ, তদন্তের নির্দেশ

bsecনিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৪৮টি শর্ট সেলস বাস্তবায়নের ঘটনা ঘটেছে বলে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) র সফটওয়্যারের নজরদারিতে চিহৃিত হয়েছে। দুই শেয়ারবাজার কর্তৃপক্ষকে গত জুন ও জুলাই মাসে সংঘটিত এই অভিযোগের ঘটনা তদন্ত করার তাগিদ দিয়েছে বিএসইসি।

শর্ট সেল হলো লেনদেনের এমন একটি প্রক্রিয়া যেখানে বিনিয়োগকারীরা দর কমার আশঙ্কায় ধারকৃত শেয়ার বিক্রি করেন। এবং তাদের এসব ধারকৃত শেয়ার ভবিষ্যতে কোনো সময় ফেরত দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থাটি বিষয়টির তদন্তের নির্দেশ দিয়ে উভয় বাজারের প্রধানদের একটি চিঠি পাঠিয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান বলেছেন, নিয়ন্ত্রণের ক্ষেত্রে সফটওয়্যারের নজরদারির মাধ্যমে সন্দেহজনক কোনো সতর্কতা অবলম্বন করে থাকলে এর ওপর তদন্ত করতে বাজারগুলোর নিয়ন্ত্রকদের আহবান জানানো হয়েছে। ‌

তিনি বলেন, শর্ট সেলসের ওপর তদন্ত পরিচালনা ও এই বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া আমাদের নিয়মিত কার্যাবলির অংশ। তিনি আরও বলেন, শেয়ারবাজার দুটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে এমন কোনো অনিয়ম ঘটে থাকলে আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএসইসি চিঠি মোতাবেক, আগামী ২০ কার্যদিবসের মধ্যে শর্ট সেলসের অভিযোগের তদন্ত রিপোর্ট দুই শেয়ারবাজার কর্তৃপক্ষকে জমা দিতে হবে।  এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার জানান, তাদের নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিভাগ শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মতো তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, শর্ট সেলস বিষয়ে অস্বাভাবিক কোনো কিছু ঘটে থাকলে সংশ্লিষ্ট বিভাগ বিএসইসি’র কাছে রিপোর্ট প্রদান করবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

এনসিসি ব্যাংকের নতুন এমডি ও সিইও

Mosleh-Uddin-Ahmed-স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন মোসলেহ উদ্দীন আহমেদ। এর আগে তিনি একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মোসলেহ উদ্দীন ২০১৫ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এনসিসি ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দি সিটি ব্যাংকের এ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট ডিভিশনের ঢাকা অঞ্চলের প্রধান ছিলেন।

তিনি বাংলাদেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গুলশান শাখার প্রধান, পরবর্তীতে রিজিওনাল হেড অব ক্রেডিট এবং প্রাইম ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে লিজিং ইউনিটের প্রধান হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মোসলেহ উদ্দীন আহমেদ রুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং বুয়েট থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

তিনি স্টেট ব্যাংক ইন্ডিয়ার স্টাফ কলেজ হায়দরাবাদ, দিল্লি ও মুম্বাই থেকে ট্রেড ফাইন্যান্স ও ক্রেডিট ম্যানেজমেন্ট এবং এআইটি, ব্যাংকক থেকে অ্যাডভান্স ক্রেডিট ম্যানেজমেন্টের ওপর লং কোর্স সমাপ্ত করেন। এছাড়া, তিনি দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ফেডারেল ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বিও একাউন্টে জমা

federal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির ৫ শতাংশ বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ব্যাংক পরিচালকের ৪ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

dhakaস্টকমার্কেট ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

রোকসানা জামান নামে কোম্পানিটির এই পরিচালক ৪ লাখ শেয়ার ক্রয় করবেন। এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

তিনি ঘোষিত ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

  1. সিটি ব্যাংক
  2. বিবিএস ক্যাবলস
  3. ইফাদ অটোস
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. সিএন্ড এ টেক্সটাইলস
  6. আইএফআইসি ব্যাংক
  7. এ্যাপোলো ইস্পাত
  8. কেয়া কসমেটিকস
  9. তুংহাই নিটিং এন্ড ডাইন
  10. মার্কেন্টাইল ব্যাংক

দুই শেয়ারবাজারেই লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় কমেছে লেনদেন। তবে বেড়েছে শেয়ারদর। সেখানে ৯১৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। যা সূচকটির যাত্রা শুরুর পর সর্বোচ্চ। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন কমেছে। এদিন ৬৩ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

সেখানে  ৬৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার সেখানে ১০৭৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ২৭.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯০৭ পয়েন্টে। সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬.৯৫ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ২১৩০ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত থাকে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– সিটি ব্যাংক, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, লংকাবাংলা ফাইন্যান্স, সিএন্ড এ টেক্সটাইলস, আইএফআইসি ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, তুংহাই নিটিং এন্ড ডাইন ও মার্কেন্টাইল ব্যাংক।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৮ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার এই লেনদেন ৬৩ কোটি ৬৭ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোস্যাল ইসলামী ব্যাংক ও বিবিএস ক্যাবলস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

premier-leasing-logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মাকসুদ মোরশেদ নামে আর্থিক প্রতিষ্ঠানের এই উদ্দ্যোক্তার হাতে থাকা ১৭ লাখ ২৮ হাজার ৮৮১টি শেয়ারের মধ্যে এসব বিক্রয় করবেন।

এই উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে আর্থিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.